আর পারিনা আর পারিনা+বৃথা যাবেনা!
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৫ মে, ২০১৫, ০৭:৩১:২০ সন্ধ্যা
আর পারিনা আর পারিনা
কোনভাবে ধৈর্য ধরতে প্রভু!
কোটি কোটি লোকের জীবনের বিনিময়ে হলেও
তোমার দ্বীন প্রতিষ্ঠা করো তবু!
হাজার হাজার জীবন নিলে
রক্তের নিলে সাগর!
তোমার রাহে জীবন দিয়ে
তারা পেল জান্নাতের নগর!
আমরা যারা বেঁচে আছি
তোমায় হিসাব দেব কি করে?
শহীদ তারা হয়েছে জেনো
তোমার হুকুম কায়েম করতে আমরন লড়ে!
পারেনি তারা তোমার নামকে
সংবিধানে রাখতে!
পেরেছে তারা জীবন দিয়ে
তোমার জান্নাত খরিদ করতে!
তোমায় ভালোবেসে তারা ঘর ছেড়েছে
অন্তরে শপথ করেছে শহীদি তামান্নার!
তুমি যদি খুশি থাকো হে আল্লাহ
চাইনা তাদের কিছুই আর!
ঘর ছেড়েছে তাজবীহ হাতে
মুখে ও ছিলো তোমার নাম!
বুঝেনি তারা কি হবে সকলের
কি হবে সে রাতের পরিণাম!
তোমাতেই বিশ্বাস নিয়ে
সেখানে করেছে রাত যাপন!
যারা তাদেরকে কচু কাটা করেছে
বুঝেনি তারা, আল্লাহ তাদের কত আপন!
আল্লাহ তা'য়ালা তাদেরকে সেদিন
সুযোগ দিলো শহীদ হতে!
দেখিয়ে দিলো সে বান্দা সকলেরে
তোমাদের জীবনের বিনিময় দিবো জান্নাতে!
বান্দারা সকল জান্নাতের লোভে
এগিয়ে দিলো যে বুক!
এই দুনিয়া দিয়ে কি হবে তবে?
জান্নাতে কেবল সুখই সুখ!
জান্নাতেরই চির সুখের
টিকিট পেলো তারা!
ভয় নেই তাদের কিঞ্চিত পরিমান
শহীদ হলো যারা!
যারা করলো তাদের নির্বিচারে
হত্যা আর গুম!
ওহে সকল জালেম তোমাদের
সেদিন চোখে থাকবেনা ঘুম!
কতজনের জীবন নিয়েছ
পারবে কি একটি জীবনও দিতে?
প্রস্তুত হও সময় থাকতে
আল্লাহর সাথে জবাবদিহি করতে!
যারা চলে গেছে ভালোই গেছে
কল্যাণকর পরিণাম তাদের!
জাহান্নামের লেলিহান শিখা অপেক্ষায় রত
মাজলুমের রক্তে রাঙা হাত যাদের
"বৃথা যাবেনা!"
সেই মায়েরই চোখের পানি বৃথা যাবেনা জানি
যে সন্তান হারিয়েছে!
সেই বোনেরই চোখের পানি বৃথা যাবেনা জানি
যে আপন ভাই হারিয়েছে!
সেই স্ত্রীর চোখের পানি বৃথা যাবেনা জানি
যে প্রিয়তম স্বামী হারিয়েছে!
সেই সন্তানের আহাজারি বৃথা যাবেনা জানি
যে পরম পিতাকে হারিয়েছে!
সেই মাজলুমের রোনাজারি বৃথা যাবেনা জানি
যারা জুলুমের স্বীকার হয়েছে!
একদিন বিচার হবেই হবে ইনশা-আল্লাহ
যারা জুলুম করেছে!
যারা বসে আছো চুপটি মেরে
পাড় পাবেনা সেদিন দোহায় দিয়ে!
আল্লাহ হাকিম দেখছে যে সব!
কি নিয়ে করছো যে উৎসব?
সেদিন তিনি কঠিন ভাবে হিসাব নেবেন
আদায় করে কড়ায় গন্ডায়!
কার এমন সাহস হবে সেদিন
আল্লাহর আদালত ডিঙায়?
পাড় পাবিনা ওহে জালেমরা
আরেকটু ছবর কর!
প্রস্তুত করা আছে তোদের জন্যে
জাহান্নামের অগ্নি ঘর!
ধৈর্য আমরা ধরতে পারিনা
তাই বিচার চাহি তোমার কাছে!
হিসাবের সকল দলিল প্রমাণ
তোমার হাতেই আছে!
মা বোন স্ত্রী মাজলুম
ধৈর্য দাও হে প্রভু সকলেরে!
সকল প্রতিদান চাই হে মালিক
শুধুই তোমার তরে!
যারা শহীদ হয়েছে তোমার তরে
তাদেরকে করো জান্নাতের বাসিন্দা!
তুমি তাদের উপর খুশি হওয়ার
দাও হে প্রভু ঘোসনা!
৫ই মে ২০১৫
মদিনা মনোয়ারাহ সৌদি আরব!
বিষয়: বিবিধ
১০০২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিষয় সম্পর্কে বলবো যে, শুনেছিলাম একবার প্রফেসর গোলাম আযম (আল্লাহ্ তার প্রতি রহম করুন)সাহেবের উপস্থিতিতে কোন এক অনুষ্ঠানে 'শহীদে শহীদে জনপদ শেষ/লহুতে লহুতে ছেয়েছে এ-দেশ/তবুও কেন যে হে মেহেরবান/কুরআনের সে-সমাজ করোনা দান!/কি অপরাধ! হায় আমাদের? করো নির্দেশ!/' -এ গানটি গাওয়া হয়েছিল। তখন তিনি প্রতিবাদ করেছেন গানে এমন কথার বিরুদ্ধে যাতে আল্লাহর নিকট 'কৈফিয়ত' চাওয়া হচ্ছে।
মূলতঃ আমাদেরকে কাজ দেয়া হয়েছে সম্পদ ও জীবন দিয়ে দ্বীন প্রতিষ্ঠা করার সাধনা করে যাওয়ার জন্য। তাতে কি পরিমাণ সম্পদ গেলো আর কি পরিমাণ জীবন গেলো, সে হিসাব যদি আমরা করতে শুরু করি, তাহলে তা আমাদের জন্য শোভনীয় নয়। কারণ, আমাদের বেতন(প্রতিদান) আখেরাতে দেয়ার ঘোষণা রয়েছে। আর দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠা করাটা আমাদের আয়ত্বে নয়; বরং একান্তভাবে আল্লাহর হাতে নিবদ্ধ। তাই এটা তাঁর ইচ্ছার উপর নির্ভর করছে। আমরা তাঁর নিকট কৈফিয়ত চাইতে পারি না। শুধুমাত্র সাধনা করে যাওয়াই আমাদের ভাগে পড়ে।
ফজলে এলাহী ভাইয়ের মন্তব্যটি গুরুত্বপূর্ণ। জাযাকুমুল্লাহ খাইর
মন্তব্য করতে লগইন করুন