"আল্লাহু ছবীরুন"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ০৯:২৮:৫৮ রাত
ছোট্ট বেলায় যখন জেনেছি আল্লাহ ধৈর্যশীল। তখন অবুঝ মনের অবুঝ ভাবনায় ভাবতাম আল্লাহর আবার ধৈর্যের কি দরকার? মায়ের মুখে শুনেছি "আল্লাহ্ সবকিছুর উপর ক্ষমতাবান" আল্লাহ্ তো এমনিতেই সবকিছুর উপর ক্ষমতাবান যা ইচ্ছা করেন এমনিই হয়ে যায় তো ধৈর্য দিয়ে আল্লাহর দিয়ে কি প্রয়োজন? সময়ের ব্যবধানে অনেক পরেও হলেও বুঝেছি আলহামদুলিল্লাহ্। মহান রাহমানুর রাহীম আল্লাহ্ সুবহানু ওয়া তা'য়ালা যদি বান্দার ছোট বা বড় ভুলে ধৈর্যধারণ না করতেন তবে আমাদের মত অক্ষম ও অবুঝ বান্দাদের নগদেই শাস্তি হয়ে যেত। মহান আল্লাহ ছবীরুন বলেই মানুষ ভুল করেও ক্ষমা বা তওবাহ্ করার অবকাস পায় আলহামদুলিল্লাহ্। মহান আল্লাহর সকল সীফাতি নামসমূহই তার সকল সীফাতের সাথে পরিপূর্ণ। আর প্রত্যেক সীফাতি নামই আমাদের মানবের জন্যে কল্যাণে উপর কল্যাণ বয়ে আনে এবং তা বিদ্যমান সবসময় আলহামদুলিল্লাহ্। নয়তো পৃথিবী সহ সবকিছু উলোট-পালট হওয়া তো চোখের পলক পড়ার পূর্বেই স্বাভাবিক। "হে আল্লাহ্ তুমি তোমার সকল নামের সকল গুণে গুনান্বিত। আর আমরা তোমার সেই গুণে প্রতি নিয়ত হই উপকৃত"
বিষয়: বিবিধ
১১৩৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকিল্লাহ খায়ের ।
মন্তব্য করতে লগইন করুন