Rose Rose নবী (সঃ) আর্দশ Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৬ মার্চ, ২০১৫, ০৪:৩১:৫৮ বিকাল

কোরআন হাদীস আর সাহাবাগণের মাধ্যমে

জেনেছি নবী (সঃ) এর জীবনীতিহাস!

এই দু'য়ের আমলেই মানবের মুক্তি

এছাড়া নাই কোন অবকাশ!

এই দু'ইকে আঁকরে ধরে

চলে গেছেন যারা!

দো-জাহানে নিরাপদে

আছেন শুধুই তারা!

এদু'য়ের অনুসরনে

মুক্তি সবার তাই!

নবী (সঃ) আর্দশেতে

এই শিক্ষাই পাই!

যুগে যুগে নবী (সঃ) এর আদর্শ

মেনে চলেছেন যারা!

দো-জাহানে বিজয়ী আর

চিরকামিয়াবী তারা!

২১ শে মে ২০১১

বিষয়: সাহিত্য

১০১৯ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309305
১৬ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই দু'ইকে আঁকরে ধরে

চলে গেছেন যারা!

দো-জাহানে নিরাপদে

আছেন শুধুই তারা!

চলে যাবার পর এই দুনিয়ায় কেমন করে নিরাপদ থাকে যদিও দুনিয়া ত্যাগ করেই থাকে?

অনুশরনে এই বানানে ভুল করেছেন, যদি আমি ভুল না দেখে থাকি।

কেমন আছেন? খুব সুন্দর কবিতা লিখতে পারেন, আমার হিংসে হয়। আমি একদম কবিতা লিখতে পারি না তেমন বুঝিও না।
১৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:০৭
250257
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : গাজী সালাউদ্দিন ভাইয়া আপনাকে সালাম জানাচ্ছি! আর লেখার মাঝে ভুল ও সংশোধন করে দিয়েছি!

এই দু'ইকে আঁকরে ধরে
চলে গেছেন যারা!
দো-জাহানে নিরাপদে
আছেন শুধুই তারা!

এটার অর্থ হলো যারা কোরআন ও হাদীসকে আঁকড়ে ধরে চলে গেছেন তারাও নিরাপদে আছেন আর যারা বর্তমানে বেঁচে আছেন তারাও নিরাপদে আছেন আল্লাহর ইচ্ছায়!

আপনাকে শ্রদ্ধা করি ভাইয়া! যে কোন ভুল হলে ধরিয়ে দেবেন ছোট বোন মনে করে! আর কোন পরামর্শ থাকলেও দেবেন আশা করি! আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি ভাইয়া!
১৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:২৪
250262
গাজী সালাউদ্দিন লিখেছেন : না না না না না, আমি এত্তোটুকুন একটা ছেলে, বড়ভাই সাজা আমার মানায় না। আমি বরং ছোট ভাই হয়ে থাকব।

জেনে অত্যন্ত খুশি হলাম আমি আপনার সম্মানীয় মানুষ! আমি দারুণ উচ্ছ্বসিত এবং এই পাওয়া আমার কাছে অপ্রত্যাশিতও বটে।

খুব সুন্দর করে বুঝালেন, আপনার বুঝানোতে আমি সন্তুষ্ট।

আপনার প্রোফাইলে কোন ছবি নেই, নাম মেয়েদের কিন্তু প্রোফাইলের প্রতিমূর্তিটা ছেলেদের মত দেখায়। আপনি প্রোফাইলে একটা ছবি এড করে দিবেন, সেটা হতে পারে কোন ফুল ফল অথবা অনকিছুর, অর্থাৎ আপনার পছন্দমত কিছু।

পরামর্শ দিলাম, কিন্তু পরামর্শ মাফিক কাজ করতে হবে এটা জরুরী নয়। চাইলে করতে পারেন না করলেও অসুবিধা নেই।

১৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:২১
250456
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : শ্রদ্ধেয় ভাইয়া আমি কোন ছদ্য নাম নিয়ে লিখছি না। আমার নাম মেয়েদের আমি একজন মেয়ে! আর মেয়ে বলে ছবি দেইনি প্রোফাইলে! তবে এখন আপনার পরামর্শে পুলকিত হলাম! চেষ্টা করে দেখবো কোন ছবি দিতে পারি কিনা! কল্যাণ কামনা ভাইয়ার জন্য
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩০
250457
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমাকে সব্বাই ভুল বুঝে কষ্ট পায়!!!!!!!

আপনি মেয়ে না কি ছেলে এই নিয়ে বিন্দুমাত্র সন্দেহ করি নি! তবুও..

আমি জেনেছি, বিশ্বাস করেছি, অবশ্য অবিশ্বাস থাকলেইতো বিশ্বাসের কথা আসবে! না আমি আপনাকে বিশ্বাস অবিশ্বাস কোনতাই করি নি, শুধুই একজন মেয়ে, অতঃপর বড়প বোন বলেই জেনেছি।
১৮ মার্চ ২০১৫ সকাল ০৯:৩৮
250568
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনি জানতে চেয়েছেন তাই বলেছি এতে আমি কষ্ট পাইনি! জানার আগ্রহ কখনো কখনো লেখার প্রেরনা হতে পারে এটা ভেবে মনকে ভালো রাখুন। ভালো থাকুন।
309308
১৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:০৪
সজল আহমেদ লিখেছেন : ++++১০০০০০০০টি প্লাস কবিতায় !ছন্দে মুগ্ধ হয়েছি ,রাসুলের গুণগানে মুগ্ধ হয়েছি !
১৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:০৮
250258
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : শুকরান আপনার মন্তব্যের জন্য!
১৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:২৬
250264
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাব্বব্ববাহ! এত্তোগুলা ফ্লাস! নকল করে তাই না? এইসব করেন বুঝি?
১৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:২৬
250265
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাব্বব্ববাহ! এত্তোগুলা প্লাস! নকল করে তাই না? এইসব করেন বুঝি?
309322
১৬ মার্চ ২০১৫ রাত ০৮:০২
আবু জান্নাত লিখেছেন : মাশা-আল্লাহ অনেক সুন্দর কবিতা। জাযাকিল্লাহ খাইর।
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:১৪
250448
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : উৎসাহ মূলক মন্তব্য রেখে যাবার জন্য আপনাকে যাযাকুমুল্লাহ খাইরান!
309335
১৬ মার্চ ২০১৫ রাত ০৯:০০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:১৫
250449
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : উৎসাহ মূলক মন্তব্য রেখে যাবার জন্য আপনাকে যাযাকুমুল্লাহ খাইরান!
309347
১৬ মার্চ ২০১৫ রাত ১০:০২
আবু জারীর লিখেছেন : আল্লাহ আমাদের উভয় জাহানে কামিয়াব করুন।
ধন্যবাদ।
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:১৫
250451
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : উৎসাহ মূলক মন্তব্য রেখে যাবার জন্য আপনাকে যাযাকুমুল্লাহ খাইরান!
আপনার দোয়ার সাথে আমিন ছুম্মা আমিন!
309358
১৬ মার্চ ২০১৫ রাত ১০:৫৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:১৬
250453
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : উৎসাহ মূলক মন্তব্য রেখে যাবার জন্য আপনাকে যাযাকুমুল্লাহ খাইরান!
309387
১৭ মার্চ ২০১৫ রাত ১২:২৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভালোই ধন্যবাদ।
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:১৫
250452
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : উৎসাহ মূলক মন্তব্য রেখে যাবার জন্য আপনাকে যাযাকুমুল্লাহ খাইরান!
আপনার দোয়ার সাথে আমিন ছুম্মা আমিন!
309410
১৭ মার্চ ২০১৫ রাত ০৩:১১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! মাশা আল্লাহ! অনেক সুন্দর কবিতা! আল্লাহ আমাদের দু জাহানে কামিয়াবী দান করুন! আমিন!

জাযাকিল্লাহু খাইর! Good Luck
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:১৭
250454
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়ালাইকুম আস-সালাম শ্রদ্ধেয়া প্রিয় আপুনি!
উৎসাহ মূলক মন্তব্য রেখে যাবার জন্য আপনাকে যাযাকুমুল্লাহ খাইরান!
আপনার দোয়ার সাথে আমিন ছুম্মা আমিন!
309594
১৮ মার্চ ২০১৫ রাত ০৩:৫৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : অনেক সুন্দর কবিতা।
মহান রবের কাছে এই দোয়াটি করি, আমাদেরকে দুনিয়া আখেরাতে কামিয়াব করুন।আমিন
১৮ মার্চ ২০১৫ সকাল ০৯:৪০
250569
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম শ্রদ্ধেয় ভাইয়া!
উৎসাহ মূলক মন্তব্য রেখে যাবার জন্য আপনাকে যাযাকুমুল্লাহ খাইরান!
আপনার দোয়ার সাথে আমিন ছুম্মা আমিন!
১০
312879
০৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
০৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
253882
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : উৎসাহ মূলক মন্তব্য রেখে যাবার জন্য আপনাকে যাযাকুমুল্লাহ খাইরান!
১১
314514
১২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২১
সাদামেঘ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া আপুজ্বি। চমৎকার লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File