"করজোর হাতে"

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২১ জানুয়ারি, ২০১৭, ০১:২৪:২৯ দুপুর

দিন রাতের প্রার্থনাতে বিনম্র অন্তরে চাই গো প্রভূ তোমার কাছে, তুমি বর্ষিত করো তোমার রহমতের ফল্গুধারা। তোমার রহম ছাড়া মানুষ সর্বহারা। হে আত্ম-প্রশান্তিদাতা তুমি মানব অন্তরে তোমার রহমতের বারি বর্ষন করে দাও। এ অন্তর হতে যত কালিমা যত যন্ত্রনা আছে তা দুর করে দাও। আমাকে তোমার প্রিয়তমদের সাথে শামিল করে নাও। হে লালন-পালনকারি মহান প্রতিপালক আমার এঅন্তরের দুঃশ্চিন্তা দুর করে তোমার রাহমাহ্ ঢেলে দাও যেন চিন্তার অনল থেকে এজাতি মুক্তি পায়। সারাবেলার প্রার্থনায় শুধু তোমার কাছেই আশ্রয় চাই, তোমার কাছেই পানাহ চাই, আর তোমার কাছেই চিন্তা মুক্তির ফরিয়াদ জানাই। আজকে ভোরের প্রার্থনা তুমি আমা হতে সকল দুঃশ্চিন্তা নিয়ে আমাকে প্রফুল্লতা দান করো। প্রফুল্লতা দান করো আমার প্রিয়তমকে। অন্তরের অন্তস্থলের সকল খবরই তো তুমি অবগত আছো তারপরও আবার উল্লেখ করে তোমার কাছে একমাত্র সাহায্য চাই হে মহান প্রতিপালক পৃথিবীর বালাখানা প্রাসাদ চাইনা। তোমার কাছে চাই হালাল রুজি, তোমার বিধান পালনে চাই সূতির মোটা বস্ত্র, আর ছোট্ট কুটির যেখানে রাত্রি যাপন ও তোমার ইবাদতে মশগুল থাকা যায়। সাথে দুনিয়া ও আখেরাতের চিরসাথিকে সেবা করে জান্নাতের সন্নিকটে পৌছাতে পারি, সন্তানদের তোমার পরিচয় জানাতে চাই তোমার পথ চেনাতে চাই, আরো চাই আমার বংশধারা যেন যুগে যুগে তোমার প্রিয় হাবীব (সঃ) এর পৃথিবীর প্রতিবেশী হয়ে মদিনায় জীবন-যাপন করতে পারে। হে রব আমাদের জন্য সহজ করো আমাদের সাধ্যানুযায়ী। যারা এমনটি প্রার্থনা করে তাদের সকলের প্রার্থনাকে তুমি মঞ্জুর করে নাও তুমিই একমাত্র উত্তম সাহায্যকারি কবুল করো হৃদয়ের রোনাজারি...............। সকলেই আমাদের জন্যে দোয়া করবেন মহান আল্লাহ যেন আমাদের অন্তরের অন্তস্থলের ইচ্ছাকে বাস্তবায়ন করেন। আমিন।

বিষয়: বিবিধ

১০৩৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381374
২১ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন
381569
৩০ জানুয়ারি ২০১৭ দুপুর ০১:২৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ছুম্মা আমিন, মহান আল্লাহ যেন আপনার দোয়া কবুল করেন, সাথে আমাকেও সামিল করেন। জাজাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File