Rose Rose মনে পড়ে আজি! Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২০ মে, ২০১৫, ০৫:৩২:৪২ বিকাল



আজকের উত্তপ্ত মরু-মদিনার ছবি।

মদিনাতে আছি প্রায় দুই বছর চলছে! এর মধ্যে মাত্র তিনবার কারেন্ট গেছিলো! কিন্তু প্রথমবার যখন কারেন্ট গেছে তখন এক মিনিটের মাথায়ই চলে আসছে। এরপরের বার যখন গেছে তখন প্রায় দুই মিনিট পর আসছে। আর তারপর যখন গেছে তখন পাঁচ মিনিট পরে আসছে। এই খানে কখনোই লোড শেডিং লং টাইম থাকেনা। তাই কেউ পানি ভরে রাখেনা।

বেশীরভাগ লোকের ঘরে চার্জ লাইট নেই। কারন একটাই, চার্জ লাইট দিয়ে কি হবে? বিগত দিনের সকল সময়ের ঘটনাকে ছাড়িয়ে আজকে সকাল সাড়ে ন'টা থেকে প্রায় একটা পনেরো মিনিট পর্যন্ত কারেন্ট ছিলোনা। এরপর প্রায় বিশ মিনিট থেকে আবারও চলে গেছে বিদ্যুত। মদিনা শহরে কারেন্ট নেই তাই মনে পড়ে গেলো স্বদেশের কথা। সেখানো তো ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকেনা। আর ঐঅবস্থায় সবারই প্রায় গা সয়া হয়ে গেছে।

আর তারা সব সময় প্রস্তুত ও থাকেন। কারেন্ট না থাকলে প্রার্থমিক ভাবে কি করতে হবে সেজন্য। তারা পানি ভরে রাখেন প্রয়োজন মাফিক। আবার দেশে তো প্রাকৃতিক আলো থাকে দিনের বেলা তাই কষ্টটা কম হয়। আর এখানে তো ঘরের দরজা-জানালা সব বন্ধ থাকে তাই দিনেও রাতের মতই অনুভূতি। মদিনাতে তেমন কেউই প্রস্তুত ছিলোনা আজকের অবস্থার জন্য।

গরমে তো সমস্যা হচ্ছেই। কারন এখানে মরুভূমির গরম। তার উপর পানি না থাকলে কি কঠিন অবস্থা কল্পনাই করা যায়না। বিদ্যুত নেই বলে সবখানেই নেট ওয়ার্কের সমস্যা হচ্ছে। এই গরমে দেশের কথা মনে পড়ে গেলো। দেশে তো বিদ্যুত না থাকলেও প্রাকৃতিক বাতাসে মানুষের প্রান জুড়িয়ে যায়। এখানে সেটা যেন লুঁ হাওয়া। আরো মনে পড়ে জাহান্নামের কথা। সেটা যে কত কষ্টের তা আমরা অনুভব ও করতে পারিনা। এই গমরে মনে পড়ছে কি কঠিন হবে সেই সময়। হে আল্লাহ সেই কঠিন দিনে তুমি সহায় হয়ে থেকো। তাই আল্লাহর কাছে কৃত গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইছি। আর একমাত্র তারই সাহায্য চাইছি। আল্লাহ তুমি এই পরিস্থিতি হতে আমাদেরকে তাড়াতাড়ি মুক্ত করো। আমিন ছুম্মা আমিন।

ব্লগের সবাই দোয়া করবেন। মদিনাতে কি কারনে এমনটি হয়েছে জানা যায়নি। আল্লাহ মদিনা বাসি সহ পৃথিবীর সবার জন্য রহমত প্রেরণ করুন। আমিন। আমার ল্যাপটপের চার্জেই নেট চলে তাই লিখতে পারছি। একটু পরে তাও থাকবেনা। কি হবে পরিস্থিতি? সকলে প্রান খুলে দোয়া করুন।

বিষয়: বিবিধ

১৩০৪ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321292
২০ মে ২০১৫ বিকাল ০৫:৪৭
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : মদীনা তাবুক রোডে বিদ্যুৎ বিহীন অনেকটা সময় আমিও কাটিয়েছি , আজ কাজের খোব ব্যঘাত ঘটেছে বিদ্যুতের জন্য কি কারনে এত দীর্ঘ সময় বিদ্যুৎ ছিলনা আমরাও জানতে পারিনী ।
আজ গরমও পড়েছে প্রচুর ।
ওহ্ দুনিয়ার গরম যদি হয় এই অবস্থা জাহান্নামের শাস্তিতো এর চেয়ে অনেকগুন বেশী ।
আল্লাহর কাছে জাহান্নামের ঐ কঠিন আজাব থেকে পানাহ চাই ।
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
262381
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! এই তো পাঁচ মিনিট হলো বিদ্যুত আসছে। প্রতিটি এলাকায় ২০ মিনিট করে বিদ্যুত দিচ্ছে। মানুষের যাতে পানির কষ্ট না হয়। কারন বিদ্যুত ছাড়া তো পানি উঠানো যাবেনা।
আপনার দোয়ার সাথে আমিন!
321295
২০ মে ২০১৫ বিকাল ০৫:৫৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : গত ৫ বছরে এক মিনিটের জন্য ও আরব- আমিরাতের আবুধাবিতে বিদ্যুৎ যেতে দেখিনি। আপনার কথা শুনে খারাপ লাগতেছে, কারন ঐখানে বিদ্যুৎ ছাড়া থাকাটা খুব কষ্টের।
দোয়া রইলো, ভাল থাকবেন।
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২০
262382
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! সঠিক কথাই বলেছেন ভাইয়া। এইমাত্র পাঁচ মিনিট আগে বিদ্যুত আসছে। প্রত্যেক এলাকায় বিশ মিনিট করে বা আধা ঘন্টা করে বিদ্যুত দিচ্ছে। মানুষের যাতে পানির সমস্যা না হয়। বিগত বছর গুলোতে না গেলেও আজকে গেছে। আর মরুভূমির গরম তো বুঝেনই! আল্লাহ সবার সহায় হোন। আপনার দোয়ার সাথে আমিন ছুম্মা আমিন!
321313
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমরা আপনাদের জন্য দোয়া করছি। সহসা পরিত্রাণ পাওয়ার জন্যে। আমাদের জন্যও দোয়া করবেন, দেশের সকল মানুষের জন্য দোয়া করবেন। এখানে প্রতিনিয়ত লোডশেডিং, যানজট, খুন গুম, ক্রসফায়ার আতঙ্ক তো আছেই। আপনারা এদিক দিয়ে নিরাপদে ও সুখে আছেন। ভাল থাকুন, সবসময়। এ্য প্রত্যাশা রইল। ধন্যবাদ।
২০ মে ২০১৫ রাত ১০:৫০
262464
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! আমরা সত্যিই স্বদেশের অনেক ঝামেলা থেকে নিরাপদে আছি তাই আলহামদুলিল্লাহ! আপনার দোয়ার সাথে আমিন।
321319
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১০
অবাক মুসাফীর লিখেছেন : আপনার পোস্টগুলো দেখে সেই পিচ্ছি কালের কথা মনে পড়ে যায়, যখন থাকার সৌভাগ্‌য হয়েছিলো সৌদী আরবে... জবলে নূর পাহাড়ের পাশে যে সাড়ে তিন বছর ছিলাম তাতে লোড শেডিং হয়েছিলো মোটে একবার... তারপর দেশে এসে লোড শেডিং-এর অবস্থা দেখে তো আঁদায়-কাঁচকলায় অবস্থা... যাইহোক, নতুন অভিজ্ঞতাগুলো জীবনের জন্‌য খুব দরকার, নইলে জীবন পাইনসা হয়ে যায়...
২০ মে ২০১৫ রাত ১০:৫১
262465
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! সঠিক কথাই বলেছেন। মহান আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন।
321331
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একশ বছর আগে কিন্তু মদিনাতেও বিদ্যুত ছিলনা!!!
গরম এর কারনে লাইন ফল্ট জাতিয় সমস্যা হতে পারে। কিন্তু আমাদের দেশের সাথে তাদের পার্থক্যটুক হলো তারা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে ২০-৩০ মিনিট করে বিভিন্ন জায়গায় বিদ্যুত দিচ্ছে যাতে কারো বেশি অসুবিধা না হয় আর আমাদের এখানে মানুষকে জিম্মি করে বিদ্যুত বিভাগ এর লোকজন টাকা আদায় করে।
২০ মে ২০১৫ রাত ১০:৫৩
262466
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! মদিনার বিদ্যুত সমস্যা এখনো কাটেনি। আমাদের বাসায় আসরের সময় আসছে। আর মসজিদে নববীর আশে-পাশে এখনো আসেনি। মদিনার বিভিন্ন স্থানে এখনো আসেনি। আল্লাহ সাহায্য করুন। আর পৃথিবীর সবাইকে আ'ম ভাবে হেদায়াত নসীব করুন। আমিন।
321345
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ মে ২০১৫ রাত ১০:৫৪
262467
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! ধন্যবাদ আপনাকে
321364
২০ মে ২০১৫ রাত ০৮:১২
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবুধাবীতে ব্যাচেলর বিল্ডিং তেমন নেই বললেই চলে, সব ব্যাচেলর ও শ্রমীকদের শহর থেকে অনেক দূরে ঠেলে দেওয়া হয়েছে, যেমন মুসাফফা, বানিইয়াজ, রীম আইল্যন্ড, আল ওয়াসবা, আল খাজনা ইত্যাদি ইত্যাদি স্থানে। যে দু'একটি ব্যাচের বিল্ডিং আছে, তা অনেক পুরানো, পানি সমস্যা, সেন্ট্রাল এসি সমস্যা, মাঝে মাঝে বিদ্যুৎ সমস্যা হয়।
একবার আমাদের বিল্ডিংয়ে বিকাল থেকে সারা রাত বিদ্যুৎ ছিল না। আমরা থাকি ১০ম তলায়। কষ্ট কাকে বলে সেই দিন বুঝলাম। না লিফট, না পানি, না বিদ্যুৎ, খানাদানা পাক করা কিছুই হয়নি। সারা রাত নির্ঘুমে ঘামের লবনে কাটিয়েছি। ফজরের ঘন্টাখানিক আগে অফিসে গিয়ে গোসল সেরে ফজরের নামাজ পড়ে চেয়ারে বসে বসে ২/৩ ঘন্টা ঘুমিয়ে ছিলাম। আপনাদের কষ্ট দেখে সেদিনের কথা মনে পড়ে গেল। জাযাকিল্লাহ খাইর।
২০ মে ২০১৫ রাত ১০:৫৬
262469
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! মানুষের জীবনের কয়েকটা দিন খুব সুখের যা সুখের কারনে স্বরণীয় হয়ে থাকে আর কিছুদিন হয় কষ্টের তাও স্বরণীয় হয়ে থাকে। তবে কষ্টের কঠিনতা অনুভুত খুবই বেশী হয়। জাযাকুমুল্লাহ আপনাকে!
২০ মে ২০১৫ রাত ১০:৫৮
262470
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! তখন সালামের জবাব দিতে ভুলে গিয়ে আবারো সালাম দিয়েছি। তাই এখন দিলাম।
321383
২০ মে ২০১৫ রাত ০৮:৪৮
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ । ১৫ বছরে মাত্র একবার দেখেছি কারেন্ট কোথাও যায় । আর গরম সেতু নাই বল্লেই চলে । দেশের মানুষ কষ্ট করে গরমে ।

বরফের ও নাকি দোজখ আছে আপু । আমি কোন দোজখে যেতে চাই না । আল্লাহ আমাকে মাফ করুন ।

আল্লাহ আপনাদের কষ্ট দুর করে দিন কামনা রইল । ধন্যবাদ আপু ।
২০ মে ২০১৫ রাত ১১:০০
262471
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট্ট বোনটি! ইনশা-আল্লাহ এই সুন্দর মনের বোনটিকে জাহান্নামে দেবেন। ইনশা-আল্লাহ ছোট্ট বোনটির জন্য অপেক্ষমান আছে নেয়ামতেপূর্ণ জান্নাত। আমিন আল্লাহ কবুল করুন।
321472
২১ মে ২০১৫ রাত ০১:৫৪
বৃত্তের বাইরে লিখেছেন : আসসালামু আলাইকুম আপু। আবুধাবি থাকতে একবার এমন লোড শেডিং এর কবলে পড়েছিলাম। ওই একবারই প্রথম এবং শেষ । বাপরে! কয়েক ঘন্টায় পুরো শহরে খবর হয়ে গিয়েছেল। বুঝতে পারছি আপনাদের কেমন লাগছে.. আপনারা কি মসজিদে নববীর কাছাকাছি থাকেন?
২১ মে ২০১৫ রাত ০২:৩৯
262540
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! হাঁ আজকের দিনটি সবার কষ্ট হলেও আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আমরা মসজিদে নববীর খুব কাছেই থাকি। এখন আমাদের এখানে বিদ্যুত আসছে আলহামদুলিল্লাহ। তবে শহরে কোথাও কোথাও এখনো বিদ্যুত আসেনি। দোয়া করবেন যেন তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়। ভালো থাকুন। আপনার ও আপনার পরিবারের সবার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি।
২১ মে ২০১৫ দুপুর ০১:০৫
262621
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! তখন সালামের জবাব দিতে ভুলে গিয়ে আবারো সালাম দিয়েছি। তাই এখন দিলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File