কলি থেকেই ঝরে যাওয়া!!

লিখেছেন লিখেছেন সাদামেঘ ১৮ ডিসেম্বর, ২০১৩, ১২:০৬:২৬ দুপুর

কলি থেকেই ঝরে যাওয়া!!

প্রতিদিন কলি হয়, ফুল ফোটে, আবার ঝরে যায় তার নিয়মানুযায়ী কেউ তা ধরে রাখতে পারেনা। আর সেজন্য মানুষের কষ্টও হয়তো তেমন হয়না কারন সেটা তো চিরাচরিত নিয়ম। কিন্তু জীবনের মুকুল যখন ফুল হতেই ঝরে যায় তা খুবই যন্ত্রনাদায়ক মানুষের জন্য। যদিও বাস্তবতাকে মেনে নেয়া ছাড়া মানুষের কোন উপায় নেই। তেমনী আজকে একটি মুকুল থেকেই ঝরে যাওয়া মানুষের কথা বলবো। যারা তাদের স্বপ্নকে বাস্তব করতে পেরেছিল বিগত একযুগ ছয়মাস পরে কিন্তু তাদের সেই বাস্তবতায় সুখের দিনগুলো বেশি দীর্ঘায়ু হলনা মুকুলেই ঝরে গেল নিরবে। ২০১২ সালের ১৯ শে অক্টোবর শুক্রবারে দুজন প্রেমীক যুগল তাদের যুগের স্বপ্নকে বাস্তবতায় রুপ দিতে পেরেছিলেন কিন্তু কাল ১৭ই ডিসেম্বর রোড এক্সিডেন্ট সেই একযুগ সাধনার প্রেমের প্রেমীকাকে চির একা করে কলি থেকেই ঝরে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন। আপনারা আমার এই আত্মীয়ের জন্য ধৈর্যের দোয়া করবেন। ঠিক এক বছর আগে ওদের নিয়ে একটি লেখা পোস্ট করেছিলাম..................ঠিক একবছর একমাস ঊনত্রিশদিন পরে সেই একযুগ সাধনায় পাওয়া ধন চির নিদ্রাতে চলে গেলেন না ফেরার দেশে। আর কখনো আসবেনা নতুন করে। মহান স্রষ্টা উনাকে জান্নাতুলের বাসিন্দা বানিয়ে দিন।

একযুগ সাধনার পরে সফলতা পড়তে এখানে ক্লিক করুন...................http://www.bishorgo.com/user/659/post/1665#comment-10234

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File