‘’ম’’ বর্ণের এর গুনাগুণ’’

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৭ জানুয়ারি, ২০১৩, ০৬:১৮:৩৩ সন্ধ্যা

‘’মোহাম্মদ’’ বলতে ম এসে যায়

‘’মা’’ বলতেও তাই।

মহান’ মহৎ’ মধুর সবই

‘ম’’ এর গুণে পাই

মাতৃভূমি মাতৃভাষা

মহা জগত মাটি।

মন সাগরে মনি-মানিক

মায়ার বাঁধন খাঁটি।

মোহাম্মদ মানে মুক্ত বন

মুক্তি (শাফায়াত) দাতার নাম।

মুক্তা হীরার চাইতে দামী

মুখের কথার দাম।

মানব প্রেমীক মহা নবী

মুছলেন সবার দুখ।

দো-জাহানে পাবে তারা

মর্যাদা আর সুখ।

‘’সংগ্রহ’’

১০ ই ডিসেম্বর ২০১২

বিষয়: বিবিধ

১২৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File