"বন্ধন"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ৩০ এপ্রিল, ২০১৪, ১২:৩১:৫৩ রাত
এই পৃথিবীর কেউ ভালনা
সবাই রটায় শুধু গুঞ্জন!
এমন এক পৃথিবী চাই আমি
যেখানে রবে শুধুই ভালবাসার বন্ধন!
যেখানে রবে কোরআনের বিধান
হাদীসের আলোকবর্তিকা!
যেখানে রবে মানবতা
ভাইয়ে ভাইয়ে মমতা!
যেখানে রবে ইসলামই শাষন
কোরআনের আমল!
যেখানের সকল মানুষ হবে
মু'মিন মুসলমানের দল!
যেখানের মানুষ কোরআন মেনে
চলে নিরাপদে-শান্তিতে!
তেমন একটি পরিবেশ দাও
সেই পৃথিবীতে!
এমন একটি শান্তির পৃথিবীর জন্য
করি আবেদন!
আমার মনের প্রার্থনাকে
করো তুমি গ্রহন!
আল্লাহ তুমি তোমার পথেই
রাখো আমার মন!
মানুষে মানুষে জড়িয়ে দাও
চির মানবতার বন্ধন!
১০ ই জুন ২০০৪
বিষয়: সাহিত্য
১১৭৭ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোরআন থেকে আমাদের বিচ্ছিন্ন করতে চায় কাফের
বেইমান মুশরেকেরা। ও আমার ভাই-বোনেরা,
যারা আমাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায়
আমরা কি তাদের সাথে জেহাদের জন্য প্রস্তুত আছি ?
তবে আবেগের ডানায় ভর করে জিহাদের আকাশে উড়তে তীব্র আকাঙ্খা- সেটা বিভিন্ন পোস্টে পনার মন্তব্য থেকে বুঝতে পারি!
ডানায় শক্তি অর্জনের আগেই উড়তে চাইলে পতন ও ধ্বংস নিশ্চিত!
তাই আমার অনুরোধ/পরামর্শ-
জিহাদের উপর খুব ভালোমত লেখাপড়া করে আগে নিজেকে তৈরী করুন যেন সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেন!
জানবাজি রেখে মরতে আগ্রহী মানুষের অভাব নেই-
অভাব হলো উপযুক্ত নেতৃত্ব ও নেতার-
আমি চাই যে আপনি সে শূণ্যতা পূরণে কিছু করুন
আল্লাহতায়ালা আপনাকে আমার কথাগুলোর সঠিকভাবে বুঝতে সাহায্য করুন এবং জিহাদের ময়দানে একজন খালিদ বিন ওয়ালিদ হবার তৌফিক দিন!!
@মাহবুবা সুলতানা লায়লা: আমি আপনার নিয়মিত পাঠক, তবে অধিকাংশ সময় লগ-ইন ছাড়াই থাকি!
[অ.ট. শব্দ ও বানান...]
যা রটে তার কিছুনা কিছু তো বটে।
জমিনকে দিয়েছো শস্য ভরে
তুমি কতো সুন্দর তুমি কতো সুন্দর
সূর্যকে দিয়েছো আলো করে
চন্দ্রকে দিয়েছে উদার করে
তুমি কতো সুন্দর তুমি কতো সুন্দর ''
আল্লাহর গুনগান লিখে কখনো শেষ করা যাবে না । আল্লাহ মাহন ।
অনেক সুন্দর লিখেছেন আপু । শুভ কামনা রইলো ।
মমতায় ভরা প্রিয় 'মা' আহত
কেঁদে ভাসায় বুক,
নেই কেউ পাশে শান্ত্বনা দেবার
কে শোনাবে অলীক সুখ!
বড় কঠিন বাস্তবতার এ শংকাময় শহরে আমরা ভাল নেই। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন