জান্নাতের হুর!

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:৪৫:০৪ সন্ধ্যা

পৃথিবীর শেষ মানেই হলো আখেরের শুরু। এখানের ভালো আসলে ভালো না। আখেরের ভালোই আসল ভালো। পৃথিবীতে আমরা সকল ভালোই আশা করি কিন্তু মহান স্রষ্টাই ভালো জানেন আমাদের পৃথিবীর জন্য কোনটা ভালো আর আখেরাতের জন্য কোনটা ভালো। তিনি যেটা যেখানে ভালো বা কল্যাণ মনে করেন সেটাই সেখানে দান করেন। আমরা অবুঝ তাই সব সময় ধৈর্য রাখতে পারিনা। মহান মালিকের পক্ষ থেকে একটি জান্নাতের হুর আমাকে দিয়েছিলেন, এক পলক দেখিয়েছেন, আবার তিনি জান্নাতের বাগানে নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এখন শুধুই শান্তনা অন্তরে আমার শরীরের অংশ আমার ওয়ারিস (জান্নাতুল বাকীতে) বাকী কবরস্থানে আছে।

পৃথিবীর জীবনে তো আমি আখেরাতের জন্য তেমন কিছুই জমা করিনি তাই মহান আল্লাহ জান্নাতের পথকে সুগম করেছেন আমাদের জন্য। মনের মাঝে পূর্ণতা আছে এটাই যে, আমাদের দুটি আত্মার জন্য অপেক্ষমান একটি জান্নাতের হুর। দু'জোড়া চোখও তেমনই তৃষ্ণার্ত হয়ে অপেক্ষমান সেই জান্নাতের হুরকে কোলে নিতে। বুকের বাহুডোরে আগলিয়ে রাখতে। মনের সকল যাতনা ভুলে যেতে..............একটি মানব মাসুম শিশুকে বুকে জড়িয়ে সকল যন্ত্রনা ভুলতে অপেক্ষমান দু'যুগলদ্বয়। সন্তান হারানোর শূন্যতা পৃথিবীর কোন কিছু দিয়েই পূর্ণ হয়না, হবার নয়। মা-বাবার কষ্ট কি তা বুঝানো যাবেনা। যে সন্তানটিকে মৃত্যুর আগে ছোঁয়া যায়নি....... যে সন্তানটিকে মন ভরে দেখা হয়নি...........সে সন্তানটিকে হারানোর যাতনা কেউই বুঝবেনা।

মৃত্যুর পর সন্তানকে শেষবারের মত কোলে নিয়ে আদর করে দিয়েছি। কপালে ও গালে কয়েকটি চুমো খেয়েছি তখন মনে হয়েছিলো এভাবেই যদি বাকি জীবন থাকতে পারতাম কত ভালো হতো। কিন্তু পৃথিবীর নীতি তো মানতেই হবে। আপন সন্তানটিকেও এই নিয়মের কাছে হার মেনে রেখে আসতে হলো কবরস্থানে। তখন দোয়া পড়লাম ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজীউন। হে আমাদের জান্নাতের হুর......হে মায়ের সাধনার ফসল......হে প্রিয় সন্তান তুমি অপেক্ষাতে থাকো আমরাও আসছি সময়ের ব্যবধানে দেখা হবে তোমার সনে জান্নাতুল ফিরদাউসের উদ্যানে। এক দুঃখীনি মায়ের সন্তানকে বলা শেষ কথা হে প্রিয়তম সন্তান দেখা হবে ইনশা-আল্লাহ তোমার সনে জান্নাতের সিঁড়িতে বা জান্নাতের উদ্যানে......................।

বিষয়: সাহিত্য

১৬১৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303549
০৮ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
সাদামেঘ লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজীউন!

মহান আল্লাহ সবর করার তৌফিক দিন।
আমিন।
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:১২
245668
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার দোয়ার সাথে আমিন।
303567
০৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো মর্মস্পর্শি লিখাটি।
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:১৩
245669
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মৃত্যুর মত কঠিন বাস্তবতা আর কিছু নেই।
303593
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:১১
আফরা লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজীউন!
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:১৩
245670
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : যাযাকুমুল্লাহ খাইরান।
303606
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৪৯
কাহাফ লিখেছেন :
আমরা সবাই একদিন ফিরে যাব আসলী ঠিকানায়! কেউ আগে আর কেউ বা একটু বিলম্বে!
আল্লাহ আমাদের কে 'ছবরে জামিল' আয়ত্বে নেয়ার তৌফিক দিন!!
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:১৪
245671
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আমিন আপনার দোয়ার সাথে।
303720
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৩৩
আবু জান্নাত লিখেছেন : انا لله و انا اليه راجعون আল্লাহ তায়ালা জান্নাতর আপনাদের মিলন করে দিক। দুনিয়াতে সবরে জামীল দান করুক।
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৩৮
245696
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আমিন আপনার দোয়ার সাথে।
314529
১২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
সাদামেঘ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া আপুজ্বি। চমৎকার লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File