ঈমানের সাথে!
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৭ অক্টোবর, ২০১৫, ০৯:৫৮:৩৫ সকাল
আমি ছিলাম দুনিয়া প্রেমী
ভ্রান্ত পথের পথিক!
আল্লাহ আমায় অনুগ্রহ করে
দেখিয়েছে পথ সঠিক!
পাপে জড়িতো আমি পেলাম
জান্নাতের বাগানে ঠাঁই!
আজীবন এভাবেই রেখো
আর এবাগানেই মৃত্যু চাই!
নরকের কীট ছিলাম, তুলে এনে
দিয়েছো কোরআন হাতে!
হে আল্লাহ; দয়া করে মৃত্যু দিও
ঈমান আমলের সাথে!
ভুল করি গুনাহ করি
ক্ষমা করে দিও!
আখেরাতে ক্ষমা করে
জান্নাতের ফায়সালা করিও!
২১ শে এপ্রিল ২০০৬
বিষয়: বিবিধ
১০৬১ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভ্রান্ত পথের পথিক!
আল্লাহ আমায় অনুগ্রহ করে
দেখিয়েছে পথ সঠিক
এ্মন পথ আমাদের দেখায় না ক্যান আল্লাহ?
আপনি কি আমার পীরের মুরীদনী?
মুরীদবোন জাজাকিল্লাহু খায়র।
দিতে পার মরুর বুকে শীতল পানির ঢেউ
দিনকে কর রাত্র তুমি রাতকে কর দিন
নিখিল ভুবন চালাও তুমি ক্লান্তি বিরামহীন।
মালিক তুমি সব জাহানের একাই অধিপতি
ইচ্ছায় কর কল্যাণ তুমি ইচ্ছায় কর ক্ষতি
মণিব তুমি মাবুদ তুমি গাফুর দয়াময়
রহমান তুমি রাহিম তুমি সদা সর্বময়।
সুন্দর তুমি মহান প্রভু সর্ব শক্তিমান
একক তুমি অদ্বিতীয় আরশে বিদ্যমান
মাটির বুকে ফলাও ফসল-আকাশ থেকে বর্ষ পানি
সব অবদান তোমার মাবুদ-তুমি মহাবিজ্ঞ জ্ঞ্যানি।
সৃষ্টি তোমার স্রষ্টা তুমি মহান রাজাধিরাজ
শাসন তোমার বিধান তোমার সর্ব কর বিরাজ
প্রজা তোমায় দিলে কিছু বহুগুণে কর জমা
নেকিরে দাও জান্নাত তুমি-পাপিরে দাও ক্ষমা।
ক্ষমা করে দিও!
আখেরাতে ক্ষমা করে
জান্নাতের ফায়সালা করিও!
অনেক ভালো লাগলো , ধন্যবাদ আপু ।
মন্তব্য করতে লগইন করুন