Rose Rose হতাশিত হৃদয়! Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:২০:৫২ সকাল



"রাসূল (সঃ) কে পাইনি'কো ইতিহাস সব পড়িনিতো

কি করে গড়বো জীবন? হে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে করো পরিবর্তন"

দেখিনি'কো রাসূল (সঃ) কে

আর সাহাবাদের নির্মম কষ্টের দিন গাঁথা!

খুলিনি তো হাদীস কোরআনের পাতা

শূন্যই রয়ে গেলো জীবনের খাতা!

পড়িনি তো স্বর্নাক্ষরে লেখা

হাজারও শহীদের নাম!

খুলিনি তো তাদের পরিচয়ের খাম

আমার এই জীবন তাই বেদাম!

প্রবল আবেগ নিয়ে ভাবি আমি

কি করে চললে হবে এজীবন দামী?

হে আল্লাহ সেভাবে গড়ো তুমি

এজীবন হয় যেন দামী!

পাগলামী করি যত আমি

যত ভুল করি তোমাকে ভুলে!

সেথা হতে কান ধরে তুমি

নিয়ে এসো তুলে !

নিজের আমল নিয়ে হতাশিত মন

ভুলের মিশ্রনে যায় চলে ক্ষন!

হে আল্লাহ আমার আমলের তুমি করিও যতন

এসব নিয়ে আমার হতাশিত মন!

শয়তানের কু-মন্ত্রনায় পড়ে

চলে যাই যদি বিপথে!

ক্ষমা করে তুলে নিও আমায়

তোমার আপন হেদায়েতে!

২৯ শে মে ২০০৫

ছবির জন্য ধন্যবাদ গুগলকে.....।

আমার ওয়েব সাইট থেকে পড়ুন

বিষয়: বিবিধ

৮১২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339522
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৩৯
কাহাফ লিখেছেন :
ঈমানী মজবুতির জন্যে ইসলামের প্রাথমিক ইতিহাস থেকে শুরু করে কোরান-হাদিস অধ্যয়ণ অতীব জরুরী!
স্বার্থময় দুনিয়ার মোহজালে আবদ্ধ আমরা যদিও এ থেকে অনেক অনেক দূরে!
আল্লাহ আমাদের সঠিক পথ দেখান-এই মিনতী তার দরবারে!
339548
০৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
339561
০৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৪০
শিকারিমন লিখেছেন : হতাশার সুযোগ ইসলাম কাউকে দেয়নি। তারপর ও আমরা ভুল পথে চলার কারণে হতাশায় পড়ি মাঝে মাঝে। তবে এই হতাশা থেকে ফিরে আসার চেষ্টা কেই আল্লাহ সবচেয়ে বেশি ভালবাসেন।
339568
০৪ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১২
নিমু মাহবুব লিখেছেন : ভালো লাগল,ধন্যবাদ
339604
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।

ক্ষমা করে তুলে নিও আমায়

তোমার আপন হেদায়েতে!
আমিন। জাযাকিল্লাহু খাইর!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File