সময় বয়ে গেল!!

লিখেছেন লিখেছেন সাদামেঘ ১১ এপ্রিল, ২০১৩, ০৮:১৩:৪১ রাত

তুমি প্রবাসে!!

তাই আমি কত স্বপনে সাজাই আমার চারিপাশ

সাজাই আমার হৃদয় আঙিনা। আরো সাজাই নিজেকে

তুমি কাছে আসবে বলে অনেক কঠিন জীবন পরিচালনার শেষে।

তুমি প্রবাসে!!

আমি বেঁধে রাখি আমার হৃদয় একান্তই তোমার ভালবাসার রঙে

শীতের বকুলের মত নিজেকে শুঁকিয়ে নিয়েছি তোমার আসা অবধি

এরপর তুমি এলে ঘ্রান নিও সেই শুঁকনো বকুলের মালা শুঁকে

তুমি প্রবাসে!!

আমার সব ভাল লাগা গুলো তুলে রেখেছি তোমার জন্য

তুমি কাছে এলে আমার সব ভাললাগা গুলো দেব তোমার হাতে

সেই ভাল লাগা গুলো নিয়ে আনন্দে কাটাবো সময় দুজনের সুন্দর অনুভবেতে।

তুমি প্রবাসে!!

আমাকে আমি রেখেছি সাধারন বেশে

যাতে কেউ কলংক না দেয় তুমি প্রবাসে, বউ কেন এত সাজে?

সেই সাজ দেখাবো তোমায় একান্তে নিভৃতে, তুমি খুশি থেকো তাতে

তুমি প্রবাসে!!

কতদিন যেন প্রান খুলে হাসি না, জোরে হাসতে গেলেও যেন কান্নারা সুযোগ পেয়ে

দু’চোখের জল গুলো ঝরিয়ে দেয়, বাঁধ ভাঙা কান্না এসে

আমাকে আরো দূর্বল করে দেয় তুমি সে হাসি ফিরিয়ে দিও আমার ঠোঁটে।

তুমি প্রবাসে!!

সময় বয়ে গেছে.......যাচ্ছে.......এভাবেই চুল সাদা হবে

আমি কুড়িতে বুড়ি হবো হয়তো, মনে নিয়ে তোমাকে দুরে রাখার কষ্ট

অনুভবে আমাকে কাঁদায় সেই কষ্ট, মাঝে মাঝে ব্যথায় করে আরষ্ট।

তুমি প্রবাসে!!

এই দুরুত্ব যদি হিসাব করি ঘন্টাকে দিন, দিনকে মাস, আর মাসকে বছর, পরিশেষে বছরকে যুগ ধরে

তবে পাঁচযুগ তুমি পাশে নেই, কি হতাশা কি প্রত্যাশা বুকেতে

তুমি পেরেছ অনুভব করতে, চেষ্টা করেছ কি কষ্টগুলো বুঝতে?

তুমি প্রবাসে!!

আমার সময় গুলো কেটে যায়, কেটে নয় কাটিয়ে দেয় মহান স্রষ্টা

তার কল্যানের হাতে, কল্যানের চিন্তাতে তাই আমি ভাল আছি

ভাল থাকতে পারি তুমি ছাড়া দিনগুলো, মহান মহীয়ান যে সময়গুলো পার করাচ্ছে তাঁর অশেষ মহিমাতে।

তুমি প্রবাসে!!

পড়ে আছি তোমার ঘরে তোমার স্মৃতি সাঁতরে

পিছনে তোমার স্মৃতি সামনে তোমার সম্পদ আঁকরে ধরে।

তুমি কি আমারই মত বিচরণ করো আমার স্মৃতির কুঠিরে?

তুমি প্রবাসে!!

রাতে ঘুম হয়না দিনে সময় যায়না তবুও পাড় করছি সময়

অপেক্ষার তাসবীহ জ্বপে জ্বপে।

তুমি আসবে হয়তো বাংলাদেশ বিমানে তখন বাংলার আকাশ উঠবে কেঁপে কেঁপে।

তুমি প্রবাসে!!

সময় আমার বয়েই গেল ফিরে তাকাল না।

মনের মাঝে স্বপ্নগুলো রয়েই গেল পূরন হলইনা

বয়ষও বেড়েই চলল কমলোই না।

তুমি প্রবাসে!!

সেখানে থাকতে থাকতেই আমি ছুড়ি

কুড়িতে বুড়ি, তুমি এসে বলবে ধূত্তরি......।

রেখে গেলাম ছুড়ি হয়ে গেল কুড়িতে বুড়ি

তুমি প্রবাসে!!

তোমার মনকে কি করে পূর্ণ করি আনোন্দাবেশে?

সব স্বপ্ন রেখেছি যতনে, কারন রতনে রতন চিনে

যে রতন চিনে সেই রতন কিনে যতন করিও তখন আমাকে চিনে।

তুমি প্রবাসে!!

যখন আসবে কাছে নিজেকে সাজাবো ছুকড়ি বেশে।

কাছে টেনে নিও তখন ভালবাসার আবেশে।

কাছে আসবো তখন বুড়ি নয় ছুকড়ি সেজে।

তুমি প্রবাসে!!

মনে করো সময় যাচ্ছে না, বয়ষ বাড়ছে না, আমিও হইনি কুড়িতে বুড়ি

কাছে টেনে নিও শতাব্দী পরেও মনে করে তোমার সেই কিশোরী

মনে করো আমি তোমার চৌদ্দ বছরের ছুকড়ি।

(কল্পনার উপর ভর করে সমাপ্তি)

২৩ শে জানুয়ারী ২০১৩

বিষয়: বিবিধ

১৩০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File