"(রমাদ্বান আলোচনাঃ) মদিনায় রমাদ্বানের শেষ দশক"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২৬ জুলাই, ২০১৪, ০৮:৫৭:৪১ সকাল
জীবনের বাঁকে বাঁকে কত শত কথা!
কখনো তা গুছিয়ে লিখলে হয় কবিতা!
কখনো গল্প হয় তা!
কখনো জীবনের পাতায় স্মৃতি হয় তা!
কখনো কষ্টানুভুতির বৃষ্টি হয়ে ঝরে তা!
কখনো মনের আনন্দ হয়ে প্রকাশিত হয় তা!
জীবনের স্মৃতি মনের আয়নার মাঝে কখনো কখনো ভেসে ওঠে!
কখনো মনের বাগানে ফুল হয়ে ফোটে!
কখনো আনন্দের দোলা দেয় মনে!
কখনো বারি ঝরায় নয়নে!
তবুও স্মৃতিকে মানুষ রাখে মনে!
স্বরন করে ভালোবাসার আলিঙ্গনে!
মদিনার শেষ দশকের অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করছি! মদিনাতে রমাদ্বানের শেষ দশকে ক্বিয়ামুল লাইল পালিত হয়! মসজিদে নব্বীতে এ'তেকাফের জন্য অনেক অনেক দেশ থেকে লোকজন আসেন এবং এ'তেকাফ করেন! সারাদিন রোজা রাখেন ও সন্ধ্যারাতে তারাবীহ পড়েন, আর রাত একটা থেকে তাহাজ্জুদে শামিল হোন সবাই! অনেকে আবার সাহরী সাথে করে নিয়ে আসেন রাতে ক্বিয়ামুল লাইল শেষ করে মসজিদে নব্বীতেই সাহরী খান ও ফজর পড়ে বাসায় গিয়ে ঘুমান! মদিনাতে সাধারনত রাতে কেউই ঘুমায় না! রাতে জেগেই থাকেন! ফজর পড়ে ঘুমান জুহুর পর্যন্ত! আর একুশ রমাদ্বান থেকে ক্বিয়ামুল লাইল আদায় করেন! মনে হয় যেন প্রতিদিনই ঈদ পালিত হচ্ছে! সবার জন্য কল্যানের প্রার্থনা মহান আল্লাহ রাহমানুর রাহীম সবার রমাদ্বানের আমলসহ জীবনের সকল আমল কবুল করুন! আমিন! আমাদের জন্যেও প্রার্থনা করবেন!
সূরাহ ক্বদরঃ-
১/ আমি এ (কোরআন) নাযিল করেছি ক্বদরের রাতে!
২/ তুমি কি জানো ক্বদরের রাক কি?
৩/ ক্বদরের রাত হাজার মাসের চাইতেও উত্তম!
৪/ ফেরেশতা ও রুহ এই রাতে তাদের রবের অনুমতিক্রমে
প্রত্যেকটি হুকুম নিয়ে নাযিল হয়!
৫/ এ রাতটি পুরোপুরি শান্তিময় ফজরের উদয় পর্যন্ত!
হে আল্লাহ আমাদের সকলকে রমাদ্বানের রহমত বরকত ও মাগফিরাতের সকল কল্যানগুলো দান করো ও আমাদের সকলের গুনাহগুলো ক্ষমা করো আমাদেরকে তোমার নেক বান্দাদের মত কবুল করো! আমিন ছুম্মা আমিন!
বিষয়: সাহিত্য
১২০৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের জন্য দোয়া করবেন।
মন্তব্য করতে লগইন করুন