"চোখ থাকতেও অন্ধ যারা"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৩ মার্চ, ২০১৭, ০১:৩৭:১৫ দুপুর
চিলে কান নিয়েছে বলে অনেকেই চিলের পিছনে ছুটেন। একবারও নিজ হাতটা কানে দিয়ে দেখেনা কান ঠিক মতো আছে কিনা। অনর্থক চিলের ছায়ার পিছনে ছুটে কোন লাভ নেই। কারন কোনভাবেই চিলকে ধরা যাবেনা। তাই প্রথমেই কানে হাত দিয়ে দেখা উচিৎ তবে চিলের পিছনে ছুটতে হবেনা। কিছু বেকুফ লোক আল্লাহ্ ও তার রাসূল (সঃ) কে খুশি করতে গিয়ে অসন্তুষ্টি করে ফেলে। তারা তাদের মা-বাবা যা মেনেছে অন্ধ ভাবে তাই মানতে চেষ্টা করে। অথচ নিজে একবারও কুরআন ও হাদীসের নম্বর গুলো দিয়ে খুজে দেখেনা কোনটা সত্যিই। মায়ের মুখ থেকে শুনা কথা বা বাবার মুখ থেকে শুনা কথায় আমি কোন পূর্ণ বিশ্বাস করবো? আগে যাচাই করবো কোনটা আমার আল্লাহ্ বলেছেন কিভাবে রাসূল (সঃ) বাস্তবায়ন করেছেন সেটা আমি ভালোভাবে জেনে তারপর আমল করবো। আমি না জেনে অন্যের থেকে শুনে আমল করে কেন ভুল করবো। আল্লাহর হুকুম বলে কথা হাজারবার যাচাই বাছাই করে তারপর আমল করবো। যারা এরুপ করে তারা চোখ থাকতেও অন্ধ.................।
বিষয়: বিবিধ
৯৫৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মূল্যবান কথা!
কিন্তু..
স্বল্প/অশিক্ষিত সাধারণ মানুষের করণীয়টা আমি আজো বুঝতে পারিনি!
তারা কিভাবে যাচাই করবে?
কোন আলিমকে জিজ্ঞেস করলে তো সেই একই কথা হলো!!
বিশ্বের অধিকাংশ মানুষই "যাচাই করার যোগ্যতায়" "অশিক্ষিত"
উপায়!!!!??
ওটাতো "জামাতী" ফরমুলা!!
ওরা সংখ্যায় অল্প!
আপনার পরামর্শ অনুসরণ করলে তো অন্যরা সব "জামাত-শিবির" হয়ে যাবে!!
তাতে 'জাতি"র "চেতনা"র মারাত্মক "অবমাননা" হবে!
মন্তব্য করতে লগইন করুন