Rose Rose ভাল বন্ধু হয়ে!! (ধারাবাহিক গল্প ১০ পর্ব) Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৭ এপ্রিল, ২০১৫, ০৬:০৯:৫৮ সন্ধ্যা

আর পাড়া-প্রতিবেশীর চোখেও আপনি খারাপ হবেন আর আল্লাহর কাছেও খারাপ হবেন সবচেয়ে বড় হলো আল্লাহর কাছে ভালো হওয়া আমাদের সকলের চেষ্টা হবে আল্লাহর কাছে ভালো হওয়া, আল্লাহকে খুশি করতে চেষ্টা করা, আল্লাহ যেভাবে চান সে পথে চলা তবেই হয়তো আমরা আল্লাহকে খুশি করতে পারবো ইনশা-আল্লাহ! আর সব সময় আল্লাহর ভয়কে মনের মাঝে জাগ্রত রাখা, আপনি কি করবেন? কোথায় যাবেন? কার সাথে কথা বলবেন? কাকে বন্ধু বানাবেন? সব তো আল্লাহ জানেন এই কারনে শুধু আল্লাহকে ভয় করবেন সব সময় তো তিনি দেখছেন, তিনি ভুল করতে শাস্তি দেবেন, আর নেকীর কাজ করলে নেকী দান করবেন ও ক্ষমা করবেন। সামান্য কোন ভূল ও যেন না হয় আমাদের দ্বারা।

আপনার সন্তানদেরকে সঠিক ভাবে দ্বীন শিক্ষা দেবেন, তাদেরকে নবী (সঃ) এর আদর্শে গড়ে তুলতে চেষ্টা করবেন ইনশা-আল্লাহ আল্লাহ সব কিছু সহজ করে দেবেন। ভাবি আপনি ভাববেন না আমি আপনাকে উপদেশ দিচ্ছি না বরং আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, কারন এখন আপনি জানেন কোন পথে আমাদের চলা উচিৎ আর কোন পথ থেকে ফিরে আসা উচিৎ। আর যে জানে তার জানার উপরই হিসাব হবে কেয়ামতের দিন। আর জেনেও সে পথে না চললে শাস্তি তো অবধারিত আল্লাহ মাফ করুন। পরশের বিদায় ক্ষনে দুজনেই খুব কাঁদলো কান্নার পানি যেন দুজনের গাল বেঁয়ে পড়ে মনকে প্রশান্ত করে দিয়ে গেলো। ভাবি বললো পরশ তোকে ছাড়া আমার খুবই কষ্ট হবে রে তুই পড়াস আর না পড়াস মাঝে মাঝে আসিস পরশ মাথা নেড়ে সায় দেয়। এরপর এই একটি হাদীস বলে যায় পরশঃ

হাদীসে আছে, রাসূল (সা) বলেছেন, হাশরের ময়দানে কোন আদম সন্তানই ৫ টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদমও নড়তে পারবে না-

১. তার জীবনকাল কোন কাজে অতিবাহিত করেছে?

২. যৌবনের শক্তি-সামর্থ কোন কাজে লাগিয়েছে?

৩. কোন উপায়ে ধন-সম্পদ উপার্জন করেছে?

৪. কোথায় সেই ধন-সম্পদ ব্যায় করেছে?

৫. অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকুআমল করেছে?

.................( আল হাদীস ).................

এরপর ভাবির ঘরে থেকে সেদিনের মত বিদায় নেয়! সেদিনের পর থেকে পরশ রোকেয়ার ভাবির ঘরে আর আসেনা। এতে রোকেয়ার মনে অনেক কষ্ট লাগে কিন্তু রোকেয়া ভাবিও পরশদের ঘরে যায়না পরশের পড়ার ক্ষতি হবে ভেবে। পরশ ও প্রায় মাস খানেক ধরে পরীক্ষা দিয়ে পনেরো দিনের ছুটিতে আজই বাসায় আসে। এসেই মনে পড়ে রোকেয়া ভাবির কথা আর তখনই ছুটে যায় রোকেয়া ভাবির ঘরে। রোকেয়া ভাবি তো পরশকে পেয়ে যেন ঈদের চাঁদকে হাতে পাওয়ার আনন্দে বিভোর। দু'জনে অনেক দিন পর একসাথে হয়ে মনের আনন্দে অনেক কথাই বললো। ভাবির কোরআন তেলোয়াত শুনলো। রোকেয়া ভাবি যে নিজের বোনদের থেকেও পরশকে বেশী ভালোবাসে আর বলে পরশ পরশ রে তুই এতদিন আসিসনি বলে আমার মনেও যেন কেমন মেঘ ধরে ছিলো আজকে যেন সেই মেঘ সরে গিয়ে আমার মনে সূর্যের রশ্নি ছড়াচ্ছে।

চলছে............চলবে।

বিষয়: সাহিত্য

১১৬৬ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313483
০৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
আশাবাদী যুবক লিখেছেন : মাশাআল্লা সিরিজটা ভালো লাগছে ৷
০৭ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫৩
254490
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার মন্তব্য আমার সামনে চলার উৎসাহ! তাকে অন্তরে ধারণ করলাম!
313485
০৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১৬
প্রবাসী মজুমদার লিখেছেন : গতিময় ও সুন্দর লিখার জন্য ধন্যবাদ। অনেকদিন ব্লগে আসা হয়না বলে অনেক কিছু থেকেই বঞ্চিত হলাম। খুব ভাল লাগল। পরামর্শ হল, পড়তে গিয়ে পাঠকদে থমকে দাড়ানোর মত কিছু বাক্য আছে। এগুলো পরিশুদ্ধ হরে লিখার মানটার সাথে সংযোজিত হবে নুতন কিছু। ধন্যবাদ। সময় ফেলে আসব। জ্ঞানের ভান্ডার থেকে নেয়া সবগুলো্ কথাই মুক্তাসম।
০৭ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫৯
254491
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওরাহমাতুল্লাহিও বারাকাতুহু শ্রদ্ধেয় প্রবাসী মজুমদার ভাইয়া! আপনার অনুপ্রেরনা মূলক ও মূল্যবান মন্তব্য পড়ে মনে উৎসাহ পাচ্ছি বটে! কিন্তু থমকানো বাক্য গুলোর বিষয়টা যদি বুঝিয়ে বলতেন তবে উপকৃত হতাম অত্যধিক! সময় পেলে বিষয়টা বুঝিয়ে দিবেন আশা করি! আপনাদের তূলনায় আমি যেন সাগর আর পুকুরের উদাহরণের মত! আল্লাহ যাযা দিন আপনাদেরকে সুন্দর পরামর্শ ও উৎসাহ দিয়ে সাথে থাকার জন্য!
০৯ এপ্রিল ২০১৫ সকাল ১১:৪১
254797
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রথম লাইনটা অনেক বড়। ভাবের দিক থেকে এটিতে কয়েকটি বাক্য এক হয়ে আছে। পড়তে গিয়ে কিছুটা অমিল মনে হয়। এটি হতে পারে দু'তিনটা লাইন। গত দু সপ্তাহে শুধু আপনার লিখায় একটা মন্তব্য করে বিদায় নিলাম। ধন্যবাদ।

০৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫৪
254945
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সুন্দর পরামর্শ ও মন্তব্য দিয়ে সাথে থাকার জন্য আপনার শুকরিয়া ভাইয়া!
313493
০৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি ৭ নাম্বার পর্ব থেকে পড়ে আসছি ,,অনেক বলেও লাগতেছে চালিয়ে যান
০৭ এপ্রিল ২০১৫ রাত ০৯:০০
254492
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওরাহমাতুল্লাহিও বারাকাতুহু শ্রদ্ধেয় প্রবাসী আব্দুল্লাহ শাহীন ভাইয়া! আল্লাহ উত্তম যাযা দিন আপনাদেরকে সুন্দর পরামর্শ ও উৎসাহ দিয়ে সাথে থাকার জন্য!
313529
০৭ এপ্রিল ২০১৫ রাত ১০:১৯
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপু, বরাবরের মত চমৎকার হচ্ছে, লিখতে থাকুন সাথেই আছি, জাযাকিল্লাহ খাইর।
০৮ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:১৫
254609
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়ালাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া! উৎসাহ মূলক মন্তব্য দিয়ে সাথে থাকার জন্য আপনাকে যাযাকুমুল্লাহ!
313536
০৭ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া আপুজ্বি। জ্ঞানের ভাণ্ডার থেকে বাছাই করা কথাগুলো পড়ে অনেক কিছুই শিক্ষণীয় বিষয় জানা হল।
ধারাবাহিকভাবে লিখা বিষয়গুলো খুবই চমৎকার একটি উদ্যোগ আলহামদুলিল্লাহ্‌।
০৮ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:১৬
254610
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়ালাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া বড়আপা! উৎসাহ মূলক মন্তব্য দিয়ে সাথে থাকার জন্য আপনাকে যাযাকুমুল্লাহ!
313553
০৭ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৫
আফরা লিখেছেন : শিক্ষণীয় গল্পের জন্য অনেক ধন্যবাদ আপু ।
০৮ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:১৭
254611
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : উৎসাহ মূলক মন্তব্য দিয়ে সাথে থাকার জন্য ছোট্ট বোনটিকে যাযাকুমুল্লাহ!
313584
০৮ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, ধারাবাহিক লেখাটি ভালো লাগলো। এগিয়ে যান।
০৮ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:১৭
254612
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : উৎসাহ মূলক মন্তব্য দিয়ে সাথে থাকার জন্য আপনাদের দুজনকে যাযাকুমুল্লাহ!
313624
০৮ এপ্রিল ২০১৫ সকাল ১০:১২
সুমন আখন্দ লিখেছেন : লেখাটি ভালো লাগল, অনেক ধন্যবাদ
০৮ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:১৭
254613
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : উৎসাহ মূলক মন্তব্য দিয়ে সাথে থাকার জন্য আপনাকে যাযাকুমুল্লাহ!
313687
০৮ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাহবুবা আপু!

চমৎকার হাদীসের মাধ্যমে শিক্ষনীয় গল্প পড়তে ভালো লাগছে!

জাযাকিল্লাহ খাইর। Good Luck
০৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৩৩
254631
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়ালাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া বড়আপা! উৎসাহ মূলক মন্তব্য দিয়ে সাথে থাকার জন্য আপনাকে যাযাকুমুল্লাহ!
১০
314494
১২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
সাদামেঘ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
256632
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে!!!!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File