Rose Rose ঈমানের সাথে!Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৭ অক্টোবর, ২০১৫, ০৯:৫৮:৩৫ সকাল

আমি ছিলাম দুনিয়া প্রেমী

ভ্রান্ত পথের পথিক!

আল্লাহ আমায় অনুগ্রহ করে

দেখিয়েছে পথ সঠিক!

পাপে জড়িতো আমি পেলাম

জান্নাতের বাগানে ঠাঁই!

আজীবন এভাবেই রেখো

আর এবাগানেই মৃত্যু চাই!

নরকের কীট ছিলাম, তুলে এনে

দিয়েছো কোরআন হাতে!

হে আল্লাহ; দয়া করে মৃত্যু দিও

ঈমান আমলের সাথে!

ভুল করি গুনাহ করি

ক্ষমা করে দিও!

আখেরাতে ক্ষমা করে

জান্নাতের ফায়সালা করিও!

২১ শে এপ্রিল ২০০৬

বিষয়: বিবিধ

১০৬১ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344758
০৭ অক্টোবর ২০১৫ সকাল ১০:৩২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমি ছিলাম দুনিয়া প্রেমী
ভ্রান্ত পথের পথিক!
আল্লাহ আমায় অনুগ্রহ করে
দেখিয়েছে পথ সঠিক


এ্মন পথ আমাদের দেখায় না ক্যান আল্লাহ? Sad
০৮ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৪৯
286208
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকেই তো আল্লাহ সঠিক পথ দেখান! আপনি না পেলে পেয়ে যাবেন ইনশা-আল্লাহ।
344781
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৩৩
জ্ঞানের কথা লিখেছেন : আল্লাহু মুকাল্লিবাল কুলুব; সাব্বিত কালবি আলাদদিনিক। আমার পীর সাহেব এই দুআ করতে বলেছেন।

আপনি কি আমার পীরের মুরীদনী?
০৮ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৫০
286209
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই জ্ঞানের কথা, আমার আল্লাহ আছেন, রাসূল (সঃ) আছেন আবার কোন পীর দরকার? এই দুজনেই আমাদের সবার জন্য যথেষ্ট।
০৮ অক্টোবর ২০১৫ সকাল ১১:০১
286232
জ্ঞানের কথা লিখেছেন : এরমানে আপনি আমার পীরসাহেবের মুরীদ। যাক একজন মুরীদনি পেলাম।

মুরীদবোন জাজাকিল্লাহু খায়র।
০৮ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
286300
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভাইয়া আমি আপনার পীরের মুরিদ হতে চাইনা; আপনি চাইলে আমার রাসূল (সঃ) এর মুরীদ হতে পারেন।
০৮ অক্টোবর ২০১৫ রাত ১০:২৪
286324
জ্ঞানের কথা লিখেছেন : ঐতো একই কথা। আমীতো আগের থেকেই মুরীদ আপনি নতুন মুরীদনি। ভাইবোন।
344804
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৩৪
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কবি লায়লা আপু তোমার কবিতার আবেগকে শ্রদ্ধা জানাচ্ছি...কবিতা এমনই হওয়া উচিৎ... ভালো লাগলো অনেক ধন্যবাদ Thumbs Up Thumbs Up Thumbs Up
০৮ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৫১
286210
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আপনার মন্তব্যে অনেক অনেক উৎসাহ পেলাম মনে। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন।
344805
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৩৬
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : খেলা তোমার বুঝিবারে নাহি পারে কেউ

দিতে পার মরুর বুকে শীতল পানির ঢেউ

দিনকে কর রাত্র তুমি রাতকে কর দিন

নিখিল ভুবন চালাও তুমি ক্লান্তি বিরামহীন।

মালিক তুমি সব জাহানের একাই অধিপতি

ইচ্ছায় কর কল্যাণ তুমি ইচ্ছায় কর ক্ষতি

মণিব তুমি মাবুদ তুমি গাফুর দয়াময়

রহমান তুমি রাহিম তুমি সদা সর্বময়।

সুন্দর তুমি মহান প্রভু সর্ব শক্তিমান

একক তুমি অদ্বিতীয় আরশে বিদ্যমান

মাটির বুকে ফলাও ফসল-আকাশ থেকে বর্ষ পানি

সব অবদান তোমার মাবুদ-তুমি মহাবিজ্ঞ জ্ঞ্যানি।

সৃষ্টি তোমার স্রষ্টা তুমি মহান রাজাধিরাজ

শাসন তোমার বিধান তোমার সর্ব কর বিরাজ

প্রজা তোমায় দিলে কিছু বহুগুণে কর জমা

নেকিরে দাও জান্নাত তুমি-পাপিরে দাও ক্ষমা।

০৮ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৫৩
286211
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি তো মাশ-আল্লাহ আরো অনেক সুন্দর লেখেন, আপনাদের সাহিত্য জ্ঞান তো সাগর বরাবর, আর আমার তো পুকুর ও এখনো হয়নি......।
344811
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১৩
লজিকাল ভাইছা লিখেছেন : ভুল করি গুনাহ করি

ক্ষমা করে দিও!

আখেরাতে ক্ষমা করে

জান্নাতের ফায়সালা করিও!
অনেক ভালো লাগলো , ধন্যবাদ আপু ।
০৮ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৫৪
286212
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোলাগা রেখে উৎসাহ দেয়ার জন্য জাযাকুমুল্লাহ!
344873
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। আমরাও যেন তাই পাাই।
০৮ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৫৪
286213
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন!
345257
১০ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:১৭
মিরন লিখেছেন : সত্যি বলতে কি আমরা আমাদের জিবনকে সঠিক ভাবে পরিচালিত করছি না,
১১ অক্টোবর ২০১৫ রাত ০৯:০২
286526
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকেই তো আল্লাহ সঠিক পথ দেখান! আপনি না পেলে পেয়ে যাবেন ইনশা-আল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File