"মদিনার চত্বরে" ছবি ব্লগ (৯পর্ব)
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৭ মে, ২০১৫, ১১:১৪:৫৫ সকাল
এই ছবিটা মসজিদে নব্বীর অভ্যন্তরীন অংশ! রিয়াদ্বুল জান্নাহ এর পাশে।
রিয়াদ্বুল জান্নাহ থেকে বের হয়ে আসার সময় উপরে রাসূল (সঃ) এর রওজার সবুজ গম্বুজের ছবি।
রিয়াদ্বুল জান্নাহ বরাবর উপরের ছবি। এখানে গিয়েই মানুষ দুই রাকাত নামাজ পড়ে।
মসজিদে নব্বীর মহিলাদের বাউন্ডারি মধ্যে পানির পান-পাত্র। সাথে ওয়ান টাইম গ্লাসের ব্যবস্থা। তবে এটা জমজম না।
মসজিদে নব্বীর ভেতরের পিলার। এর চতুর্পাশে আল-কোরআন রাখা থাকে! যাতে করে সহজেই মুসল্লিগণ পড়তে পারে। এছাড়া ও আল-কোরআন রাখার আলমারি বিশেষ ও আছে। সেখানে আল-কোরআন ও রেহাল একই সাথে রাখা। মুসল্লির গণের পড়ার সুবিদার্থে।
মসজিদের মহিলা সাইডে আল-কোরআন রাখার জন্য আলমারি বিশেষ।
মসজিদে নব্বীর উপরে গম্বুজ বিষিষ্ট ছাদ। এটা মাঝে মাঝে একপাশে খুলে দেয়া হয়। শীতের সময় রোদের জন্যে খোলা হয়। আর বেশী মেঘলা ধরে থাকলেও খুলে দেয়া হয়। এটা খুললে সরাসরি আকাশ দেখা যায় মসজিদে নব্বীতে বসে।
(জান্নাতুল) বা'কী কবরস্থানের পাশ দিয়ে মসজিদে নব্বীতে প্রবেশের রাস্তা।
জু'মার দিনে পায়ে হেটে মুসল্লিগণ মসজিদে প্রবেস করছেন।
মসজিদে নব্বীর চত্বরের ছবি।
মসজিদে নব্বীর কাঠের গম্বুজ খুলতে দেখা যাচ্ছে। এটা সুইচ দিলে একপাশে সরে গিয়ে আলোকিত করে দেয়।
মদিনার খেজুরের বাগান সমূহ!
মদিনার শহরে কিছু সবুজের দেখা পাওয়া যায়। যা মক্কা-মোকাররমায় চোখে পড়েনা। মদিনা শহরেই সবুজের কিছু কিছু দেখা মেলে। শহরের বাহিরে শুধুই মরুভূমি।
মদিনা শহরের রাস্তা ও রাস্তার মধ্যখানে খেজুর গাছের সারি।
আজকে আর নয়। আবার অন্যকোন পোস্টে ছবি শেয়ার করবো ইনশা-আল্লাহ!
বিষয়: বিবিধ
২০৪৮ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিও উনার সাথে তাওফিক কামনা করতেছি...।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
বিশেষ করে রওজাতুজজান্নাত এর ছবি দেখে।
শুকরিয়া!
আমিও লিখা শুরু করব ইন শা আললাহ।
ভালো লাগা রেখে গেলাম................
“কে যাবে আজ বন্ধুরা মোর জলদি ছুটে আয়
মস্কো, পিকিং, আমেরিকা নয় সোনার মদিনায়।..
আপনাকে ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন