কেন হয়?

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৭ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:১১:৩০ রাত

মূর্তি তো ছোট্ট মাছির চাইতেও অধম

সামান্য জড় বস্তু।

মাছি যা করতে পারে মূর্তি তা পারে না।

কারন! মূর্তি তো অক্ষম জড়বস্তু।

আর! মানুষের সাথে তো মূর্তির আরও বেশী অগাধ পার্থক্য

মানুষ যা পারে, মূর্তি তা কখনোই করতে পারে না।

এমন কি সবচেয়ে বড় নেয়ামত

মহান আল্লাহ তা’য়ালাকে সিজদাহ!

তাও করতে পারে না।

আফছুছ! তবুও আখেরাতে মানুষের হিসাব হবে

কোন মাটির মূর্তির নয়।

তবে কেন মানুষ

আল্লাহ ব্যতীত মূর্তি পুঁজারী হয়?

২৭শে এপ্রিল ২০০৭

বিষয়: সাহিত্য

৯২০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303414
০৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কবর ব্যবসা করিয়াও তুমি করিছ বড়াই, নাহি কি লাজ!
নিশ্চয় তুমি মুর্তি পেলেও তাহারি দোকান ফাঁদিবে আজ।
303424
০৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:১১
সাদামেঘ লিখেছেন : মানুষ মনের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে আল্লাহর সাথে শরীক স্থাপন করে।
হে আল্লাহ মু'মিন বানিয়ে ডাক দিও........।
303425
০৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:১৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
303438
০৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:২২
আফরা লিখেছেন : খুব সুন্দর হয়েছে আপু ।
303452
০৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:৪৭
ভোলার পোলা লিখেছেন : মালুদের জিজ্ঞেস করেন
303500
০৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:০১
লজিকাল ভাইছা লিখেছেন : আপু সবই বুঝলাম, ভাল ও লাগল but ২৭শে এপ্রিল ২০০৭ এটা বুঝি নাই। একটু খুলে বলেন please !
303517
০৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৪০
হতভাগা লিখেছেন : যেখানে আল্লাহই পুরুষদের অনুমতি দিয়ে দিয়েছেন যে সামর্থ্য থাকলে ৪ টা পর্যন্ত বিয়ে করতে , সেখানে মনুষ্য আইন বানানো হয়েছে স্ত্রীর অনুমতির বিধান রেখে ?

অথবা , যেখানে আল্লাহই বলে দিয়েছেন যে একটা নির্দিষ্ট সীমা পার হলে স্ত্রীকে প্রহার করতে , সেখানে মনুষ্য আইন বানানো হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন করে ।

উভয় মনুষ্য আইনেরই বেনিফিশিয়ারী হল নারীরা ।

আল্লাহর বিধান কি যথেষ্ট মনে হয় নি তাদের কাছে ?

এটা কি আল্লাহর সাথে শরীক করা হয় ?

এটা কেন হয় ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File