সন্ধ্যা'তারা'পিকে নিয়ে!!
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২১ মে, ২০১৫, ০২:৩৫:০৬ রাত
কয়েক দিন ধরে খুজে বেড়াই
ব্লগে পাইনা দেখা।
লেখা পোস্ট নেই মন্তব্য নেই
হয়ে গেলাম একা।
যত তাড়াতাড়ি পারেন আপনি
দিয়ে যান আমায় সঙ্গ।
আপনি যে আমার প্রিয় বোন
হৃদয়ের অর্ধাঙ্গ।
আল্লাহর জন্য ভালোবাসি
তাই নেই খোজ-খবর।
অনেকদিন হলো ধৈর্য ধরেছি
আর পারছিনা করতে সবর।
নিয়মিত হউন আবার
এই হৃদয়ের আশা।
বুঝাতে পারবোনা আপনার জন্য
কত যে ভালোবাসা?
হতাশা আর ব্যথা নিয়ে
লিখছি কি যে জানিনা।
আপনাকে ব্লগে না দেখে
থাকতে যে আর পারিনা।
রান্নার ফাঁকে দেখি বারংবার
টুডে ব্লগ পাড়া।
আপনার লেখা পড়লে আমার
হৃদয় জাগে সারা।
ক'দিন থেকে পাইনা মন্তব্য
পাইনা আপনার লেখা।
ব্লগ পরিবারে পরিচয় আমাদের
বাস্তবে হয়নি দেখা।
না দেখে ও কত ভালোবাসা মনে
বোঝাই আমি কি করে?
আপনার উপস্থিতি হৃদয় আমার
আনন্দে দেয় ভরে।
এজীবনে দেখা হবে কিনা জানিনা
দেখবো প্রাণ ভরে জান্নাতে।
অনুরোধ বোনের সেদিন আপনি
আপন মনে করে নিয়েন সাথে।
এপৃথিবীতে কেউ চিরদিন রবেনা
একে একে যেতে হবে ছাড়ি।
দোয়া করবেন বোনটির জন্য
যেন আল্লাহকে খুশি করে যেতে পারি।
প্রার্থনা করি আনমনে আমি
রাখি তার সমীপে আবেদন।
যেন জান্নাতের বাগানে বেড়াতে পারি
অদেখা দুইবোন।
আল্লাহ চাইলে আমাদের
দেখা হবে পৃথিবীতে।
নয়তো শুধু ব্লগেই আলাপন
সাক্ষাত হবে জান্নাতের সিঁড়িতে।
দাওয়াত রইলো আপুনির
কখনো যদি আসেন মদিনাতে।
মেহমান হবেন তখন
আমার ছোট্ট ঘরেতে।
ছোট্ট বোনের পাগলামি ছলে ক্ষমা করবেন বড়আপনি।
বিষয়: বিবিধ
১৪১৯ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাশা আল্লাহ
আমাদের সবার প্রিয় আপুনি সন্ধাতারা'পু কে নিয়ে লিখা চমৎকার কবিতাটি ভীশন রকম ভালোলাগায় আপ্লুত হলাম! জাযাকিল্লাহু খাইর আপুনি!
জাযাকিল্লাহু খাইরান আপি।
শ্রদ্ধেয়া আপুজ্বী সন্ধাতারা নিয়ে আন্তরিক দরদময় ছন্দায়োজনে আপনাকেও জাযাকিল্লাহ হে শ্রদ্ধেয়া বোন মাহবুবা সুলতানা লায়লা!
আপুজ্বী তো এসেই গেলেন আপনার লেখা দেখে!
আলহামদু লিল্লাহ! আলহামদু লিল্লাহ!! আলহামদু লিল্লাহ!!!
আলহামদু লিল্লাহ! আলহামদু লিল্লাহ!! আলহামদুলিল্লাহ!!!
আপনদের পবিত্র ঈমানী সান্নিধ্য আমাদের ভাগ্যে মহান আল্লাহ অনেক অনেক দীর্ঘায়িত করুন-এই আর্জি তাঁর দরবারে শ্রদ্ধেয়া সন্ধাতারা ও মাহবুবা সুলতানা লায়লা আপুদ্বয়!
জাযাকুমাল্লাহু খাইরান ফিদ দারাইন!!
নাও ছোট্ট ভাই এবার মনকে শান্তি করে পেট ভরে খেয়ে নাও। এবার খুশি?
চোখ ভরছে দেখে,
পেট ভরছে চেখে,
চোখের দেখা ফ্রি,
মুখে দিলে নট ফ্রি
মন্তব্য করতে লগইন করুন