"প্রবাস থেকে দেশকে স্মরণ"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৪ জুন, ২০১৪, ০৫:৩৩:১৪ বিকাল
ভালবাসা এমনই এক সংজ্ঞার নাম যাতে মিশ্রিত থাকে আপন পর নির্বিশেষে সকল মানুষে মানুষে সম্পর্ক! মানুষ কখনোই একাকি থাকতে পারেনা! হোক তা নিজ দেশে হোক তা প্রবাসে! হোক অপরজনকে আপন করে! মানুষের সাথে মিশেই থাকতে হবে, থাকতে হয়! এভাবেই যতদিন বেঁচে থাকে ততদিনই মানুষের পাশে থাকে এমন কি মৃত্যু পরও পাশাপাশি কবরে কবরস্থ করা হয়! কারন মানুষ একাকি বেঁচে থাকলেও থাকতে পারেনা আর মরে গেলেও না! মানুষের সাহচর্য তার চাই-ই চাই!
প্রবাস জীবনের প্রায় কয়েকমাস হয়ে গেলো এখানে না আছে আপন পিতা-মাতা আর না আছে রক্তের সম্পর্কের কেউ আর না আছে মুখ পরিচিত কেউ! সবাই এখানে এসে নানা প্রয়োজনে একে অপরের সাথে সম্পর্কে জড়িয়েছে, সম্পর্ক টিকিয়ে রাখছে ভাল আচরণ দিয়ে, হাদিয়া দিয়ে! প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে! এখানে আমাদের মাতৃভূমির মত সবুজের ছড়াছড়ি নেই, নেই নদী-নালার নিরব স্রোত, নেই উজান-ভাটির টান! নেই তীব্র গরমে শীতল বাতাসের নিবিড় পরশ! তবে এখানে আছে উত্তপ্ত মরুর ধূলির হাওয়া! কখনো কখনো এই ধূলির ঝড় সব কর্মকান্ড বন্ধ করে দেয়! মানুষ ছুটে যায় নিরাপদ স্থানে!
আজিকে এই প্রবাসে অনুভবে এঁকেছি আমার মাতৃভূমির ছবি! প্রবাসে থেকেও গাইছি স্বদেশের গান! চোখের পাতায় ভাসছে যেন পদ্মা মেঘনা যমুনার ঢেউয়ের ছবি! মাতৃভূমি থেকে অনেকদিন দুরে যেন মায়ের কোল থেকেই অনেক দুরে আছি! আসলেই নিজের জন্মভূমির মতো আর কোন ভূমি হতে পারেনা, হয়না! কত চেনা জানা পথের মুখ কতদিন দেখিনা! শুনিনা পরিচিত পাখিদের কলরব! পরিচিত স্বজনদের মুখ ও দেখিনা কতদিন? কে জানে সবার সাথে আবারও দেখা হবে কিনা? যারা স্বজনের তালিকায় আছে তাদের সবার সাথে আবারও দেখা হবে কিনা? আর আমি ও থাকবো কিনা সবই অজানা! শুধুই প্রভাত ও পৃথিবীর মালিকের কাছে প্রার্থনা আমার জন্মভূমিকে তিনি নিরাপদ রাখুন সবসময়! যেন সেখানে সদাই সুখ-শান্তি বিরাজমান হয়!
দেখে নিন সবাই প্রিয় মাতৃভূমির প্রিয় কিছু মুখ! সেখানে হয়তো খুঁজে পাবেন নিজের দেশকে জন্মভূমিকে, মনে পড়বে আরেকবার প্রিয়তম স্বদেশকে!
বিষয়: সাহিত্য
১৩৬৪ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনুভুতি দিয়ে লিখেছেন তাই বললাম।
কালকে আপনাকে দেশি একটা খাবারের ছবি দেখাব ইনশাআল্লাহ।
মোবাইলে তাই এখনি পরলাম না।
দারুন বলেছেন। কাছে থাকলে কদর বোঝা যায়না দুরে গেলে বোঝা যায়।
জাজাকাল্লাহু খায়রান।
ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ।
প্রবাস জীবনে সবাই কম বেশী অনুভব করে স্বদেশ প্রেমের কষ্ট! স্বজনদের দুরে রাখার কষ্ট! যারাই প্রাবসী তারাই ভুক্তভুগি! এছাড়া কেউ বুঝবেনা এই যন্ত্রনা!
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন