কতদিন তুমি নাই পাশে!!
লিখেছেন লিখেছেন সাদামেঘ ১২ জুলাই, ২০১৩, ০২:২৯:১৯ রাত
পৃথিবীতে সবচেয়ে অপরুপ হল স্বামী স্ত্রীর জুটি।
মহান স্রষ্টা উভয়ের মাঝে ভালবাসা সৃষ্টি করেছেন, যা খুবই পরিপাটি।
কেউ কাউকে চেনে না জানেনা তবুও ভালবাসে
শতসহস্র ব্যথায়ও কাছাকাছি থাকে।
হঠাৎ করে দেখা হয় উভয়ের মাঝে ভালবাসা হয়
দুজন দুজনকে কাছে টেনে এপৃথিবীর সবকিছুতে আনে বিজয়।
মহান স্রষ্টা; আদমকে হতাশিত দেখে বানিয়েছেন হাওয়াকে
পূর্ণ করেছেন সব নারী পুরুষের কাংখিত চাওয়াকে।
কতদিন তুমি নাই পাশে তাইতো কষ্টের ভাগ বেশী এ মনে
তোমার সম্পদ তোমারই জন্য রেখেছি অনেক যতনে।
তুমি এজীবনের আরাধনা তুমি এ মনে কষ্টের শান্তনা
তোমাকে ছাড়া একটি দিনও কাটাতে চাইনা।
কতদিন পাশে নাই তুমি তোমাকে ছাড়া কাটছে সময়
কবে এসে পাশে টেনে এজীবন করবে সুখময়?
বিষয়: বিবিধ
১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন