Rose Rose "দাওয়াত" Rose @;-

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০১ এপ্রিল, ২০১৬, ০১:১৭:৪৭ রাত



রাত পেরিয়ে গভীর হলো

ভোর যে কিছু বাকি!

ঘুম ভাঙানির গান শুনাবে

ছোট্ট সকল পাখি!‍

ঝাকে ঝাকে কলতানে

ডাকবে নামাজ পড়ো!

মুয়াজ্জিন ও ডেকে বলে

আল্লাহ সবচেয়ে বড়!

বিসমিল্লাতে জেগে উঠে

শুরু করো দিন!

প্রত্যেক কাজে যাচাই করো

ঈমান একীন!

মগজকে ব্যস্ত রাখো

কোরআন হাদীস পড়ে!

নবী (সঃ) এর আদর্শেতে

নাও গো জীবন গড়ে!

নিজে আমল করো

দ্বারে দ্বারে দাও দাওয়াত!

নবী (সঃ) এর কাজ করলে

পাবে তার শাফায়াত!

আযাব থেকে বাঁচতে যদি

করো দ্বীন প্রতিষ্ঠার কাজ!

মুক্তি পাবে জাহান্নাম থেকে

পাবে জান্নাতের তাঁজ!

দুনিয়ার কাজ প্রয়োজনে করো

দাওয়াতী কাজ করো বেশী!

তবেই ক্ষমা পাবে সবে

হবে জান্নাতবাসী!

ছবির জন্যে ধন্যবাদান্তে গুগল!

মদিনা মনোয়ারা সৌদি আরব

৩০ শে আগষ্ট ২০১৫

বিষয়: বিবিধ

১৩১৮ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364307
০১ এপ্রিল ২০১৬ রাত ০১:২৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : বুবু ঢাকাতে ভয়াবহ ঝড় হচ্ছে। বিল্ডিং কাঁপছে, শো শো আওয়াজে গা ছম ছম করছে। দোয়া করেন না!
০১ এপ্রিল ২০১৬ রাত ০৪:০০
302155
মামুন আব্দুল্লাহ লিখেছেন : হুম কিছুক্ষন আগে একজন বললো শুধু ঢাকা নয় অন্য জেলাতেও প্রচন্ড ঝড় হয়েছে ।
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৩
302293
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ আপনার কাছ থেকে খবর পেয়ে দেশে খবর নিয়ে জেনেছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তবে ঝড়ের বেগ খুব বেশী। জাযাকুমুল্লাহ।
364309
০১ এপ্রিল ২০১৬ রাত ০৩:০১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মাশা আল্লাহ সুন্দর ছন্দে দাওয়াত দিলেন। ঈমানী প্রেরণায় গ্রহণ করলাম।
364311
০১ এপ্রিল ২০১৬ রাত ০৩:৫৯
মামুন আব্দুল্লাহ লিখেছেন : আল্লাহ আমাদের সকলকে দ্বীনের পথে থাকার তৌফিক দিন । অনেক অনেক সুন্দর হয়েছে । আল্লাহ আপনাকে ভালো রাখুন ।
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৪
302294
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ আপনার উৎসাহ মূলক মন্তব্য আমার পাথেয় সাথে রাখলাম। জাযাকুমুল্লাহ।
364314
০১ এপ্রিল ২০১৬ সকাল ০৬:১৭
শেখের পোলা লিখেছেন : মা শা আল্লাহ৷ জাজাকাল্লাহ৷
ছন্দে ছন্দে দাওয়াতের কাজ
কতুই না মধুর,
আঁধার ফাড়িয়া আলোক রেখা
আর নয় বহু দূর৷
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৫
302295
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ আপনার ছন্দে ছন্দে মন্তব্য খুবই ভালো লাগলো। জাযাকামুল্লাহ।
364336
০১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:০২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


সুন্দর ভাব ও আহ্বান, জাযাকিল্লাহ

ছন্দ-মাত্রা নিয়ে যদি আরেকটু যত্নবান হতেন তবে আরো আরো সুন্দর হতো!

নিচের লিংকগুলো আপনার সহায়ক হতে পারে!
সং হ তি ...

ক বি তা র ছ ন্দ ...

মু ক্ত চি ন্তা ব্ল গ ...

সা মু ব্ল গ ...


আ মা র ব্ল গ ...

ই স্টি শ ন ...

স চ লা য় ত ন ...

অ ব স র ...
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৭
302296
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ ভাই আবু সাইফ আপনার সুন্দর পরামর্শ আমার লেখার কাজে সহায়ক হবে। মেনে চলতে চেষ্টা করবো ইনশা-আল্লাহ। দোয়া করবেন। পরামর্শের জন্য জাযাকুমুল্লাহ খাইরান।
০২ এপ্রিল ২০১৬ রাত ০৮:২৫
302304
আবু সাইফ লিখেছেন : জ্বী, দোয়া করি!
আপনি রসূলেরﷺ কাছেই থাকেন; আপনার দোয়াতে আমাদেরও জুড়ে নিতে আব্দার রইলো!
০৩ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৩৯
302385
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ আপনার দোয়ার সাথে আমিন। আর আপনার জন্যেও অনুরুপ দোয়া যা আপনি ইচ্ছা করেন। আমিন॥
364353
০১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:২৯
প্যারিস থেকে আমি লিখেছেন : সুন্দর ভাব ও আহ্বান, জাযাকিল্লাহ

ছন্দ-মাত্রা নিয়ে যদি আরেকটু যত্নবান হতেন তবে আরো আরো সুন্দর হতো!
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৮
302297
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ ইনশা-আল্লাহ যত্নবান হতে চেষ্টা শুরু করেছি। দোয়া করবেন যেন ফলপ্রসূ হয়। জাযাকুমুল্লাহ।
364363
০১ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৯
302298
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ আপনার উৎসাহ মূলক মন্তব্য আমার পাথেয় সাথে রাখলাম। জাযাকুমুল্লাহ।
364388
০২ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৩৯
আবু জান্নাত লিখেছেন : ভা্লো লাগলো, জাযাকাল্লাহ খাইর
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৯
302299
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ আপনার উৎসাহ মূলক মন্তব্য আমার পাথেয় সাথে রাখলাম। জাযাকুমুল্লাহ।
০২ এপ্রিল ২০১৬ রাত ০৮:৩৩
302305
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আপু! আপনার মেহমানদারিতে মুগ্ধ হয়ে মদিনায় যেতে ইচ্ছে করছে প্রচুর।
০৩ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৩৮
302384
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ আপনাকে তো মেহমানদারি করার সুযোগ হয়নি। আল্লাহ তা'য়ালা আপনাকে সুযোগ করে দিন। কখনো আসলে........ ইনশা-আল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File