"ব্যতিক্রমধর্মী বিনোদন পোস্ট ( বোনেরা উপকৃত হবেন)"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৫ জুন, ২০১৪, ০১:২৬:১৪ দুপুর
নৌকা ব্যাগঃ-
কর্মী ব্যক্তি কখনো বসে থাকতে পারেনা! কোন না কোন কাজ তাকে করতেই হবে! হোক তা ছোট বড় বা মাঝারি! কাজ তাকে করতেই হবে! একমাত্র অলস মানুষ ছাড়া বাকি সবাই কাজের মাঝেই খুজে নেন অন্য রকম বিনোদন! কাজে যদি বিনোদন উপভোগ না করতেন তবে কোন মানুষই কোন কাজ করতো না! বসে বসে খেতো সবসময়! কাজের মাঝে বিনোদন আছে এবং কাজের মূল্য আছে বলেই মানুষ কাজকে সবকিছুর আগে মূল্যায়ন করে! মানুষ একাকি থাকতে থাকতে ঝিঁমিয়ে পড়ে! ঝিঁমিয়ে পড়ে মানুষের চলার গতি! অলসতা এসে গ্রাস করে মানুষের কর্মক্ষমতাকে! গ্রাস করে চঞ্চলতাকে! ঢেকে দেয় অভালোলাগার এক কালো চাদরে! আর এজন্যমানুষের জন্য প্রয়োজন বিনোদনের আর তা হতে হবে অবশ্যই শরীয়ত মতে! আর এই বিনোদন হতে পারে ভ্রমণের মাধ্যমে বা কোন পছন্দনীয় কর্ম সম্পদনের মাধ্যমে! যেসব নারীরা বাহিরে কাজ করেন না! তারাই বেশীর ভাগ ঘরে থাকতে থাকতে অস্থীর হয়ে পড়েন! আর এই অস্থীরতা কাটাতে কিছু পছন্দনীয় বিনোদন মূলক কাজ ঘরে বসেই করতে পারেন! আসুন দেখে নেই আপনারা ঘরে বসে বসে এই শিল্পকর্ম গুলো করতে পারেন! এতে করে আপনার আনন্দিত হবে মন, আর প্রয়োজন ও পূর্ণ হবে! দেখুন আপনাদের উপকার হতেও পারে!
কারিনা ব্যাগঃ-
হ্যান্ড পার্স ব্যাগঃ-
নৌকা ব্যাগঃ-
নৌকা ব্যাগঃ-
কদমফুল ব্যাগঃ-
কদমফুল ব্যাগঃ- এটা ৪২ ফুল দিয়ে তৈরি! ২৮ ফুল অথবা ২১ ফুলের বানাতে পারেন! এটা যার যার পছন্দ অনুযায়ী ও করতে পারেন!
বিষয়: সাহিত্য
১৯৮৪ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ ব্যতিক্রমধর্মী পোস্ট দেয়ার জন্য
ভাইযেরা কি দোষ করলো আপু?
উপকৃত হতাম যদি এই ব্যাগগুলো তৈরি কিভাবে হয়, এর উপদান কোথায় পাওয়া যায়, কোথায় গিলে ব্যাগ তৈরীর কাজ শেখানো যায় ইত্যাদি যদি বিশদ ভাবে বর্ণনা করতেন
দুঃখিত
তারা করবেন এক কষ্টের কাজ!!!
আমার আম্মা,খালাম্মাদেরকে দেখেছি সবসময় ঘরে সোয়েটার তৈরি করতেন। এরকম ছোট ব্যাগ বানিয়ে দিয়েছিলেন কলম-পেন্সিল এর জন্য। তখন চাকুরিজিবি ছিলেন এমন মহিলাকেও আমি এই ধরনের কাজ করতে দেখেছি। কিন্তু এখন সবাই টেলিভিশন নিয়েই ব্যাস্ত থাকেন।
মন্তব্য করতে লগইন করুন