Rose Rose ভাবেনা কেউ! Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৭ মার্চ, ২০১৫, ০৪:৪৭:১১ বিকাল

আসমানটা যে ছাউনি মোদের

জমিন বিছানার মত!

আমরা তাতে বসবাস করছি

সদাই অবিরত!

ভাবনা মোদের নেই'কো মনে

এভাবে থাকবো কতকাল?

এভাবে আর জড়াবো কত

মায়া মমতার জাল?

পৃথিবী হলো সাগর পাড়ের

বালুকা রাশির ঘর!

হঠাৎ ঝড়েই ধ্বংস হবে সব

সবি হবে পর!

বর্তমান নিয়ে ভাবে সবাই

আখের নিয়ে ভাবেনা!

পৃথিবী হলো ক্ষনিকের বাড়ি

কবর আসল ঠিকানা!

পৃথিবীতে সাদাসিদা থেকে

আখেরের সামান যোগাড় করি!

আল্লাহ ও তার রাসূল (সঃ) কে রাজী করে

জান্নাত ধার্য করি!

৫ ই মে ২০০৫

বিষয়: বিবিধ

৯৪৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309496
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫০
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : কবিতাটি ৫ ই মে ২০০৫ লেখা নাকি ?
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫৪
250459
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : হাঁ ভাইয়া ৫ ই মে ২০০৫ ই লেখা! অনেকদিন পর সেই আগের লেখা খাতাগুলো বের করেছি এমনিতেই পড়ে ছিলো মূল্যহীন হয়ে ভাবলাম ব্লগে প্রকাশ করি! তাই পোস্ট করলাম! লেখাগুলোকে মূল্যায়ন করলাম!
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য রেখে যাবার জন্য
309497
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : অল্পকথায়, সাজানো-গোছানো সুন্দর অর্থবোধক জীবনবোধ।
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫৬
250460
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মহান আল্লাহ আমাদের সকলকে সেই অনুভুতি দান করুন যে অনুভুতিতে আল্লাহ ও তার প্রিয় নবী (সঃ) এর রেজামন্দি আছে!
খুব মূল্যবান মন্তব্য করলেন ভালোলাগলো!
আপনার দোয়ার সাথে আমিন!
309505
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৫:০৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : অসম্ভব ভালো লাগার মত একটা কবিতা। জাজাকাল্লাহ Rose Rose Rose
১৮ মার্চ ২০১৫ সকাল ০৯:৪২
250570
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মহান আল্লাহ আমাদের সকলকে সেই অনুভুতি দান করুন যে অনুভুতিতে আল্লাহ ও তার প্রিয় নবী (সঃ) এর রেজামন্দি আছে!
খুব মূল্যবান মন্তব্য করলেন ভালোলাগলো!
আপনার দোয়ার সাথে আমিন!
309506
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৫:০৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : 'জীবনে জ্যাঠামি, সাহিত্যে ন্যাকামি' প্রমথ চৌধুরীর নিকট ছিল অসহ্য। তিনি যথার্থই বলেছেন। পান্ডিত্য জাহির করার চাইতে লেখক যা বুঝেন, ভাবেন অন্যকেও সহজ ভাষায় তা বুঝাতে পারাটাই লেখকের মূল কাজ হওয়া উচিত।

আপনার কবিতায় শব্দ চয়নে কঠিন শব্দের মারপ্যাচ নেই, অতি সাদামাতা শব্দের ব্যবহার, যা আমরা নিত্যদিন উঠতে বসতে ব্যবহার করি, অথচ আপনার প্রতিটি লাইন হৃদয় ছুয়ে যায়।

আরো ভাললাগার ব্যবহার হচ্ছে, এ শুধু কবিতা নয়, একটা নির্দিষ্ট বার্তাও। যা সৃষ্টিকর্তার সৃষ্টি সম্পর্কে পাঠক কে নতুন করে ভাবতে শেখায়।

২০০৫ সালে লিখেছেন! আর প্রকাশ করলেন আজকে! খুব জানতে ইচ্ছে করে আপনার সম্পর্কে। না, থাক, কৌতূহল নাইবা নিবৃত্ত করলাম।
১৮ মার্চ ২০১৫ সকাল ০৯:৪৫
250571
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : শ্রদ্ধেয় ভাইয়া আস-সালামু আলাইকুম!
মনের ভাব প্রকাশ করার নাম ভাষা হলে
মনের আকাংখা প্রকাশ করার নাম কি আমার জানা নেই! তবে মনের সরল চিন্তাই আমি লেখাতে প্রকাশ করেছি! মহান আল্লাহ আমাদের সরল মনা ভাবকে কবুল করুন! সাথে তার মহান জান্নাতের মালিকিনিও করুন!
আমিন ছুম্মা আমিন!
309510
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৫:২৯
আবু জান্নাত লিখেছেন : পৃথিবীতে সাদাসিদা থেকে
আখেরের সামান যোগাড় করি!
আল্লাহ ও তার রাসূল (সঃ) কে
রাজী করে জান্নাত ধার্য করি

বাহ! দারুন লিখেছেনগো আপুমনি, একদম মনের কথা। অনেক অনেক ধন্যবাদ।
১৮ মার্চ ২০১৫ সকাল ০৯:৪৬
250572
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : শ্রদ্ধেয় ভাইয়া আস-সালামু আলাইকুম!
মহান আল্লাহ আমাদের সকলকে সেই অনুভুতি দান করুন যে অনুভুতিতে আল্লাহ ও তার প্রিয় নবী (সঃ) এর রেজামন্দি আছে!
খুব মূল্যবান মন্তব্য করলেন ভালোলাগলো!
আপনার দোয়ার সাথে আমিন ছুম্মা আমিন!
309515
১৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:০৮
বাকপ্রবাস লিখেছেন : বুঝি সবই বুঝি
আবার যখন মোহে পড়ি
অন্য পথ খুঁজি
১৮ মার্চ ২০১৫ সকাল ০৯:৪৮
250573
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : শ্রদ্ধেয় ভাইয়া আস-সালামু আলাইকুম!
ঠিকই বলেছেন ভাইয়া! তবে যত ভুল করি! যতই ভুল পথে পা বাড়াই!
পরিশেষে মহান আল্লাহর কাছে আসি ফিরি!
তার কাছেই পরম আশ্রয় চাই!
আল্লাহর সাহায্যই বেশী চাই!
আমিন ছুম্ম আমিন!
309537
১৭ মার্চ ২০১৫ রাত ০৯:২৪
আফরা লিখেছেন : বর্তমান নিয়ে ভাবে সবাই

আখের নিয়ে ভাবেনা!

পৃথিবী হলো ক্ষনিকের বাড়ি

কবর আসল ঠিকানা ।

জী আপু আমরা সবাই বর্তমান নিয়েই ব্যাস্ত ।
১৮ মার্চ ২০১৫ সকাল ০৯:৫০
250574
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : শ্রদ্ধেয় ছোট্ট আপুনি আস-সালামু আলাইকুম!
তবে আমাদের উচিৎ সবকিছু পরেও আখেরাত নিয়ে ভাববার! কিছুটা সময় আল্লাহর পথে ব্যয় করার! আল্লাহ তৌফিক দিন!
আমিন ছুম্মা আমিন!
309546
১৭ মার্চ ২০১৫ রাত ১০:৩৬
আবু জারীর লিখেছেন : ঈমান তাজা করার প্রেরণা আছে আপনার কবিতায়।
ধন্যবাদ।
১৮ মার্চ ২০১৫ সকাল ০৯:৫২
250575
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : শ্রদ্ধেয় ভাইয়া আস-সালামু আলাইকুম!

উৎসাহ মূলক মন্তব্য রেখে যাবার জন্য আপনার শুকরিয়া!
314513
১২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২১
সাদামেঘ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া আপুজ্বি। চমৎকার লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File