"দামী করো"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৬ মে, ২০১৪, ১১:২৬:৩০ রাত
এই জীবনের কোনই মূল্য নেই
পরিপূর্ণ ঈমান বিনে!
যত সুখ যত শান্তি আছে
সবই আল্লাহর হুকুম পালনে!
ঈমান পূর্ণ হলেই মু'মিন
না হলে বেঈমান!
ঈমান পেতে দিয়েছো বান্দাকে
তোমার বাণী আল-কোরআন!
এই জীবনকে দামী করো
তোমার এলম দান করো!
তোমার রাজির পথে চলতে আমায়
কামেল হেদায়াত নসীব করো!
তোমার পথে অটল ভাবে
চলতে চাই আমি!
তোমার পথেই চালিয়ে আমার
এই জীবন করো দামী!
১৫ মে ২০০৪
বিষয়: সাহিত্য
৯৬৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পরিপূর্ণ ঈমান বিনে!
যত সুখ যত শান্তি আছে
সবই আল্লাহর হুকুম পালনে
অনেক সুন্দর একটা কবিতা পড়লাম সুন্দর হয়েছে ... অনেক ধন্যবাদ
তবে এটাই বাস্তবতা
এখন সবাই এভাবেই নিজেকে দামী করে
না হলে বেঈমান!
ঈমান পেতে দিয়েছো বান্দাকে
তোমার বাণী আল-কোরআন!
এক কথায় দারুণ।
মন্তব্য করতে লগইন করুন