অসম্ভবঃ অসম্ভবঃ
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২৬ এপ্রিল, ২০১৬, ০৯:৫৫:৪৩ রাত
একজন মানুষের সবার প্রতি দায়িত্ব পালন করা সম্ভব নয়। আপনি সমাজ সংসার আত্মীয় সবার দায়িত্ব পালন করতে সচেষ্ট। আপনি সবাইকে কম বেশী কথায় শান্তনা দিতে চেষ্টা করেন, উপহার দিয়ে আনন্দিত করতে চান। অসুখে সেবা করতে না পারলেও অর্থ দিয়ে সহযোগীতা করেন। ঈদে খুব দামী না হলেও সাধ্যানুযায়ী দামে পোষাক দিয়ে সন্তুষ্ট করতে চান, করেন। আপনি প্রবাসে কষ্ট করেও চান পরিবারের প্রতিটা লোকের মুখে হাসি ফোটাতে কিন্তু সবাই কি আনন্দিত আপনার আচরণে? নাহঃ কখনোই সবাই আনন্দিত নয়। আপনি কখনোই সবাইকে সুখী ও আনন্দিত করতে পারবেন না। আপনার সর্বস্ব বিলিয়েও আপনি সবার মুখে হাসি ফোটাতে পারবেন না। আপনি ফুটপাতের পাশে চলা মানুষকে একটি রুটি দিলেও তারা খুশি হবে। আল্লাহর কাছে আপনার জন্য দু'হাত তুলে দোয়া করবে। কিন্তু আপনার আপনজনদেরকে আপনি শূন্য হয়েও যদি উজার করে দিতে থাকেন তাদেরকে খুশি করা সম্ভব না। কারন মানুষ এমন বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী তাদের অনেককে অনেক দিয়েও কখনোই খুশি, সুখী করা সম্ভব হয়না। আপনি তা কখনোই পারবেন না। এভাবে প্রতেকের জন্যই অসম্ভব ব্যপার সবাইকে সুখী করা।
বিষয়: বিবিধ
১৩১১ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে অন্তর্যামী আমাদের অন্তরের সদিচ্ছাটুকুর প্রাপ্তি অবশ্যই দিবেন। কে খুশী হল আর অখুশী থাকলো সেটা ধর্তব্যের বিষয় নয়। আপন দায়িত্ব পালন করে যাওয়া। সব কষ্টকে দূরে রেখে।
কারণ স্বয়ং আল্লাহ পাক বলেছেন, বান্দারা আসলেই অকৃতজ্ঞ। অফুরন্ত নেয়ামতরাজি ভোগ করার পরও শুকরিয়া আদায় করতে জানে না।
অনেক ভালো থাকো। পরিবারের সকলকেই নিয়ে। দোয়া রইলো।
বোনের জন্য দোয়ার আবেদন রইলো।
আপুনি আপনার জন্য ও আপনার পরিবারের জন্য অন্তরের অন্তস্থল থেকে সমস্ত কল্যাণের দোয়া।
আপনার কাজ দিয়ে যাওয়া, যতটুকু সামর্থে কুলায়. আজ হয়তো তার স্বীকৃতি পাচ্ছেন না, অদূর ভবিষ্যতে পাবেন না, এমনটা নিশ্চিত করে বলা যায়না.
নিজের মান বজায়ে রাখার জন্য সামর্থের বাইরে স্বজনদের জন্য কিছু করা মোটেও কাম্য নয়.
মন্তব্য করতে লগইন করুন