হতাশিত হই বারে বার!
লিখেছেন লিখেছেন সাদামেঘ ০৭ নভেম্বর, ২০১৪, ০৬:২৪:০৬ সন্ধ্যা
একটা সময় জানতাম ডাক্তার হলেন নতুন জীবনের উছিলা! একটা জীবন মৃত্যুর ঠিক কিনারা থেকে একজন ডাক্তারের সহযোগীতায় ও সহমর্মিতায় আবারো নতুন জীবনের সূচনা পায়! পায় আরো কিছুদিন পৃথিবীকে দেখবার সুযোগ! একজন ডাক্তারের দায়িত্ববোধ ও মানুষের প্রতি তার উদারতা পূর্ণ ব্যবহার তাকে সম্মানের উচ্চাসনে বসায়! সে হয় মানুষের কাছে শ্রদ্ধার পাত্র! মানুষ তাকে তার উদরতা পূর্ণ ব্যবহারের কারনে সমীহ করেন সবসময়! মনটা খুবই খারাপ হয়ে গেলোআজকের অন লাইন পত্রিকা পড়ে! মনে হলো পৃথিবীটা কি তার সঠিক অবস্থানে আছে? নাকি আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে! কোন সুস্থ বিবেকবান মানুষের সামনে কিভাবে একজন অসুস্থ রোগীর প্রতি অবহেলা ও তার প্রিয় সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়লেন শুধুমাত্র কাগজের টাকার কাছে বিক্রিত কয়েকজন ডাক্তার ও নার্সের আচরণে! তারা কি পারতো না সামান্যতম সহযোগীতার হাতকে প্রসারিত করতে! একজন ডাক্তারের মানবতার যদি এই করুন অবস্থা হয় তবে মনে হয় পৃথিবীটা তার সঠিক অবস্থানে নেই! আমরা সকলেই আমাদের মানবতাকে বিক্রি করেছি, আমাদের সঠিক বিবেককে বিক্রি করেছি পৃথিবীর সামান্য কাগজের টাকার কাছে! আর পৃথিবীর শিক্ষা থেকে পেয়েছি অহংকার, গরিমা, মানুষের প্রতি অবহেলা করতে! তাই তো বর্তমানে দেখা যায় হাসপাতালের করিডোরে প্রসূতি মাকে প্রসব বেদনায় ছটফট করে একটি সন্তান প্রসব করতে, আর ডাক্তার ও নার্সদের কঠিন অবহেলা আর তাদের লোভী মনের আচরণে একটি নবজাতক শিশুর কয়েক ঘন্টা পৃথিবীর আলোতে বেঁচে থেকে করুন মৃত্যু বরণ করতে! ভাবতে অবাক লাগে পৃথিবীতে এখনো কোন মানুষ আছে? নাকি সবাই একসাথে পশুতে পরিণত হয়েছে? সকল মানুষ পশু না হলেও কিছু মানুষের মস্তিস্কে পচন ধরেছে! যার কারনে মানুষের মানবিক দায়িদ্ববোধ টুকুও চলে গেছে! তারা রুপান্তরিত হয়েছে মানুষ রুপী পশুতে! হে আল্লাহ তুমি এই জাতিকে পরিপূর্ণ হেদায়াত দাও....................আর কিছু লিখতে পারছিনা! কী বোর্ডে আঙ্গুল গুলো যেন চলতে চাইছেনা! শুধু হতাশিত হয়ে বারেবার সেই প্রিয় নবী (সঃ) এর জমানায় চলে যেতে ইচ্ছে করে! ইচ্ছে করে আরেকবার যদি মানুষের বিবেকগুলো ঝালাই করার কোন ব্যবস্থা হতো তবে হয়তো হতাশার কিছুটা হলেও দুর হতো! আর মানুষের মাঝে শান্তির বাতাস বয়ে যেত! কতই না ভালো হতো!
এই লিংকে ক্লিক করে পড়ে দেখুন মানুষের মানবতা কোথায় বিলিন হয়েছে! আর কোথায় তাদের অবস্থান!
বিষয়: সাহিত্য
১৩৭৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার মনে হয় আছে কারণ না থাকলে তখন কেয়ামত হবে। হতাশ হইয়েন না আশা রাখুন।
অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য রেখে যাবার জন্য
বর্তমানের ডাক্তাররা টাকার কাছে নিজেকে বিক্রি করে দেয় । কিন্তু তবু মানুষ সঠিক চিকিৎসা পায় না । তাদের কাছে জীবনের চেয়ে টাকাই দামী ।
মন্তব্য করতে লগইন করুন