Rose Rose আত্মার খোরাক (১৮)(মাহে রমাদ্বানে আলোচনা)Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২৩ জুন, ২০১৫, ০৪:২৪:২৩ বিকাল



অহংকার সম্পর্কিত বিষয়ে হাদীসঃ-

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত, নবী করীম (সঃ) বলেছেনঃ যার অন্তরে বিন্দু পরিমাণ অহঙ্কার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক ব্যক্তি বললো হুযুর (সঃ)! কেহ যদি তার লেবাসে-পোষাকে ও জুতা উত্তম হওয়া পছন্দ করে? (তাহলে সেটাও কি অহংকার?) হুযুর (সঃ) জবাব দিলেনঃ অবশ্যই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। প্রকৃত পক্ষে অহঙ্কার হলো আল্লাহর গোলামী হতে বেপরোয়া হওয়া এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা।"

(বুখারী)

ব্যাখ্যাঃ- যে সমস্ত চরিত্রগত ত্রুটি মানুষকে মানবতাহীন করে, তার মধ্যে আত্মাভিমান বা অহঙ্কার হলো অন্যতম। মানুষ সৃষ্টিকর্তার মুখাপেক্ষী হওয়া ছাড়াও পৃথিবীতে সে পদে পদে অন্যের মুখাপেক্ষী। সুতরাং যে নিয়তই অন্যের মুখাপেক্ষী বা মোহতাজ, তার পক্ষে আত্মাভিমানী বা অহংকারী হওয়া আদৌ শোভা পায় না। অহঙ্কারী ব্যক্তি যে আল্লাহর করুণা হতে বঞ্চিত থাকে, এ কথাটি হযরত লোকমান (আঃ) তাঁর ছেলেকে উপদেশ দিতে গিয়ে সুন্দর রুপে ব্যক্ত করেছেনঃ পবিত্র কোরআনে সূরাহ লোকমানে আল্লাহ তা'য়ালা তা নিম্নরুপ বর্ণনা করেছেনঃ (হে প্রিয় বৎস!) তুমি মুখমন্ডলকে কারো উদ্দেশ্যে গম্ভীর করবে না। (যেমন অহঙ্কারী লোকেরা কারো সাথে আলাপ করার সময় মুখের অবস্থা করে থাকে) আর জমিনের উপর দিয়ে দাম্ভিকতা সহকারে চলবে না। কেন না আল্লাহ কোন দাম্ভিক ও গর্বিততে ভালোবাসেন না।"

(সূরাহ লোকমান, রুকু ২)

উপরে উল্লেখিত হাদীসটিতে আল্লাহর নবী (সঃ) অহংকার এবং পরিচ্ছন্নতা বোধের পার্থক্যটাও সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। নবী করীম (সঃ) বলেছেনঃ কোন একটি লোক পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা কিংবা সুন্দর ও উত্তম জুতা ইত্যাদি পরিধান করা অহঙ্কার নয়। বরং অহঙ্কার হলো মনের এমন একটি অবস্থা, যার ফলে অহঙ্কারী ব্যক্তি নিজেকে উত্তম ও অপরকে অধম বলে মনে করে। পবিত্রতা বা পরিচ্ছন্নতাবোধ অহঙ্কার নয়। কেননা আল্লাহ স্বয়ং পবিত্র এবং তিনি পবিত্রতাকে পছন্দ করেন।

হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, বাহুল্য ব্যয় এবং অহঙ্কার হতে বেঁচে তুমি (হালাল খাদ্য এবং লেবাস হতে) যে খাদ্য গ্রহণ করতে এবং যে কোন লেবাস পরিধান করতে পারো।"

(বুখারী)

পরিশেষে মহনা আল্লাহ তা'য়ালা আমাদের সকলকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে আল্লাহর সন্তুষ্টির মধ্যে রাখুন! আমিন ছুম্মা আমিন!

ছবির জন্য কৃতজ্ঞতা গুগল মামুকে.........।

বিষয়: বিবিধ

১১০১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327214
২৩ জুন ২০১৫ বিকাল ০৫:৩৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ। এ হাদীসখানা আমল করে আল্লাহ আমাদের নিরহংকারী করুন। সুন্দর এবং সরল জীবন দান করুন। আমিন।
২৩ জুন ২০১৫ বিকাল ০৫:৩৯
269460
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! প্রথম মন্তব্যকারি হওয়ার জন্য আপনাকে অনেক অনেক জাযাকুমুল্লাহ! আপনার দোয়ার সাথে আমিন!
327215
২৩ জুন ২০১৫ বিকাল ০৫:৩৭
আবু জারীর লিখেছেন : আল্লাহ্‌ আমাদেরকে অহঙ্কার সহ যাবতীয় গুনাহ থেকে হেফাজত করুণ।

আমীন।
ধন্যবাদ।
২৩ জুন ২০১৫ বিকাল ০৫:৪০
269461
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! আমিন!
327217
২৩ জুন ২০১৫ বিকাল ০৫:৪৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : তিন বন্ধু একটি দেশে বেড়াতে গেল। তারা সেখানে একটি হোটেলের ৭৫ তলায় রুম ভাড়া করল।তবে হোটেলের নিয়ম অনুযায়ী রাত১২টায় লিপ্ট বন্ধ থাকে। একদিন তারা বের হল। কিন্তু তারা ফিরতে একটু রাত হল। হোটেলে এসে দেখে লিপ্ট অপ।তারা চিন্তা করতে লাগল ৭৫তলা হেঠে কেমনে উঠবে। পরে সিদ্ধান্ত নিয়ে তারা উপরে উঠতে লাগল। তাদের মধ্যে একজন গল্প আরম্ভ করল। তার গল্প শেষ হতে হতে তারা ২৫ তলায় অবস্থান করে ! এর পর আরেক জন গান করা আরম্ভ করল। দেখে ৫০ তলায় গিয়ে তার সব গান শেষ। এখন কি করা যায়? তারপর অন্যজন শুরু করল তার দুঃখ-কষ্ঠের কথা। তার সব ঘটনা যখন বলা শেষ হয় তখন তারা ৭৫ তলায় গিয়ে পৌছে। তারা যখন দরজা খুলতে গেল দুর্ভাগ্য ক্রমে দেখা গেল চাবিটা রেসিপশানের কাছে রয়ে গেছে। তবে এখনকি আর সম্ভব নিচে গিয়ে চাবি নিয়ে আশা ? তেমনি ভাবে আমরা জীবনের ২৫বছর কাটিয়ে দিয় লেখাপড়া করে। আর ২৫ বছর কাটিয়ে দিয় চাকুরী বা ব্যবসা-বাণিজ্য নিয়ে। আর বাকী ২৫ বছর অথবা যা সময় বেঁচে থাকি তা কেটে যায় ছেলে মেয়ের বিয়ে এবং বিভিন্ন রোগের ডাক্তারের কাছে ছুটাছুটি করে। জীবনে প্রতিষ্ঠিত হয়ার জন্য আপনি-আমি হয়তো এতো কিছু করতেছি। কিন্তু আখেরাতের ঐ কঠিন দিনে নিজেকে বাঁচানোর জন্য যদি দুনিয়াতে এখন থেকে কিছু না করি তাহলে কষ্ঠ করে ঐ তিন বন্দুর মত গন্তব্যে পৌছাব কিন্তু ঐ জান্নাতের চাবিটা দুনিয়াতেই থেকে যাবে। তিন বন্ধু যেমেন নিদিষ্ট লক্ষে গিয়েও আপসোস করতেছে।
ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের দিনও আপনার-আমার হয়তো আপসোস করা ছাড়া উপায় থাকবে না। তাই আসুন আমরা শরীয়াতের সকল হুকুম আহকাম মেনে চলি। নামাজ,রোজা, যাকাত হজ্জ যথাযথ ভাবে আদায় করি। এছাড়া কোন অন্যয় কাজ করলে আল্লাহর কাছে তাওবা করি। তাহলেই আমরা কিয়ামতের দিন মুক্তি পাব ইনশা আল্লাহ
২৪ জুন ২০১৫ রাত ০৩:১৬
269490
দ্য স্লেভ লিখেছেন : খুবই উপদেশমূলক গল্প
২৪ জুন ২০১৫ দুপুর ০৩:২৬
269534
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! খুবই শিক্ষামূলক উদাহরণ দিয়ে মন্তব্য দিলেন! মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দিন, সে বুঝের উপর রাখুন ও পরিপূর্ণ ক্ষমা করে তার কাছে উঠিয়ে নিন! আপনার ও সকলের নেক দোয়ার সাথে আমিন! জাযাকুমুল্লাহ!
২৪ জুন ২০১৫ দুপুর ০৩:২৮
269538
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! দ্য স্লেভ ভাইয়াকে অনেক অনেক জাযাকুমুল্লাহ!
327251
২৩ জুন ২০১৫ রাত ১১:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন।
ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ জুন ২০১৫ দুপুর ০৩:২৬
269535
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! আপনার দোয়ার সাথে আমিন! জাযাকুমুল্লাহ খাইরান!
327257
২৪ জুন ২০১৫ রাত ১২:০৯
মাটিরলাঠি লিখেছেন : "মহান আল্লাহ তা'য়ালা আমাদের সকলকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে আল্লাহর সন্তুষ্টির মধ্যে রাখুন।" আ-মী-ন। Good Luck Good Luck

২৪ জুন ২০১৫ দুপুর ০৩:২৭
269536
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! আমিন! আপনাকে জাযাকুমুল্লাহ!
327270
২৪ জুন ২০১৫ রাত ০৩:১৭
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। আল্লাহ যেন আমাদেরকে অহংকার থেকে দূরে রাখেন এবং জান্নাতুল ফিরদাউস দান করেন
২৪ জুন ২০১৫ দুপুর ০৩:২৭
269537
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! আমিন আপনার দোয়ার সাথে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File