"এলাহির রাহমাহ"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৩ মার্চ, ২০১৭, ১২:২১:০৫ দুপুর
বুঝের পর থেকে প্রার্থনা করে আসছি পৃথিবীতে যে কাফেলা সহীহ সুন্নাত অর্থ্যাৎ রাসূল (সঃ) এর আদর্শের সবচেয়ে কাছাকাছি তাদের সাথে যে কোন ভাবে আমাকে নিকটবর্তী করে দিও। আর শির্কমুক্ত ঈমান ও শির্কমুক্ত আমল দান করো। আলহামদুলিল্লাহ্ এমন স্থানে আছি তার শুকরিয়া করে শেষ করতে পারবো না। এখানে দেশীয় অনেক বড় বড় শির্ক থেকে বেঁচে আছি। মহান আল্লাহ্ যেন এখানেই শেষ নিঃশ্বাসের সুযোগ করে দেন। আর সেটা যেন হয় ঈমানী অবস্থায়। কবুল করে নিও মনে তৃষিত আর্ত্মাদ...............।
বিষয়: বিবিধ
১১৬১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আলহামদুলিল্লাহ্ অবশ্যই বড়। তবে আপনার ভাবনা আর বাস্তবতা এক নয়। জাযাকুমুল্লাহ্
ছুম্মা আমিন।
মন্তব্য করতে লগইন করুন