"নিশিরাতে"

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১১ জানুয়ারি, ২০১৭, ০৯:৪৫:৫৩ রাত

রাত্রি অনেক গভীর হলো

আসছেনা যে ঘুমটা!

মৃত্যু ভয়ে কম্পিত মগজ

ছটফট করছে মনটা!

ফ্যান এসি সবই চলছে

ঘুম তবু নেই চোখে!

ভাবছে এ-মন গভীরভাবে

কিভাবে থাকবো কবরেতে?

অনেক ভেবে বিছানা ছেড়ে

এলাম অজু করে!

মোনাজাতে মনোযোগ দিলাম

দু'রাকাত নামাজ পড়ে!

আল্লাহকে জানালাম সবই

মোনাজাতের মাঝে!

আমাকে ব্যস্ত রাখো সদাই

তোমার খুশির কাজে!

সদাই রাখো আমায় তুমি

প্রিয় নবী (সঃ)এর পথে!

খুশি থাকো আল্লাহ তুমি

দিবা-রাতি আমাতে!

ভুল করলে করে ক্ষমা

কাছে নিও টেনে!

প্রতিদান দিও তুমি

অন্তরের নিয়্যত জেনে!

দূর্বল আমি অক্ষম আমি

আমল নাই তো তেমন!

কি করে যে করবো আমি

তোমার সন্তুষ্টি অর্জন?

নিশিরাতে তোমার ভয়ে

কাঁদছে আমার মন!

সকল ত্রুটি ক্ষমা করে

করে নিও আপন!

অল্প অল্প আমল গুলো

কবুল করে নাও!

আমার প্রতি দয়া করে

তোমার মতে চালাও!

রাজি-খুশি হও যে তুমি

দোষ-ত্রুটি ক্ষমা করে!

মাসুম করে ডেকে নিও

আঁধার কবর ঘরে!

রাজী-খুশি হয়ে তুমি

প্রতিবেশী করো নবী (সঃ) এর সাথে!

আরজু সকল তোমার কাছে

এই নিশিরাতে!

কবুল করো আল্লাহ তুমি

আরজু সকল আমার!

কবরকে করে দিও আমার

জান্নাতেরী বাগান!

২৯ শে জুলাই ২০১৫

মদিনা মনোয়ারাহ সৌদি আরব

বিষয়: বিবিধ

৯৪৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381260
১২ জানুয়ারি ২০১৭ রাত ০৩:২৩
প্রবাসী মজুমদার লিখেছেন : মারহাবা। খুব সুন্দর একটা কবিতা উপহার দিলেন।
১৫ জানুয়ারি ২০১৭ রাত ০৯:৫২
315371
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! অনেকদিন পর আপনাকে দেখা গেলো। কেমন আছেন ভাইয়া? পরিবারের সবাই কেমন আছে? চলতে চলতে হঠাৎ লেখা থেমে গেলো কেন? আপনার উপস্থিতি সব সময় চাই লেখার অঙ্গনে।
381361
২১ জানুয়ারি ২০১৭ রাত ০১:৪০
প্রবাসী মজুমদার লিখেছেন : হাজারো ব্যস্ততায় অক্টোপাশের ঘেরাকলে আটকে গেছি। জানিনা কবে উত্তরন ঘটবে।
২১ জানুয়ারি ২০১৭ দুপুর ১২:২৫
315392
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! জাতি আপনার উপস্থিতি সব সময় চায় তাদের কথা ভেবে দেখবেন........।
381571
৩০ জানুয়ারি ২০১৭ দুপুর ০১:৩৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : জাজাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File