"বিজয়ের মাসে সেঞ্চুরী পোস্ট ও কিছু কথা"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৭ ডিসেম্বর, ২০১৪, ০৪:০৯:৪০ রাত
ব্লগার ভাই বোন আপনাদের সকলকে "আস-সালামু আলাইকুম"
এই ব্লগে আমি আছি এক বছর এগারো মাস পনেরোদিন। আজকের এই লেখা সহ আমার লেখা একশতম লেখা হবে। (মানে সেঞ্চুরী পোস্ট) যাদের ত্যাগের কারনে স্বাধীনতার বার্তা এসেছিল তাদের সকলের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন তাদেরকে সম্মানের উচ্চসনে আসীন করেন। আর বাঙালি সকল ভাই বোনসহ সবাইকে বিজয়ের আনন্দেই রাখুন সবসময়। এই বিজয় বাংলার জমিনে আসুক বারংবার। আজ বিজয় দিবস পালিত হয়েছে বাংলাদেশে লেখাটা আগে পোস্ট করার ইচ্ছা থাকলেও পারিনি আমার পরিবারের সবাই আমাকে নিয়ে হাসপাতালে সারাদিন আর আমার ডান হাতে চলছিলো সেলাইন। তাই পারিনি লেখাটা দিনে পোস্ট করতে। এখন যদিও ষোলোই ডিসেম্বর শেষ হয়ে সতেরো চলছে তারপরও লেখেটা পোস্ট করেই ঘুমাবো ভাবছি।
হাঁটি হাঁটি পা পা করে চলতে শেখা। অ, আ, দা, না বলে বলতে শেখা। হাঁটি হাঁটি পা পা করে চলতে শিখেছি মায়ের কাছে। আবোল তাবোল বলে বলে বলতে শিখেছি মায়ের কাছে। মায়ের কাছে শেখা শিক্ষা নিয়ে টুডে ব্লগের চলার সাথে সাথে চলছি আমি ও আমরা সকল ব্লগার ভাই ও বোনেরা। প্রশংসার সকলই আল্লাহর। সাথে আমার মায়ের যিনি আমাকে কলম ধরা থেকে শুরু করে বিদ্যার প্রথম ধাপ এগিয়ে এনেছেন। আমার সেই প্রিয়তম মাকে শ্রদ্ধা ভরে স্বরণ করছি এবং আমার মায়ের সর্বাধিক কল্যান কামনা করছি আরো প্রার্থনা করছি মহান আল্লাহর কাছে তিনি যেন আমার মাকে উভয় জাহানে সম্মানিত করেন। এবং সম্মানিত স্থান দান করেন। পৃথিবীর জীবনে পূর্ণ সুস্থতা ও ঈমানের সাথে রাখারও প্রার্থনা করছি মহান আল্লাহর কাছে। আপনারাও সকলে আমার মায়ের সুস্বাস্থের জন্য দোয়া করবেন এবং সকলের মায়ের জন্যেও কল্যানের দোয়া থাকলো আল্লাহ যেন সবার মাকে উভয় জাহানে সম্মানিত করেন। পৃথিবীতে সবার ঋন একটু একটু করে শোধ করতে পারলেও মায়ের ঋন কখনোই শোধ করা যায়না। মাকে আল্লাহ এমনই অবস্থানে রেখেছেন সেই স্থানে কেউই পৌছতে পারেনা। তাই সবার উচিৎ সকল কিছুর আগে মায়ের সম্মান দেয়া, মাকে খুশি রাখা। কারন মায়ের ব্যপারে হাদীসেও এসেছে জান্নাত মায়েদের পায়ের নিচে এখন মাকে খুশি না করলে কিন্তু জান্নাত তো হারাতে হবেই সাথে জাহান্নাম ও বরাদ্দ আছে। সবাই সবার মায়ের প্রতি বিশেষ নজর রাখবেন প্লিজ। এই প্রবাসে থেকে এবং অসুস্থতার সময়ে আমার মাকে খুবই মনে পড়েছে। আপনারাও যে যেখানে আছেন সেখান থেকেই এই বিজয়ের দিনে মা ও বাবাকে স্বরণ করুন। ব্লগার সবাই বিজয়ের আনন্দে কাটাক বারোমাস। সকলের সার্বিক কল্যান কামনা করে লেখার ইতি টানছি। সবাই দোয়া করবেন আমার জন্য ও আমার পরিবারের জন্য।
বিষয়: সাহিত্য
১৬৬২ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শত অভিনন্দন আপনাকেও!
আপনার সর্বাংগিন সুস্হ্যতা ও কল্যাণ কামনা করছি!
সুন্দর আকর্ষণীয় শিক্ষণীয় উপস্হাপনায় আমাদেরকে সব সময় মুগ্ধ করে রাখবেন-এই আশা!
শত তম পোষ্টের জন্য অনেক অনেক অভিনন্দন আপনাকে।
নামঃ মাহবুবা সুলতানা লায়লা।
পোস্ট লিখেছেনঃ ১০০ টি ।
ব্লগ পঠিত হয়েছেঃ ২৭২০০ বার ।
মন্তব্য করেছেনঃ ৮৯২ টি ।
প্রতি মন্তব্য করেছেনঃ ৭৫৫ টি।
ব্লগে আছেনঃ ১ বছর ১১ মাস ২০ দিন বা মোট ৭১৯ দিন ।
স্ট্রাইক রেট বা গড়ঃ ২৭২ প্রায়।
গড় মন্তব্যঃ ৮৯২/৭১৯ = ১.২৪
গড় প্রতি মন্তব্যঃ ৭৫৫/৭১৯ = ১.০৫
প্রথম ১বছরে পোষ্ট লিখেছেন ৪০ টি, অতঃপর গত ১১মাস ২০ দিনে পোষ্ট লিখেছেন ৬০ টি।
প্রথম পোষ্ট ছিল “বিদায়ের ও আগমনের চিন্তায়’’ এই শিরোনামে, ০১ জানুয়ারি, বিকাল ২০১৩, ০৪:০৫:১৭। প্রথম পোষ্টটি পঠিত হয়েছে ২০৫ বার, মন্তব্য-প্রতি মন্তব্য ১৬ টি।
সবচেয়ে কম পঠিত পোষ্টঃ “মন ভালো নেই” পঠিত হয়েছেঃ ৯১ বার, মন্তব্য ২ টি।
সবচেয়ে বেশি পঠিত পোষ্টঃ “প্রবাসীর বউ (তিন পর্বের গল্পের ২য় পর্ব)” এখনও পর্যন্ত পঠিত হয়েছেঃ২৩৮৪ বার, মন্তব্য-প্রতি মন্তব্যঃ ৬৩ টি ।
সবচেয়ে জনপ্রিয় সিরিজ “প্রবাসীর বউ” শিরোনামে তিন পর্বের ধারাবাহিক। মোট পঠিত হয়েছেঃ৫১৬০ বার, মোট মন্তব্য-প্রতিমন্তব্য ১১৩ টি।
সবচেয়ে দীর্ঘ সিরিজ পোষ্ট “জীবনটা ক্ষনিকের তবুও মনে স্বপ্ন উঁকি মারে!” ১২ তম পর্ব চলছে, আসিতেছে পরের পর্ব।
১ম বছরের তুলনায় ২য় বছরটি অনেক বেশি সফল ছিল। পাঠক রেটিং এক কথায় চমৎকার, স্ট্রাইক রেট ঈষা করার মত। কিন্তূ মন্তব্য-প্রতিমন্তব্য, এই সেক্টরে বলার মত পারফরমেঞ্চ নেই। সবচেয়ে বিস্ময় কর হচ্ছে প্রবাসীর বউ শিরনামের গল্পের সাফল্য, “আর মন ভালো নেই” পোষ্টের কম রেটিং। সাধারণত দেখা যায়, ফেসবুকএ কোন মেয়ে যদি স্ট্যাটাস দেয় “ আজ মন ভালো নেই” , সারছে কাম ১ ঘণ্টায় কমছে কম ১০০০ লাইক, ৫০০ মন্তব্য হয়ে যাবে, ছেলে বুডো সবাই জাপিয়ে পরবে,মনেহয় যেন দুনিয়াটাকে মাথায় তুলে ফেলবে। কেন মন খারাপ, কি জন্য মন খারাপ, এর জন্য দায়ী কে ------ ১০০০ হাজার প্রশ্নে সব আউলা জাউলা হয়ে যাবে।
সর্ব শেষ মাহবুবা সুলতানা লায়লা আপুর সাফল্য কামনা করি, আল্লাহ্পাক যেন উনাকে আর বেশি বেশি শিক্ষামুলক পোষ্ট লেখার তাওফিক দেন, উনাকে নেক হায়াত দান করুন, আল্লাহ্র দীনের পথে চলার সৌভাগ্য দান করেন।আমীন।
( আর বিস্তারিত পড়তে, ঘুরে আসুন ১১নং মন্তব্যে)
ভালো থাকুন সবসময়।
আল্লাহ আপনার মা সহ সবার মাকে দুনিয়া ,আখিরাতে ভাল রাখুন ।আমীন ।
সাথে সকল মা ও বোনদের জন্য সর্বাঙ্গিন কল্যান কামনা। আর আফরা আপুনির জন্য সুন্দর ও চরিত্রবান একজন জীবন সাথীর দোয়া করি আল্লাহ যেন মিলিয়ে দেন অচিরেই।
আমিন।
আল্লাহ পৃথিবীর সকলকেই কল্যানের মধ্যে রাখুন সবসময়। আর সবচেয়ে বড় নেয়ামত সুস্থতা দান করুন সবাইকে আর রাখুন হালাল উপার্জনের মধ্যে।
অক্টোবরের শেষ দিক থেকেই মদিনাতে ঠান্ডা আবহাওয়া বইছিলো। তখনও মক্কা, জেদ্দা, রিয়াদ ও ইনবো শহরে চলছে গরম আবহাওয়া। আর বর্তমানে তো মোটামুটি শীত পড়ছেই তবে হিম শীতল শীত এখনো পড়েনি। আর মসজিদে নব্বীতে গেলে সেখানে আরো আগে থেকেই শীত পড়ছে কারন মদিনা শহরের যে কোন স্থানে গরম থাকলেও নব্বীর ভিতরে শীতলতা থাকে এটাই মদিনার গুণাবলীর মধ্যে আরেকটি। আরেক কথা হলো পাহাড় ও মরু ভূমিতে বাংলাদেশের মত কুয়াশা পড়েনা এখানে শীতল বাতাস বইতে থাকে আর বাতাসের পরশই শীত। তবে হঠাৎ হঠাৎ আবহাওয়া কিছুটা পরিবর্তন হয় গত সপ্তাহে হঠাৎই গরম লাগতে শুরু করে। এরপর যখনই সমজিদে নব্বীতে যাই কিছুক্ষন বসার পর কোত্থেকে যেন শীত এসে জড়িয়ে ধরে। তাই সমজিদে যাওয়ার সময় ব্যাগে করে শীতের কাপড় নিয়ে যাই প্রয়োজনে ব্যবহার করি।
ভালো থাকুন সব সময়।
আপনি নিজেও নিজের জন্য বেশী বেশী করে দোয়া করুন ইনশা-আল্লাহ অতি তাড়াতাড়ি মক্কা মদিনাতে আসতে পারবেন। আমি যতদুর জেনেছি আপনি তো ডাক্তার আর ডাক্তাদের জন্য তো আসাটা সহজ ব্যপারে যদি আপনার একান্তই ইচ্ছা থাকে।
নামঃ মাহবুবা সুলতানা লায়লা।
পোস্ট লিখেছেনঃ ১০০ টি ।
ব্লগ পঠিত হয়েছেঃ ২৭২০০ বার ।
মন্তব্য করেছেনঃ ৮৯২ টি ।
প্রতি মন্তব্য করেছেনঃ ৭৫৫ টি।
ব্লগে আছেনঃ ১ বছর ১১ মাস ২০ দিন বা মোট ৭১৯ দিন ।
স্ট্রাইক রেট বা গড়ঃ ২৭২ প্রায়।
গড় মন্তব্যঃ ৮৯২/৭১৯ = ১.২৪
গড় প্রতি মন্তব্যঃ ৭৫৫/৭১৯ = ১.০৫
প্রথম ১বছরে পোষ্ট লিখেছেন ৪০ টি, অতঃপর গত ১১মাস ২০ দিনে পোষ্ট লিখেছেন ৬০ টি।
প্রথম পোষ্ট ছিল “বিদায়ের ও আগমনের চিন্তায়’’ এই শিরোনামে, ০১ জানুয়ারি, বিকাল ২০১৩, ০৪:০৫:১৭। প্রথম পোষ্টটি পঠিত হয়েছে ২০৫ বার, মন্তব্য-প্রতি মন্তব্য ১৬ টি।
সবচেয়ে কম পঠিত পোষ্টঃ “মন ভালো নেই” পঠিত হয়েছেঃ ৯১ বার, মন্তব্য ২ টি।
সবচেয়ে বেশি পঠিত পোষ্টঃ “প্রবাসীর বউ (তিন পর্বের গল্পের ২য় পর্ব)” এখনও পর্যন্ত পঠিত হয়েছেঃ২৩৮৪ বার, মন্তব্য-প্রতি মন্তব্যঃ ৬৩ টি ।
সবচেয়ে জনপ্রিয় সিরিজ “প্রবাসীর বউ” শিরোনামে তিন পর্বের ধারাবাহিক। মোট পঠিত হয়েছেঃ৫১৬০ বার, মোট মন্তব্য-প্রতিমন্তব্য ১১৩ টি।
সবচেয়ে দীর্ঘ সিরিজ পোষ্ট “জীবনটা ক্ষনিকের তবুও মনে স্বপ্ন উঁকি মারে!” ১২ তম পর্ব চলছে, আসিতেছে পরের পর্ব।
১ম বছরের তুলনায় ২য় বছরটি অনেক বেশি সফল ছিল। পাঠক রেটিং এক কথায় চমৎকার, স্ট্রাইক রেট ঈষা করার মত। কিন্তূ মন্তব্য-প্রতিমন্তব্য, এই সেক্টরে বলার মত পারফরমেঞ্চ নেই। সবচেয়ে বিস্ময় কর হচ্ছে প্রবাসীর বউ শিরনামের গল্পের সাফল্য, “আর মন ভালো নেই” পোষ্টের কম রেটিং। সাধারণত দেখা যায়, ফেসবুকএ কোন মেয়ে যদি স্ট্যাটাস দেয় “ আজ মন ভালো নেই” , সারছে কাম ১ ঘণ্টায় কমছে কম ১০০০ লাইক, ৫০০ মন্তব্য হয়ে যাবে, ছেলে বুডো সবাই জাপিয়ে পরবে,মনেহয় যেন দুনিয়াটাকে মাথায় তুলে ফেলবে। কেন মন খারাপ, কি জন্য মন খারাপ, এর জন্য দায়ী কে ------ ১০০০ হাজার প্রশ্নে সব আউলা জাউলা হয়ে যাবে।
সর্ব শেষ মাহবুবা সুলতানা লায়লা আপুর সাফল্য কামনা করি, আল্লাহ্পাক যেন উনাকে আর বেশি বেশি শিক্ষামুলক পোষ্ট লেখার তাওফিক দেন, উনাকে নেক হায়াত দান করুন, আল্লাহ্র দীনের পথে চলার সৌভাগ্য দান করেন।আমীন।
ভালো থাকুন সবসময়।
মন্তব্য করতে লগইন করুন