উপহার!!
লিখেছেন লিখেছেন সাদামেঘ ০৭ অক্টোবর, ২০১৪, ০৬:৩১:৫১ সন্ধ্যা
ভালোবাসার বিনিময়ে ভালোবাসা
সে তো ভালোবাসা নয়!
সে তো শুধু বিনিময়
তাকেই পেতে কাংখিত হৃদয়!
কষ্টের সাথে ভালোবাসাই হলো
আসল ভালোবাসা!
ভালোবাসার সাথে কষ্ট
কেউ করেনা প্রত্যাশা!
তবু কেন ভালোবাসার সাথে
কষ্ট থাকে জড়িয়ে?
কেন তবে কেউ কষ্ট বিনে ভালোবাসাকে
নিতে পারেনা উঠিয়ে?
ফুলের সাথে কাঁটা থাকবে
এটাই ধরার নীতি!
কষ্টের সাথে ভালোবাসা নিয়েই
এই জীবনের প্রীতি!
কাঁটা ছাড়া ফুল আর
কষ্ট ছাড়া ভালোবাসা চাওয়া সবার!
ভালোবেসে কেউ কাঁদতে চায়না
চায় ভালোবাসার উপহার!
২ই জুলাই ২০১
বিষয়: সাহিত্য
১২৬৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো পড়ে
মন্তব্য করতে লগইন করুন