ভালবাসলেই!!

লিখেছেন লিখেছেন সাদামেঘ ১০ জুলাই, ২০১৩, ০৩:১৮:৪০ দুপুর



ভালবাসলেই নরম নদীর মত হতে হয় নারীকে

বরণ করে নিতে হয় মন থেকে স্বামীকে।

শতজ্বালা বুকে থাকলেও করা যায়না প্রতিবাদ

নিরবে সইতে হয় স্বামী পরিবারের দেয়া আঘাত।

ভালবাসলে একান্ত প্রত্যাশাকে বুকের মাঝে বন্ধি রাখতে হয়

নইলে যে মনের মাঝে থাকে আপন হারানোর ভয়।

আকাশের মত উদার হয়ে সইতে হয় সকল জ্বালা

সবের পরেও মুখে বন্ধ রাখতে হয় তালা।

এধরার রীতি নীতি আপনকে পর করে পরকে করতে হয় আপন

মনের ইচ্ছার বিপরীত হলেই নিবরে ঝরাতে হয় রোদন।

কষ্টের নদীতে ভাসতে হয় যে কোন কিছু চাইলেই

লোনাজলে ডুবে থাকতে হয় পৃথিবীতে ভালবাসলেই।

১১ ই জুন ২০০৩

বিষয়: বিবিধ

১০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File