হাদিয়া (উপহার)
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:৩১:৫০ দুপুর
ফুল অনেক পছন্দের। একসময় ঘরে সবসময় ফুল রাখতাম তা শুকিয়ে গেলে জায়গা করে নিতো বই বা ডায়েরীর ভাঁজে। উপহার আদান-প্রদান মানুষের মাঝে ভালোবাসা বৃদ্ধি করে। আর কাউকে কিছু দিতে পারাতে অনেক অনেক আনন্দ লুক্কায়িত থাকে। কিন্তু অর্থস্বল্পতার কারনে সবাইকে দেয়া হয়ে ওঠেনা। তারপরও সবার জন্যে সবসময় অন্তরের অন্তস্থল থেকে কল্যাণের দোয়া করি। পৃথিবীতে প্রিয়জনের উপহার তো সবচেয়ে মূল্যবান। হোক তা ছোট্ট চুল বাঁধার ব্যন্ড। কাছের মানুষদের থেকে এক সময় তাও পাইনি। এখন অপরের থেকে কত উপহার পাই মনে হয় যেন তারা কত উদার মনের অনাত্মীয় হয়েও একে অপরের প্রতি কত সহানুভুতিশীল অথচ যারা সবচেয়ে কাছের তারা কখনো একটি চকলেট দিয়েও মনের মাঝে স্থান করতে নিতে পারেনি শুধুমাত্র মনের সংকীর্ণতার কারনে। কেউ আবার মনে করবেন না উপহার পাওয়ার জন্যে এমন ভাবনা। আসলে তা নয়। মহান আল্লাহ মানুষের অন্তরের প্রসস্থতা দান করুন। দান করুন আকাশের মতো উদারতা যেন প্রিয়জন বা স্বজনেরা সামান্য সামান্য উপহার দিয়ে হলেও মানুষকে খুশি করে আনন্দ দেয় যা অনেক দামী জিনিস দিয়েও করা যায়না।
বিষয়: বিবিধ
৮৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন