"এলাহির রাহমাহ"

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৩ মার্চ, ২০১৭, ১২:২১:০৫ দুপুর

বুঝের পর থেকে প্রার্থনা করে আসছি পৃথিবীতে যে কাফেলা সহীহ সুন্নাত অর্থ্যাৎ রাসূল (সঃ) এর আদর্শের সবচেয়ে কাছাকাছি তাদের সাথে যে কোন ভাবে আমাকে নিকটবর্তী করে দিও। আর শির্কমুক্ত ঈমান ও শির্কমুক্ত আমল দান করো। আলহামদুলিল্লাহ্ এমন স্থানে আছি তার শুকরিয়া করে শেষ করতে পারবো না। এখানে দেশীয় অনেক বড় বড় শির্ক থেকে বেঁচে আছি। মহান আল্লাহ্ যেন এখানেই শেষ নিঃশ্বাসের সুযোগ করে দেন। আর সেটা যেন হয় ঈমানী অবস্থায়। কবুল করে নিও মনে তৃষিত আর্ত্মাদ...............।

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382205
১৩ মার্চ ২০১৭ দুপুর ০২:২৬
হতভাগা লিখেছেন : আমিন
১৪ মার্চ ২০১৭ রাত ০১:০৬
315968
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ ছুম্মা আমিন।
382212
১৩ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৭:১৩
কাব্যগাথা লিখেছেন : মাহবুব সুলতানা লায়লা: আপনার লেখাটি পরে আপনার সম্পর্কে কেন যেন আমার ধারণা হয়েছে, আপনার কপালটা ভীষণ বড় (বেখাপ্পা রকমেরও বড় হতে পারে), আপনার চোখে দেখার সমস্যা আছে, আপনার পায়ে সমস্যা আছে | আমার ধারণা সত্যি কিনা জানাবেন |
১৪ মার্চ ২০১৭ রাত ০১:০৭
315970
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍
আলহামদুলিল্লাহ্ অবশ্যই বড়। তবে আপনার ভাবনা আর বাস্তবতা এক নয়। জাযাকুমুল্লাহ্
১৪ মার্চ ২০১৭ সকাল ০৮:২৯
315981
কাব্যগাথা লিখেছেন : প্রিয় ব্লগার মাহবুব সুলতানা লায়লা: আমি আপনাকে ছাড়া এমন কাউকে চিনিনা (আবার বলছি আপনি আমার প্রিয় ব্লগারদের মধ্যে একজন) যিনি মদিনায় থাকেন | আপনি মদিনায় থাকেনা | এটা যেকোনো মুসলিমের জন্যই একটা খুবই বড় সৌভাগ্য বলে আমি মনে করি | আল্লাহ আপনার কপালে অনেক সৌভাগ্য লিখেছেন তাই ভেবেছিলাম আপনার কপাল অনেক বড় হতেই হবে | মদিনায় থাকার জন্য বিরাট সৌভাগ্যের সাথে পুণ্যও থাকতে হবে অনেক | আমরা সবাই চোখ, পা দিয়ে অনেক গুনাহ করি|আপনি নিশ্চই নিজের চোখ দিয়ে ইন্ডিয়ান টিভি সিরিয়ালের মতো হাবি জাবি জিনিস দেখে কখনোগুনাহ করেননি তাই ভেবেছিলাম নিশ্চই চোখে কম দেখেন|আমি শিওর,আপনি হাবিজাবি জায়গায় হেটে গিয়ে কখনো গুনাহ করেননি তাই আপনার পায়ে সমস্যা আছে ভেবেছিলাম|যাক সেগুলো সত্যি নয় জেনে খুবই খুশি হয়েছি |রাসূলুল্লাহ(সাঃ)মদিনার লোকদের জন্য আল্লাহর রহমতের দোয়া করেছেন|আপনিও সেই সৌভাগ্যবানদের মধ্যে যেন থাকেন সেই দোয়া করছি |
১৬ মার্চ ২০১৭ রাত ০৩:৪১
316008
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ আলহামদুলিল্লাহ্ ভাইয়া মহান আল্লাহ্ অনেক গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছে। আমি আসলে আপনার ভাষা বুঝতে পারিনি। ক্ষমা করবেন প্লিজ। তবে চেষ্টা করি ছোট/বড় সকল গুনাহ থেকে বেঁচে থাকতে। দোয়া করবেন আল্লাহ্ যেন ঈমান ও আমলের সাথে রাখেন আর ঈমান ও আমলের সাথে তুলে নেন।
382227
১৪ মার্চ ২০১৭ দুপুর ০১:২৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : রাসূল (সঃ) এর আদর্শের সবচেয়ে কাছাকাছি তাদের সাথে যে কোন ভাবে আমাকে নিকটবর্তী করে দিও। আর শির্কমুক্ত ঈমান ও শির্কমুক্ত আমল দান করো।
ছুম্মা আমিন।
১৬ মার্চ ২০১৭ রাত ০৩:৪২
316009
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ আবারো আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File