অপেক্ষার নিশিতো প্রহর!!
লিখেছেন লিখেছেন সাদামেঘ ১৭ জানুয়ারি, ২০১৪, ০৭:২৯:৫১ সকাল
অপেক্ষার নিশিতো প্রহর!!
অপেক্ষা মনের জগতে মেঘের ঘনঘটা
অপেক্ষায় বিমোহিত হয় হৃদয়টা।
অপেক্ষা! যেন বিশের পেয়ালায় রাখা নেশা
অপেক্ষা মিনিটে মিনিটে বাড়ায় হতাশা।
অপেক্ষার ক্ষনগুলো যেন কাটতেই চায়না
অপেক্ষায় আক্ষেপিত জন ছাড়া এর যন্ত্রনা কেউ বুঝেনা।
অপেক্ষা দুটি হৃদয়তে কাংখিত করে
অপেক্ষার ক্ষনগুলো কাটে বিষন্নতার ভীতরে।
অপেক্ষার রাত্রি যেন ভোর হতেই চায়না
অপেক্ষার স্মৃতি যেন কোনকালেই ভোলা যায়না।
অপেক্ষার নিশিতো প্রহর আসে যেন অনেক সাধনা পরে
অনাকাংখিত অপেক্ষা আর অনেক ধৈর্যের পরে সুখ আসে সবের ঘরে।
২০ শে জুন ২০০৬
বিষয়: বিবিধ
১৪৭২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতার আসর বসেছে যেন ব্লগ জগতে
শীতের সকালের আমেজে।
অনাকাংখিত অপেক্ষা আর অনেক ধৈর্যের পরে সুখ আসে সবের ঘরে।
ভালো লাগলো
মন্তব্য করতে লগইন করুন