"তার কোনো শক্তিই নাই"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২৯ মার্চ, ২০১৮, ০১:৪৮:১৫ দুপুর
যদি তার কোনো শক্তি থাকতো তবে ঘরে ঘরে বন্ধ্যা মহিলা কেউ থাকতো না। সব মহিলাকেই সন্তান দিয়ে নিজের আখের গুছাতেন। যদি তার কোনো শক্তিই থাকতো, তবে সে নিজে পিতৃহীন-স্বজনহীন থাকতো না। মানে তার মা-বাবা কাউকেই সে মরতে দিতোনা। মরলে সে তার শক্তিতে জীবিত করে দিতো। যদি তার কোনো শক্তিই থাকতো তাহলে পৃথিবীতে কোনো প্রতিবন্ধী থাকতো না। টাকার বিনিময়ে সবাইকে সুস্থ করে দিতো। যদি তার কোনো শক্তিই থাকতো তাহলে সেই শক্তি দিয়ে সকল বিপদাপদের মোকাবেলা করতো। কিন্তু কোনো পীরের কোনো ক্ষমতা নাই বলেই সে পিতৃহীন হয়, স্বজনহারা হয়। সে নিজেও মৃত্যুবরণ করেন। এসব অবলোকন করলেও বুঝা যায় সর্বশক্তিমান একমাত্র মহান আল্লাহ্ রাব্বুল আলামিন। হে আল্লাহ্ আমাদের সকলকে পীর পূঁজার শির্কি থেকে, সকল বিদআত থেকে, সকল প্রকার গুনাহ্ থেকে হেফাজত করুন। মৃত্যু পর্যন্ত আমার সকল সিজদাহ্ তোমার পায়ে। সমস্ত শুকরিয়া তোমার তরে।
বিষয়: বিবিধ
১১০২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিন। জাযাকুমুল্লাহ্
শুধু চট্টগ্রামে না সারা বাংলাদেশেই এখন শির্কের আস্তানা। আল্লাহ্ আমাদের হেদায়াত দিন। আমিন।
ইনশা-আল্লাহ্ চেষ্টা করবো।
ছুম্মা আমিন।
মন্তব্য করতে লগইন করুন