^Happy^ ^Happy^ সুখের সন্ধানে!! ^Happy^ ^Happy^

লিখেছেন লিখেছেন সাদামেঘ ২৪ নভেম্বর, ২০১৩, ১০:২১:৪১ সকাল

সুখের সন্ধানে!!

দুর প্রবাসে গেছ তুমি সুখের সন্ধানে

বেঁধে এস্বদেশীকে ভালবাসার বাঁধনে।

দুর প্রবাসে গিয়ে তুমি কি পেয়েছ?

দিনভর পরিশ্রম আর রাত্রে কেঁদেছ।

সেথা তুমি গেছ বল কি সুখেরই জন্য?

স্বদেশে থাকলে জুটতো কি মোটা কাপড় আর অন্ন?

মোটা কাপড় মোটা ভাতে জুটতো কি সুখ?

দুরদেশেতে থেকে শুধুই পাচ্ছ মনে দুখ।

নিজের দেশে থাকতে যদি অল্পকিছু সুখে

জীবনটা তখন যেতো না’কো এভাবে ধুকে ধুকে

প্রিয়তমা আর ঔরষিকে রেখে বৃন্দাবনে

দুরদেশেতে গেছ তুমি কোন সুখের সন্ধানে?

সুখ কি তুমি পেয়েছ কাড়ি কাড়ি টাকায়?

কত সুখ যে পেতে তুমি থাকলে সবের মায়ায়।

কাড়ি কাড়ি অর্থের মাঝে ভালবাসা আজ বিক্রিত

অট্টালিকাতে থেকেও কেন মনটা ব্যথায় ব্যথীত?

টকাকড়ি ভরি ভরি নেই যে তাতে সুখ

সুখের খোজে গিয়ে আজি করছো যে বিমুখ।

সম্পদেরই পাহাড় হল সুখ কি আছে তাতে?

কত সুখে যে থাকতাম সবাই থাকতে যদি পাশে।

রাত্রি ভোরে দেখতাম তোমায় প্রশান্ত হতো মন

দুরদেশেতে রেখে তোমায় অশ্রুসিক্ত নয়ন।

আর থেকোনা পড়ে তুমি অর্থ সুখের সন্ধানে

এবার তুমি আসো ফিরে কাংখিত হৃদয় অঙ্গনে।

অর্থকড়ি নয় যে দামী ভালবাসাই দামী

এবার তুমি আসো কাছে ওগো প্রানের স্বামি।

প্রবাসকে দাও গো তালাক চলে এসো দেশে

খুজে নাও আসল সুখ লুকিয়ে আছে কিসে?

২৪শে নভেম্বর ২০১৩

বিষয়: বিবিধ

১৩২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File