Rose Rose নুসাইবা্হ এর প্রথম স্কুল Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৬ আগস্ট, ২০১৪, ০৫:০৬:২২ বিকাল

৩ রা আগষ্ট রবিবার সকালে নুসাইবাহ্ কে স্কুলে ভর্তি করিয়েছি! গতপরশু প্রথম ক্লাস করেছে! আর গতকালকে প্রথম স্কুলে তিন পৃষ্ঠা ইংরেজী, বাংলা, অংক হাতের লেখা লিখেছে! আজকে তো পুরোপুরিই ক্লাস করেছে আলহামদুলিল্লাহ! আমাদের একমাত্র সন্তান নুসাইবাহ্ এর জন্য দোয়া করবেন! সে যেন বড় হয়ে মহান আল্লাহর প্রিয় বান্দিদের একজন হয়! এবং আম্মু ও আব্বুর পক্ষ থেকে নুসাইবাহ্ এর জন্য সকল কল্যানের প্রার্থনা মহান স্রষ্টার কাছে তিনি যেন আমাদের কলিজার টুকরা নুসাইবাহ্ কে জীবনের সবটুকুন সময় তার নির্দেশিত পথেই পরিচালিত করেন ও সম্মানের সাথে রাখেন এথা ওথা! এবং পৃথিবীর সকল সন্তানের জন্যও কল্যানের প্রার্থনা!

বিষয়: সাহিত্য

১১৪৯ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251517
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০৯
কাজি সাকিব লিখেছেন : আল্লাহ নুসাইবাকে কবুল করুক!শুভ কামনা রইলো!
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২১
195639
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আমিন আপনার দোয়ার সাথে! আপনাকেও মোবারকবাদ
251524
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৮
প্রবাসী মজুমদার লিখেছেন : আমীন। আপনার নুসাইবো হোক সত্য পথের এক অপ্রতিরোধ্য সৈনিক। লিখাটা ডাবল হয়ে গেছে। ধন্যবাদ।
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২২
195640
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আমিন ছুম্মা আমিন! এডিট করে ঠিক করে দিয়েছি!
251532
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হে খোদা নুসাইবাহকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইয়া দাও!!!
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩১
195641
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভাই নুসাইবাহ্ বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক এটা আমরা চাইনা তবে আল্লাহর প্রিয় বান্দি হতে প্রার্থনা করি!
251574
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
আফরা লিখেছেন : আল্লাহ আপনার নুসাইবাহ্ এর স্কুল জীবন সুন্দর করে দিন ও সঠিকশিক্ষা গ্রহন করার তৌফিক দান করুন ।আমীন !

আপু নুসাইবাহ্ কে আমার পক্ষথেকে আদর আর ভালবাসা দিবেন ।

এগুলো নুসাইবাহ্ এর জন্য ।





০৬ আগস্ট ২০১৪ রাত ১১:৫৫
195835
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার সুন্দর ও প্রার্থনা পূর্ণ মন্তব্যের জন্য যাযাকুমুল্লাহ খাইরান ফিদ্দারইন! এবং নুসাইবাহ্ কে উপহার দেবার জন্য ও
251580
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : প্রিয় সন্তানের জন্য আপনাদের দোয়া মহান আল্লাহ্ রাব্বুল আলামীন কবুল করুন।

সন্তানের এক একটি পদক্ষেপ পিতা মাতার নিকট ইতিহাস হয়ে থাকে।
০৬ আগস্ট ২০১৪ রাত ১১:৫৮
195836
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার মন্তব্যের সাথে আমিন! ঠিকই বলেছেন ভাইজান সন্তানের সবকিছুই পিতা মাতার অন্তরে জীবন্ত ছবির মত হয়ে থাকে যখন তখনই সুন্দর অনুভূতি এনে দেয় হৃদয় মনে!
251586
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
সন্ধাতারা লিখেছেন : সোনামণি নুসাইবাহ্ এর জন্য এত্তো এত্তো দোয়া রইলো। সে সত্য পথের দিশারী হয়ে নিজকে এবং মানুষের মধ্যে আলো ছড়িয়ে দিক দেশ থেকে দেশান্তরে এই প্রার্থনা করি।
০৬ আগস্ট ২০১৪ রাত ১১:৫৮
195837
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার দোয়ার সাথে আমিন ছুম্মা আমিন!
251634
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:৩১
ইঞ্জিনিয়ার মুবিন লিখেছেন : আল্লাহ আপনার মেয়েকে উত্তম জীবন দান করুন।আমিন
০৬ আগস্ট ২০১৪ রাত ১১:৫৯
195838
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ছুম্মা আমিন!
প্রার্থনা মূলক মন্তব্যের জন্য আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি!
251653
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৯
বুড়া মিয়া লিখেছেন : দোয়া রইলো আপনার সন্তান এর জন্য ...
০৬ আগস্ট ২০১৪ রাত ১১:৫৯
195839
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আমিন আপনার দোয়ার সাথে!
251660
০৬ আগস্ট ২০১৪ রাত ০৯:০৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : নুসাইবার জীবনটা প্রকৃত সুন্দরী হোক!
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:০০
195840
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আমিন ছুম্মা আমিন!
১০
251882
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৪
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : সন্তানকে প্রথম স্কুলে নিয়ে যাওয়া, পড়াশোনা শুরু করানোর সাধনা, স্কুল শেষে বাইরে অপেক্ষা করে বসে থাকা; এসব কষ্টগুলোর মাঝে অদ্ভুত-পবিত্র এক আনন্দ লুকিয়ে থাকে।
০৯ আগস্ট ২০১৪ রাত ০৪:৪১
196555
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সহমত!
১১
251921
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৮
রাইয়ান লিখেছেন : নুসাইবার জন্য অসংখ্য শুভকামনা ..... Rose Rose Rose Rose
০৯ আগস্ট ২০১৪ রাত ০৪:৪২
196556
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার মন্তব্যের সাথে আমিন!
১২
252440
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৫:৪৫
বৃত্তের বাইরে লিখেছেন : প্রথম সব অনুভূতি স্মরণীয় হয়। আপনার এই আনন্দের অনুভূতিও স্মরণীয় হয়ে থাক। দোয়া রইল নুসাইবার জন্য Love Struck Rose Good Luck Rose
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৬:৩৪
196561
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার সুন্দর মন্তব্যের জন্য কল্যানের কামনা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File