নুসাইবা্হ এর প্রথম স্কুল
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৬ আগস্ট, ২০১৪, ০৫:০৬:২২ বিকাল
৩ রা আগষ্ট রবিবার সকালে নুসাইবাহ্ কে স্কুলে ভর্তি করিয়েছি! গতপরশু প্রথম ক্লাস করেছে! আর গতকালকে প্রথম স্কুলে তিন পৃষ্ঠা ইংরেজী, বাংলা, অংক হাতের লেখা লিখেছে! আজকে তো পুরোপুরিই ক্লাস করেছে আলহামদুলিল্লাহ! আমাদের একমাত্র সন্তান নুসাইবাহ্ এর জন্য দোয়া করবেন! সে যেন বড় হয়ে মহান আল্লাহর প্রিয় বান্দিদের একজন হয়! এবং আম্মু ও আব্বুর পক্ষ থেকে নুসাইবাহ্ এর জন্য সকল কল্যানের প্রার্থনা মহান স্রষ্টার কাছে তিনি যেন আমাদের কলিজার টুকরা নুসাইবাহ্ কে জীবনের সবটুকুন সময় তার নির্দেশিত পথেই পরিচালিত করেন ও সম্মানের সাথে রাখেন এথা ওথা! এবং পৃথিবীর সকল সন্তানের জন্যও কল্যানের প্রার্থনা!
বিষয়: সাহিত্য
১১৪৯ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপু নুসাইবাহ্ কে আমার পক্ষথেকে আদর আর ভালবাসা দিবেন ।
এগুলো নুসাইবাহ্ এর জন্য ।
সন্তানের এক একটি পদক্ষেপ পিতা মাতার নিকট ইতিহাস হয়ে থাকে।
প্রার্থনা মূলক মন্তব্যের জন্য আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি!
মন্তব্য করতে লগইন করুন