ভয় করে!!
লিখেছেন লিখেছেন সাদামেঘ ০৪ জুন, ২০১৪, ০৭:১১:১১ সন্ধ্যা
ছয়টি ঋতু ঘুরে একটি বছর পরে
এলো গ্রীষ্ম কালের ঋতু!
বাজারে ফলের মেলা
খাইতে সাহস করিনা কভু!
লিচু দেখে লোভ লাগে
খেতে ভয় করে!
যারা খায় এসব ফল না বুঝে
তারা জানেনা নিজের কত ক্ষতি করে?
আম জাম কাঁঠাল লিচু
ফরমালিন সবকিছুতে!
কি খাবো কি করবো?
ভেজাল সব খাবারেতে!
তোমরা যারা গ্রামে আছো
খাচ্ছ সঠিক ফল!
শহরের এই আজব খানায়
আমার ভয় করে কেবল!
পছন্দনীয় ফল আসে মৌসুমে
দেখে দেখে চলে যায় মাস!
খেতে পারিনা ছুঁতে পারিনা
কারন এই ফলে রোগের আভাস!
ফলকে পোঁকা থেকে বাঁচাতে
মানুষ মারতে চায়!
এ কেমন দেশে আছি আমরা
জনগণ হায়!
ফরমালিন যুক্ত ফল দেখে
ব্রিটেন চিনেরা ফেরত পাঠায়!
আর সেই ফল আমার দেশের জনগণ
অর্থ দিয়ে কিনে খায়!
ও ফলের ব্যবসায়ীরা একটি করে টাকা নাও বেশী
ফলটা দাও ফরমালিন মুক্ত!
কেন টাকার বিনিময়ে বিক্রি করেও
করো ফল সহ সবকিছুতে ফরমালিন যুক্ত?
এক স্রষ্টাকে ভয় করে
ফরমালিন মেশানো করো বন্ধ!
তোমার ভাই বোনকেই মারতে চাইছো ফরমালিনে
কি করছো? দেখো! আর হইও না অন্ধ!
ছবির জন্য কৃতজ্ঞতায় গুগল মামুকে!
বিষয়: সাহিত্য
৯৭০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লোভনীয় পছন্দনীয় সকল ফলেতে
ফরমালিনের বিষ মিশিয়ে দিয়েছে!
দেখতে লোভ লাগে খেতে লাগে ভয়
এই বিষ খেয়ে আমাদের কখন কি যে হয়?
আসুন মিলে সোচ্চার হই ফরমালিনের ব্যপারে
প্রতিরোধ গড়ে তুলি বাংলার ঘরে ঘরে!
মন্তব্য করতে লগইন করুন