হে নববর্ষ কেমন তুমি?
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৪ এপ্রিল, ২০১৫, ০৩:২৪:৫২ রাত
হে নববর্ষ তোমার প্রতি রইলো
আমার একটি উপদেশ!
ধরাইও না আর তুমি মানুষেতে
মন্দ লোকের বেশ!
ঈমান হারা করোনা'কো
আদম সন্তানেরে!
নিওনা'কো তাদেরকে আর
জাহান্নামের দ্বারে!
হে মুসলমান তোমাদের তরে
একটি উপদেশ!
ধরোনা'কো কভু তোমরা
শয়তানেরই বেশ!
আল্লাহ তা'য়ালাকে ভয় করিয়া
সামনে বাড়াও পা!
বেধর্মীদের কলংক দিয়া
বাড়াইওনা ঘাঁ!
আল্লাহকে ভয় করিয়া
চললে সৎ পথে!
নাজাত পাবে দোহাজানে
যাবে জান্নাতে!
আর কি চাই এরচেয়ে দামী
ভাবো আরেকবার!
সময় থাকতে ও ভাই বোনেরা
হও যে হুশিয়ার!
আল্লাহ রাসূল (সঃ) কে খুশি করে
পারো যদি যেতে!
একদিন না হয় নাইবা গেলে
বাংলা নববর্ষেতে!
হে নববর্ষ কেমন তুমি?
ঈমানহারা করো!
মনে রেখো সদা হে আদাম সন্তান
আল্লাহ সবচেয়ে বড়!
ছবির জন্য কৃতজ্ঞতা গুগল মামাকে
বিষয়: বিবিধ
৮৯৭ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিজাতীয় সংস্কৃতি মুসলিম সমাজে ভয়ানক ভাবে ঢুকে গেছে! আল্লাহ আমাদের কে হেদায়েত দান করুন!
সুন্দর আবেদনময়ী ছন্দ উপস্হাপনায় জাযাকিল্লাহু খাইরান!!
আমরা কয়েক বছর ধরে বাংলাদেশে ইসলামী নববর্ষ পালন করছি । এবার আমরা ১৫ অক্টোবর ২০১৫ খৃস্টাব্দ মোতাবেক ১ লা মহররম ১৪৩৭ হিজরী তারিখ ইসলামী নববর্ষ পালন করবো । আশা করি আপনারাও আমাদরে সাথে একাত্মতা ঘোষনা করে নিজেদের ইমান ও আমলকে সুদৃঢ় করার পাশাপাশি দুনিয়া ও আখিরাতের কামিয়াবী হাসিল করবেন । বিস্তারিত জানার জন্য আমার এই লেখাটা পড়ুন : http://www.today-bd.net/blog/blogdetail/detail/1864/fakhrul/63998#.VSySy_D4bCA
এই কথাটি অন্তরে বসাতে পারলে নর্ববর্ষ পালন করতে মুসলরা ঘর থেকে রেবুতো না্। আল্লাহ তায়ালা মুসলমানদের সঠিক বুঝ দান করুক। আমীন।
উৎসাহ মূলক মন্তব্যের জন্য আপনার শুকরিয়া!
মন্তব্য করতে লগইন করুন