Rose Rose যখন আল্লাহর অনুগ্রহ আসে Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৬ মার্চ, ২০১৬, ০৭:৪৫:৫৬ সন্ধ্যা

"যখন আল্লাহর অনুগ্রহ আসে কে বাঁধ সাধতে পারে সেথা? যেকোন ভাবেই মানবের কাছে পৌছবে তা।"

মনের আকাশে অনেকদিন আনন্দের সূর্যদ্বয় ঘটেনা। প্রতিফলিত হয়না মুখের হাসি হয়ে। কারো কারো জীবন যেন আমাবশ্যার অন্ধকারে নিমজ্জিত থাকে অনেকাংশে। আমরা সাধারণে বুঝিনা, বুঝার সেই জ্ঞানও আমার ছোট্ট মুন্ডে নেই। তবে মহান স্রষ্টা সেই জ্ঞান যাকে দান করেন তারাই পারেন মহিমান্বিত মহান সৃষ্টিকর্তার পংখানুপংখু শুকরিয়া আদায়ের চেষ্টায় নিজেকে ব্যস্ত রাখতে।

আমার মতো নালায়েক তো শুধু ভাবনাতেই ব্যস্ত। হাজারো কষ্টে, হতাশায় তারাই প্রশংসার বাক্য উচ্চারণ করতে পারে। পারে ধৈর্যের মতো অটল পাহাড় হয়ে সবকিছু সইতে। সে বেলাতেও আমার অপারগতা। বড় বড় মহীয়ষী ব্যক্তিত্ব থেকে যখন জানতে পারি তারা মহান আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে চলেন তখন নিজের অপারগতাই প্রকাশ পায়। মনের মাঝে অনুশুচনা আসে আমি কেন পারিনা কষ্টের মাঝে ধৈর্য ধরতে? আমি কেন পারিনা সকল কাজে শুধুই একজনের প্রশংসায় মত্ত হতে। কেন নিজেকে বিলিয়ে দিতে পারিনা মহান স্রষ্টার সন্তুষ্টির পথে? ভাবলে শুধুই হতাশ লাগে।

আলহামদুলিল্লাহ জীবন সাথি করে যাকে পেয়েছি তার অনুপ্রেরণায় অনেককিছু শিখতে পেরেছি। জানতে পেরেছি। অবলোকন করতে পেরেছি। লেখা লেখির কাজটা খুব ছোট্ট বেলা থেকেই শুরু করি। কিন্তু তার যত্ন করতে পারিনি বিধায় অনেক লেখা হারিয়ে গেছে। পাছে কিছু লোকে পছন্দ হয়েছে বলে নিয়ে গেছে। যখন থেকে বুঝতে পেরেছি লেখা গুলোর যত্ন করার প্রয়োজন তখন থেকে জমা করে রাখতাম। কিন্তু প্রকাশ করার মাধ্যম পাইনি। আমার জীবনের সবকিছুই পূর্ণতার রুপ লাভ করেছে তবে কিছুটা সময় নিয়ে। তারপরও মহান স্রষ্টার প্রশংসা এইজন্যে যে, তিনি কিছুটা সময়ের ব্যবধানে হলেও পরিপূর্ণতা সহকারে দিয়েছেন।

জীবন সাথির কাছ থেকে সকল বিষয়ে মূল্যায়ন পাওয়াটা খুবই মূল্যবান বিষয়। আমার সাথি আমাকে আমার লেখাকে যথেষ্ট মূল্যায়ন করেছে এবং করে। আমাকে লেখার প্রতি খুবই উৎসাহ দেয় সবসময়। এই আমি তো ব্লগ কি? জানতামই না। অথচ আমার বিয়ের পর তিনিই সোনার বাংলা ব্লগ, বির্সগ ব্লগ, টুডে ব্লগ ফেইজবুক সবখানে আমার নামে আইডি খুলে রেখেছে। আর প্রবাসে থেকে মোবাইলে স্কাইপিতে লেখার জন্য খুবই উৎসাহ যুগিয়েছেন। যার উৎসাহ অনুপ্রেরণায়, যার একান্তই সহযোগীতায় আমার লেখাগুলো প্রকাশ করার মাধ্যম হিসেবে পেয়েছি বিভিন্ন ব্লগাঙ্গনকে। যাকে প্রথমে শিক্ষাঙ্গন পরে প্রকাশাঙ্গনের মাধ্যম বানিয়ে চলছি। ব্লগ কখনো কখনো শিক্ষক হয়ে শেখায়, কখনো কখনো সহপাঠি হয়ে শেখায়।

আমার সাথি কখনো আমার শিক্ষক, কখনো আমার সহযোগী, কখনো আমার সহকর্মী, কখনো বন্ধু, কখনো আমাকে সঠিক পথ দেখাতে পথ প্রদর্শক, জীবনের সর্ব বিষয়ে উত্তম পরামর্শদাতা, উত্তম জীবন সাথি। আমার সাথি আমার আল্লাহর পক্ষ থেকে উত্তম ও শ্রেষ্ঠ উপহার আমার জন্য। মহান আল্লাহর কাছে তার নেক হায়াত ও শারিরিক সুস্থতা প্রার্থনা করি। অনেকদিন ব্লগাঙ্গনে অনুপস্থিত তারই অসুস্থতা আর অসুস্থতার কারনে কর্ম অবসরতায় তার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। এখন থেকে ইনশা-আল্লাহ আবারো নিয়মিত হবার ইচ্ছা রাখি। জীবনের কিছু ঘটে যাওয়া কিছু কথা নিয়ে আজকের লেখা। ...............।

বিয়ের কিছুদিন আগে......... জীবনের সব স্বপ্ন যখন অপূর্ণই রয়ে গেল সব আশা আকাংখার মুখে কালির লেপন হল! ছেড়ে দিলাম স্বপ্ন দেখা বাদ দিলাম আগামিকে নিয়ে আকাংখার! যখন আশা ভরসা সবকিছু যেন নিরাশার অন্ধকারে নিমজ্জিত! যেন নিজেকে হারিয়ে ফেলেছিলাম নিরাশার চোরাবালিতে, ভালো কথাও যখন খারাপ লাগা শুরু করল মনের মাঝে, নিজেকে কোন ভাবেই আর ধৈর্য্যের কথা শুনাতে পারছিলামনা। কোন ভাষাও খুজে পাচ্ছিলাম না নিজেকে শান্তনা দিতে, সুন্দর ভাবে নতুন করে পুরোনো স্বপ্ন গুলোকে সাজাতে ও পারছিলাম না।

বারংবার যেন পৃথিবীর ধরা নিয়ম নীতির কাছে হেরে যাচ্ছিলাম, হামাগুড়ি দিয়েও যেন আর সামনে আগাতে পারছিলাম না, পারছিলাম না নিজেকে আরেকটু সুন্দর করে সাজাতে, গুছাতে, মন যেন নিরাশার মেঘে ঢেকে গেল, কোথাও যেন একটু সুখের ছোঁয়া পেলাম না। পেলাম না আলোর রশ্মি যা দিয়ে সামনে আগানো যায়, আরেকটু ধৈর্য সঞ্চয় করা যায়, আরেকটা নতুন স্বপ্নের ছক আঁকা যায়, কিছুটা প্রেরনা পাওয়া যায়, মনের ইচ্ছা, আকাংখা, স্বপ্ন, ভালোলাগা, ভালবাসার চাহিদা, বুঝতে পারছিলাম প্রার্থনা গুলোও যেন কবুল হচ্ছেনা, সবকিছু যখন নিরাশার চাদরে ঢেকে গেল, আমি যেন নিজেকে ভাবতে শুরু করলাম একজন রিক্ত মানুষ রুপে, সর্ব সময় শুধু একটিই প্রার্থনা করে যেতাম হে আল্লাহ! আমাকে আপনার প্রতি বিশ্বাস থেকে সরাবেন না কখনোই। আমাকে আরো ধৈর্য দান করেন সর্ব বিষয়ে। ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবার উপক্রম ঠিক সেই মুহুর্ত্ব হতে মহান আল্লাহর অনুগ্রহ আসতে শুরু করল আমার জন্য, আমাদের জন্য!

বাটি টুকুন পড়ুন আমার ওয়েব সাইট থেকে

বিষয়: বিবিধ

১২৭৬ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362678
১৬ মার্চ ২০১৬ রাত ০৮:০৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : আইচ্ছা, বুবু পড়লাম আপনার লেখা ওয়েবসাইটে গিয়ে। যথার্থ উপলব্ধি করেছেন। আল্লাহ্ আপনাদের সকল পরিপূর্ণতা দিয়ে ভরিয়ে দিক।

মহা চিন্তায় আছি, আমার হেতাইন আন্নের মত এতো পতি ভক্ত অইবনি!
১৬ মার্চ ২০১৬ রাত ০৮:৩৯
300560
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ছোট্ট ভাইটি কেমন আছে্ন? আপনার দোয়ার সাথে আমিন। আপনি একজনের দরবারে সকল আবেদন গুলো জমা দিন এবং প্রতিদিন মনে করিয়ে দিন আবেদন গুলো মঞ্জুর করতে, তিনি হলেন আপনার আমার স্রষ্টা। ইনশা-আল্লাহ দেখবেন মহান আল্লাহ আপনার মনের মতোন একজনকেই আপনার জীবন সাথি করে পাবার ব্যবস্থা করে দেবেন।
১৬ মার্চ ২০১৬ রাত ০৮:৫০
300566
গাজী সালাউদ্দিন লিখেছেন : আলহামদুলিল্লাহ্
বেশ ভালো আছি
আপ্নার পরামর্শ ভালো লেগেছে
362683
১৬ মার্চ ২০১৬ রাত ০৮:২৬
আফরা লিখেছেন : অন্য কোথাও যাবো না এখানকার টুকু মনোযোগের সাথে পড়েছি খুব ভাল লেগেছে আপু ।
আল্লাহ আমাদের সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধরার তৌফিক দিন । আমীন ।
১৬ মার্চ ২০১৬ রাত ০৮:৪২
300561
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ছোট্ট বোনটি কেমন আছো? অন্য কোথাও গিয়ে না পড়লে পুরো লেখাটা পড়তে পারবেনা। আর না পড়লে বুঝতেও পারবেনা। যাক; সেটা ছোট্ট বোনটির ইচ্ছা। লেখাটা বড় হয়ে যাওয়ার কারনে এখানে পুরোটা পোস্ট করিনি। জাযাকুমুল্লাহ পড়ে মন্তব্য রেখে যাবার জন্য।
362686
১৬ মার্চ ২০১৬ রাত ০৮:৩৭
বিবর্ন সন্ধা লিখেছেন : বাকি টুকু পড়া হয়নি, তবে এটুকু বলবো, সবাই স্বামীর প্রসংশা করতে পারে না, আবার সব স্বামীরা ও স্ত্রীর সঠিক মুল্যায়ন করতে পারে না,, যা আপনি পেরেছেন।
১৬ মার্চ ২০১৬ রাত ০৮:৪৭
300564
গাজী সালাউদ্দিন লিখেছেন : তা আপনার উনি কাতারে পড়ে¿?????????????????????????
বুঝি বুঝি সবি বুঝি বুঝেনা হৃদয়
আমার উনি কেন এমন নয়
মাইন্সের গুলান কত্তো ভালা অয়
১৬ মার্চ ২০১৬ রাত ০৮:৫১
300567
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! খুব বেশী বললেন মনে হয়। আসলে মানুষের উচিৎ মানুষের প্রতি কৃতজ্ঞ হওয়ার। জাযাকুমুল্লাহ আপনাকে।
১৬ মার্চ ২০১৬ রাত ১০:১৬
300578
বিবর্ন সন্ধা লিখেছেন : হা হা হা এক্কেবারে মনের কতাডা কইছুইন ভাইজান Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor বুঝেন ই তো মনের উপরে জোড় খাটা নো ঠিক না Tongue Tongue
362687
১৬ মার্চ ২০১৬ রাত ০৮:৪১
শেখের পোলা লিখেছেন : সুন্দর লেখনি, সুন্দর অভিব্যক্তি৷ নিয়মিত এ মজলীশেই শোভা বর্ধনের অনুরোধ ও প্রত্যাশা রাখি৷ জাজাকাল্লাহ৷
১৬ মার্চ ২০১৬ রাত ০৮:৪৯
300565
গাজী সালাউদ্দিন লিখেছেন : শেখ ভাইয়ের অনুরোধ না রাখলে আদবের খেলাফ হবে!
১৬ মার্চ ২০১৬ রাত ০৮:৫২
300568
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সুন্দর ও উৎসাহ দিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জাযাকুমুল্লাহ। ইনশা-আল্লাহ চেষ্টা করবো।
362691
১৬ মার্চ ২০১৬ রাত ০৯:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ তবে পুরাটা পড়তে পারলাম না।
১৬ মার্চ ২০১৬ রাত ১১:০০
300583
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! জাযাকুমুল্লাহ
362692
১৬ মার্চ ২০১৬ রাত ০৯:৫৩
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতদিন পর আপু!
১৬ মার্চ ২০১৬ রাত ১১:০৪
300588
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আল্লাহর ইচ্ছায়।
362696
১৬ মার্চ ২০১৬ রাত ১০:৩৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এদ্দিন পর পর ব্লগে আসলে কিভাবে হবে? আপনাদের লেখা না পেয়ে ব্লগ তো গালে হাত দিয়ে বসে আছে। চালাতে থাকুন । ভালো লাগছে আর বলতে ইচ্ছে করছে আমারও যদি মনের মত একটা মানুষ হয় তাইলে Love Struck Love Struck Love Struck
১৬ মার্চ ২০১৬ রাত ১১:০৫
300589
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! জাযাকুমুল্লাহ
362704
১৭ মার্চ ২০১৬ রাত ০৩:৪১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট আপি। দ্বীনি একজন জীবন সাথী পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার আপু। যা আল্লাহ্‌ পাক আপনাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ্‌।

ভীষণ ভালো লাগলো উপস্থিতির জন্য।
১৭ মার্চ ২০১৬ দুপুর ১২:২৯
300637
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! বড়াপি ঠিক কথাটাই বলেছেন। আল্লাহর ইচ্ছায় আমি একজন দ্বীনদার ও সুন্দর মনের মানুষ পেয়েছি। আপনার উপস্থিতিও মনের মাঝে উৎসাহ ছড়িয়ে দেয়। জাযাকুমুল্লাহ খাইরান।
362706
১৭ মার্চ ২০১৬ রাত ০৩:৪৭
দ্য স্লেভ লিখেছেন : আলহামদুলিল্লাহ জীবন সাথি করে যাকে পেয়েছি তার অনুপ্রেরণায় অনেককিছু শিখতে পেরেছি। জানতে পেরেছি। অবলোকন করতে পেরেছি।

এটাই হল কৃতজ্ঞতা....জাজাকাল্লাহ লেখা দারুন
১৭ মার্চ ২০১৬ সকাল ০৮:২০
300603
গাজী সালাউদ্দিন লিখেছেন : কথাটা কি আপনারও? পুটির মা!
১৭ মার্চ ২০১৬ সকাল ১০:৩৬
300625
দ্য স্লেভ লিখেছেন : হ্যা পুটির মা এটা্ বলেছে Happy
১৭ মার্চ ২০১৬ দুপুর ১২:৩০
300639
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! দোয়া করি আমাদের ভাইটি যেন খুব ভালো ও সুন্দর মনের একজন পুটির মা পায়। জাযাকুমুল্লাহ।
১০
362761
১৭ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৬
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন :

প্রবাসের গল্প বইটি এখন মদীনায় আছে। আপনার সৌজন্য কপিটা কোথায় কিভাবে দেবো জানাবেন। আমার মোবাইল নাম্বার 0551957380
১৭ মার্চ ২০১৬ রাত ১০:১৬
300696
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভাইয়া আমার সাথি আপনার সাথে যোগাযোগ করে জেনে নেবে। কখন কিভাবে নেবো। জাযাকুমুল্লাহ সুন্দর উদ্যোগের জন্য। আল্লাহ আপনার প্রয়াসের সবটুকু তার সন্তুষ্টির জন্য কবুল করুন।
১১
362794
১৭ মার্চ ২০১৬ রাত ১১:১৭
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : যোগাযোগ হয়েছে আগামীকাল পেয়ে যাবেন ইনশা আল্লাহ্। সুন্দর একটি লেখা দেওয়ার জন্য আপনাকেও জাযাকুমুল্লাহ্। আগামীতেও লিখা দিবেন আশা করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File