Day Dreaming Day Dreaming হতাশিত হই বারে বার!Day Dreaming Day Dreaming

লিখেছেন লিখেছেন সাদামেঘ ০৭ নভেম্বর, ২০১৪, ০৬:২৪:০৬ সন্ধ্যা

একটা সময় জানতাম ডাক্তার হলেন নতুন জীবনের উছিলা! একটা জীবন মৃত্যুর ঠিক কিনারা থেকে একজন ডাক্তারের সহযোগীতায় ও সহমর্মিতায় আবারো নতুন জীবনের সূচনা পায়! পায় আরো কিছুদিন পৃথিবীকে দেখবার সুযোগ! একজন ডাক্তারের দায়িত্ববোধ ও মানুষের প্রতি তার উদারতা পূর্ণ ব্যবহার তাকে সম্মানের উচ্চাসনে বসায়! সে হয় মানুষের কাছে শ্রদ্ধার পাত্র! মানুষ তাকে তার উদরতা পূর্ণ ব্যবহারের কারনে সমীহ করেন সবসময়! মনটা খুবই খারাপ হয়ে গেলোআজকের অন লাইন পত্রিকা পড়ে! মনে হলো পৃথিবীটা কি তার সঠিক অবস্থানে আছে? নাকি আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে! কোন সুস্থ বিবেকবান মানুষের সামনে কিভাবে একজন অসুস্থ রোগীর প্রতি অবহেলা ও তার প্রিয় সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়লেন শুধুমাত্র কাগজের টাকার কাছে বিক্রিত কয়েকজন ডাক্তার ও নার্সের আচরণে! তারা কি পারতো না সামান্যতম সহযোগীতার হাতকে প্রসারিত করতে! একজন ডাক্তারের মানবতার যদি এই করুন অবস্থা হয় তবে মনে হয় পৃথিবীটা তার সঠিক অবস্থানে নেই! আমরা সকলেই আমাদের মানবতাকে বিক্রি করেছি, আমাদের সঠিক বিবেককে বিক্রি করেছি পৃথিবীর সামান্য কাগজের টাকার কাছে! আর পৃথিবীর শিক্ষা থেকে পেয়েছি অহংকার, গরিমা, মানুষের প্রতি অবহেলা করতে! তাই তো বর্তমানে দেখা যায় হাসপাতালের করিডোরে প্রসূতি মাকে প্রসব বেদনায় ছটফট করে একটি সন্তান প্রসব করতে, আর ডাক্তার ও নার্সদের কঠিন অবহেলা আর তাদের লোভী মনের আচরণে একটি নবজাতক শিশুর কয়েক ঘন্টা পৃথিবীর আলোতে বেঁচে থেকে করুন মৃত্যু বরণ করতে! ভাবতে অবাক লাগে পৃথিবীতে এখনো কোন মানুষ আছে? নাকি সবাই একসাথে পশুতে পরিণত হয়েছে? সকল মানুষ পশু না হলেও কিছু মানুষের মস্তিস্কে পচন ধরেছে! যার কারনে মানুষের মানবিক দায়িদ্ববোধ টুকুও চলে গেছে! তারা রুপান্তরিত হয়েছে মানুষ রুপী পশুতে! হে আল্লাহ তুমি এই জাতিকে পরিপূর্ণ হেদায়াত দাও....................আর কিছু লিখতে পারছিনা! কী বোর্ডে আঙ্গুল গুলো যেন চলতে চাইছেনা! শুধু হতাশিত হয়ে বারেবার সেই প্রিয় নবী (সঃ) এর জমানায় চলে যেতে ইচ্ছে করে! ইচ্ছে করে আরেকবার যদি মানুষের বিবেকগুলো ঝালাই করার কোন ব্যবস্থা হতো তবে হয়তো হতাশার কিছুটা হলেও দুর হতো! আর মানুষের মাঝে শান্তির বাতাস বয়ে যেত! কতই না ভালো হতো!

এই লিংকে ক্লিক করে পড়ে দেখুন মানুষের মানবতা কোথায় বিলিন হয়েছে! আর কোথায় তাদের অবস্থান!

বিষয়: সাহিত্য

১৩৭৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282041
০৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ভাবতে অবাক লাগে পৃথিবীতে এখনো কোন মানুষ আছে? নাকি সবাই একসাথে পশুতে পরিণত হয়েছে?

আমার মনে হয় আছে কারণ না থাকলে তখন কেয়ামত হবে। হতাশ হইয়েন না আশা রাখুন।
০৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
225565
সাদামেঘ লিখেছেন : হতাশিত না হয়ে উপায় নেই! হতাশা আর সাথে প্রার্থনা!
অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য রেখে যাবার জন্য
282053
০৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এর চেয়ে ভয়ংকর অবস্থায় নিজেই পড়েছি। তাই এই খবরগুলি আর অবাক করেনা।
২০ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৮
229649
সাদামেঘ লিখেছেন : পৃথিবীটা দিন দিন ভয়ংকর কঠিনতার দিকে ধাবিত হচ্ছে মানুষের পরিণতি যে কি হবে?
282072
০৭ নভেম্বর ২০১৪ রাত ০৮:২৯
সাবু আলু লিখেছেন : মানবসেবা ?? সে তো অসম্ভব কিছু !!
বর্তমানের ডাক্তাররা টাকার কাছে নিজেকে বিক্রি করে দেয় । কিন্তু তবু মানুষ সঠিক চিকিৎসা পায় না । তাদের কাছে জীবনের চেয়ে টাকাই দামী ।
২০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
229680
সাদামেঘ লিখেছেন : সহমত প্রকাশ করছি আপনার মন্তব্যের সাথে!
282274
০৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪৯
বৃত্তের বাইরে লিখেছেন : এসব খবরে মানুষ এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে এখন আর অবাক হয়না তেমন।
২০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
229682
সাদামেঘ লিখেছেন : ঠিকই বলেছেন ভাইজান!
282278
০৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫২
অনেক পথ বাকি লিখেছেন : ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড It Wasn't Me!
২০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
229683
সাদামেঘ লিখেছেন : ধন্যবাদ অনেক ধন্যবাদ মন্তব্য রেখে যাবার জন্য
282354
০৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মানুষের লোভের কাছে মানবতা আজ বন্দি! আর লোভের অনল মানবতাকে পুঁড়িয়ে ছাই করা হয়েছে! তার মাঝেও কিছু মানুষের মানবতার কারনে পৃথিবীটা এখনো চলছে নিয়মমত!
২০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
229684
সাদামেঘ লিখেছেন : সহমত
283401
১২ নভেম্বর ২০১৪ রাত ১২:৫২
রেহনুমা বিনত আনিস লিখেছেন : কেউ আর মাথা ঘামায়না এসব নিয়ে। এই লোকের কোন শাস্তিও হবেনা। সে আবার এই কান্ড ঘটাবে। এই আমাদের অবস্থা।
২০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
229685
সাদামেঘ লিখেছেন : ঠিক তাই এমনই ঘটছে প্রতি নিয়ত!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File