"ব্যতিক্রমধর্মী বিনোদন পোস্ট ( বোনেরা উপকৃত হবেন)"

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৫ জুন, ২০১৪, ০১:২৬:১৪ দুপুর



নৌকা ব্যাগঃ-

কর্মী ব্যক্তি কখনো বসে থাকতে পারেনা! কোন না কোন কাজ তাকে করতেই হবে! হোক তা ছোট বড় বা মাঝারি! কাজ তাকে করতেই হবে! একমাত্র অলস মানুষ ছাড়া বাকি সবাই কাজের মাঝেই খুজে নেন অন্য রকম বিনোদন! কাজে যদি বিনোদন উপভোগ না করতেন তবে কোন মানুষই কোন কাজ করতো না! বসে বসে খেতো সবসময়! কাজের মাঝে বিনোদন আছে এবং কাজের মূল্য আছে বলেই মানুষ কাজকে সবকিছুর আগে মূল্যায়ন করে! মানুষ একাকি থাকতে থাকতে ঝিঁমিয়ে পড়ে! ঝিঁমিয়ে পড়ে মানুষের চলার গতি! অলসতা এসে গ্রাস করে মানুষের কর্মক্ষমতাকে! গ্রাস করে চঞ্চলতাকে! ঢেকে দেয় অভালোলাগার এক কালো চাদরে! আর এজন্যমানুষের জন্য প্রয়োজন বিনোদনের আর তা হতে হবে অবশ্যই শরীয়ত মতে! আর এই বিনোদন হতে পারে ভ্রমণের মাধ্যমে বা কোন পছন্দনীয় কর্ম সম্পদনের মাধ্যমে! যেসব নারীরা বাহিরে কাজ করেন না! তারাই বেশীর ভাগ ঘরে থাকতে থাকতে অস্থীর হয়ে পড়েন! আর এই অস্থীরতা কাটাতে কিছু পছন্দনীয় বিনোদন মূলক কাজ ঘরে বসেই করতে পারেন! আসুন দেখে নেই আপনারা ঘরে বসে বসে এই শিল্পকর্ম গুলো করতে পারেন! এতে করে আপনার আনন্দিত হবে মন, আর প্রয়োজন ও পূর্ণ হবে! দেখুন আপনাদের উপকার হতেও পারে!



কারিনা ব্যাগঃ-



হ্যান্ড পার্স ব্যাগঃ-



নৌকা ব্যাগঃ-



নৌকা ব্যাগঃ-



কদমফুল ব্যাগঃ-



কদমফুল ব্যাগঃ- এটা ৪২ ফুল দিয়ে তৈরি! ২৮ ফুল অথবা ২১ ফুলের বানাতে পারেন! এটা যার যার পছন্দ অনুযায়ী ও করতে পারেন!

বিষয়: সাহিত্য

১৯৮৪ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235080
১৫ জুন ২০১৪ দুপুর ০১:৫১
সাদামেঘ লিখেছেন : ভালো লাগলো খুব পোস্টটি পড়ে বিনোদন ও পেলাম আর বিনোদন পেতাম যদি শিখতে পারতাম! উপরেরটা আমার খুবই পছন্দ হয়েছে নৌকা ব্যাগ!
অনেক ধন্যবাদ ব্যতিক্রমধর্মী পোস্ট দেয়ার জন্য
১৫ জুন ২০১৪ দুপুর ০২:০৯
181685
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : তাই? যদি এতই ভালো লেগে থাকে তবে এখনই তৈরির কাজটা শুরু করে দিন। নিজের হাতে বানানো জিনিস ব্যবহারের মজাই আলাদা!
235082
১৫ জুন ২০১৪ দুপুর ০২:০০
নিউজ ওয়াচ লিখেছেন :
বোনেরা উপকৃত হবেন

ভাইযেরা কি দোষ করলো আপু? Crying Crying Crying
১৫ জুন ২০১৪ দুপুর ০২:১১
181686
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভাইদের তো জীবিকা নির্বাহের কাজেই ব্যস্ত থাকতে হয় বেশী সময়! তাই বোনেরা ঘরে বসে অলস সময় না কাটিয়ে কাজে লাগালো সময়টাকে! আর ভাইদের উপকার হলো পকেট বাঁচলো! হাতে বুনন করলে তো আর কিনতে টাকা দিতে হবেনা!
235088
১৫ জুন ২০১৪ দুপুর ০২:১০
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনার পোষ্টটিতে কেবল ছবি দেখলাম,
উপকৃত হতাম যদি এই ব্যাগগুলো তৈরি কিভাবে হয়, এর উপদান কোথায় পাওয়া যায়, কোথায় গিলে ব্যাগ তৈরীর কাজ শেখানো যায় ইত্যাদি যদি বিশদ ভাবে বর্ণনা করতেন
১৫ জুন ২০১৪ দুপুর ০২:১৮
181687
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : নৌকা ব্যাগ তৈরিতে প্লাস্টিকের বেত, কিচমিচ দানা, জলপাই দানা প্রয়োজন! আর কদম ফুল ও অন্যান্য ব্যাগ বানাতে প্রয়োজন রগ সূঁতা, সাদা পুঁতি, কিচমিচদানা, ফুল পাথর বা লাউপুঁতি! আর যেকোন মার্কেটের একটা লেডিস কর্ণার থাকে সেখানে যোগাযোগ করলে জানতে পারবেন এবং সেখান থেকেই বুনন শিখানো হয়! স্বল্প মূল্যে শেখা যায় সেখান থেকে! এছাড়াও অনেক মহিলারা ঘরে বসে শিখান সেখানে খরচ বেশী হয়!
235098
১৫ জুন ২০১৪ দুপুর ০২:৫১
নূর আল আমিন লিখেছেন : আফা কিতা ব্যাগের দোকান খুইলচেন :-O
১৬ জুন ২০১৪ দুপুর ০২:৪১
181964
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : না ভাই! তবে সময় কাটানোর উপযুক্ত কাজ করছি যার মাঝে নিজহস্তে বানানো জিনিস ব্যবহারের তৃপ্ততা আছে এবং সকলকে উৎসাহ দিতেছি লেখা দিয়ে!
235109
১৫ জুন ২০১৪ দুপুর ০৩:৪৭
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
১৬ জুন ২০১৪ দুপুর ০২:৪১
181965
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো জেনে আমারও আনন্দ লাগলো!
235134
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:৫৫
ইমরান ভাই লিখেছেন : আপনি কি দেশটিভির অনুষ্টান দেখেন?? Day Dreaming Day Dreaming
১৬ জুন ২০১৪ দুপুর ০২:৪৫
181966
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : না ভাই আমি কোন টিভিই দেখিনা! বরং কাজের মাঝে বিনোদন খুজে নিতে ট্রাই করি! তাই নিজের হাতে বুনন করা জিনিস ব্যবহার করতে পছন্দ করি!
১৬ জুন ২০১৪ দুপুর ০২:৫১
181968
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান। ক্রিষ্টাল দিয়ে মোবাইল ব্যাগ বানাতে আমিও পারি। Love Struck
১৬ জুন ২০১৪ বিকাল ০৪:৫৪
181996
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : তাই মাশ-আল্লাহ! সেই মোবাইল ব্যাগের একটা ছবি দিতেন তবে দেখতাম কেমন লাগে?
১৬ জুন ২০১৪ বিকাল ০৫:৪৫
182013
ইমরান ভাই লিখেছেন : ওকে কালকে দিব ইনশাআল্লাহ। Happy
১৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
182045
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওকে ইনশা-আল্লাহ!
১৭ জুন ২০১৪ সকাল ০৮:০০
182175
ইমরান ভাই লিখেছেন : আজকে দিতে চেয়েছিলাম কিন্তু পারলাম না। ব্যাগগুলো ডিস্ট্রিবিউশন করা শেষ বাসায় ছবি তোলার মতো একটাও নাই।

দুঃখিত Crying Crying Worried
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
182814
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : দিতে পারেন নাই বলে সমস্যা নাই
235163
১৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এখনকার নারিরা পারলে ঘর পরিস্কার না করে বাচ্চা কে না খাইয়ে সিরিয়াল দেখেন।
তারা করবেন এক কষ্টের কাজ!!!

আমার আম্মা,খালাম্মাদেরকে দেখেছি সবসময় ঘরে সোয়েটার তৈরি করতেন। এরকম ছোট ব্যাগ বানিয়ে দিয়েছিলেন কলম-পেন্সিল এর জন্য। তখন চাকুরিজিবি ছিলেন এমন মহিলাকেও আমি এই ধরনের কাজ করতে দেখেছি। কিন্তু এখন সবাই টেলিভিশন নিয়েই ব্যাস্ত থাকেন।
১৬ জুন ২০১৪ দুপুর ০২:৪৯
181967
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভাই ঠিকই বলেছেন! তবে আমি ভিন্ন প্রকৃতির আমার টিভির প্রতি আকর্শন নেই, আমার আকর্শন কাজে, নতুন কিছু বুনোনে! তবে আমার জানামতে অনেক বোনকে দেখেছি তারা সংসারের পাশাপাশি এমন কিছু কাজ করে যা অত্যন্ত কঠিন হওয়া সত্ত্বেও সহজ করে করেন এতে করে নিজের হাতে তৈরি জিনিস ব্যবহার সাথে আন্তরিক তৃপ্ততা অনুভব!
237730
২৩ জুন ২০১৪ রাত ০২:৪২
গরীবেরবন্ধু জুয়েলখান লিখেছেন : সত্যিই ভালো লাগলো
২৯ জুন ২০১৪ বিকাল ০৪:৫৭
186239
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File