"ছোট বোনের বিয়ে ব্লগ পরিবারের সবাই নিমন্ত্রিত"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৯ এপ্রিল, ২০১৪, ০৭:৩১:৫২ সন্ধ্যা
আমার প্রানপ্রিয় ছোট বোনের বিয়ে আগামি আগামি শুক্রবার ২৫শে এপ্রিল! সবাই প্রান খুলে দোয়া করবেন আমার বোনটির জন্য যেন বিবাহিত জীবনে সুখি হয়। আমরা প্রবাস থেকে জানাই আন্তরিক দোয়া! চোখে তো দেখতে পারবোনা প্রান খুলে দোয়া করছি সুন্দর ভাবে সমাধা হয় যেন বিয়ের শুভ কাজটি আপনারাও আমার ছোট বোনটির জন্য প্রান খুলে দোয়া করবেন। আমার বোনটি আমার কত প্রিয় তা লিখে বা বলে বুঝানো যাবেনা। আমরা আট ভাই বোনের মধ্যে এই বোনটি আমার প্রানের মত প্রিয়॥ তাই বোনের বিয়েতে বোনের বিয়োগের মনের না বলা কষ্টগুলো ব্লগের সবার সাথে শেয়ার করছি। বোনের বিয়ের আনন্দ আর বিয়োগে কষ্টে আর আমার টাইপের গতি চলছেনা। তবে সবার কাছে অনুরোধ আমার বোনের জন্য দোয়া করতে ভুলবেন না।
বিষয়: বিবিধ
২৭১০ বার পঠিত, ৪৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহতায়লা তাদের সুখ ও বরকত দিন।
দুআ রইল আল্লাহ সুস্ত ভাবে সবকিছু করুন আমীন
আর আপনার দোয়ার সাথে আমিন.....।
সময় হলে উঠতে চাঁদ" দেখবে সকল লোকে" বোন হয়ে বলছি শুধু আল্লাহর উপর ভরসা করে
আরেকটু ধৈর্য ধরতে"
সবার বিয়ে হয়ে যাচ্ছে, আমারটা কবে যে হবে আমি বিয়ে না হলে বিয়োগ হয়ে যাবো
কলহমুক্ত সুন্দর সুখের দাম্পত্য জীবন গড়েতুলার জন্যঃ- পারিবারিক জীবন বিষয়ক বই এর খুব ছোট্ট (সচিত্র) পর্যালোচনা (আপডেটেড্) পোস্টটি পড়ার অনুরোধ রইলো। কম্পক্ষে একটি বই পড়ে দেখুন, মেনেচলার চেষ্টা করুন, বিশ্বাসের ও স্বস্তির জীবনের আনন্দ উপভোগ করুন।
আরেকটি সুন্দর ভিডিও। (BEST WEDDING SONG! Maher Zain)
তোমার মাথাটা গেছে...বিয়া পাগল হারিকেন
আপনার বোনকে আল্লাহ দুনিয়াতে সুখী করুন, আখিরাতে একই বন্ধুর হাত ধরে চলার তাওফিক দিন, আমীন
যারা বাইরে থাকেন তাঁদের এই এক কষ্ট, চাইলেও দেশে যাওয়া যায়না, বরং মনে হয় যেতে যে খরচ সেটা পাঠিয়ে দিলে বরং বিয়েতে কাজে লাগবে।
আর আপনার দোয়ার সাথে আমিন.....। সমবেদনা জানানোর জন্য আপনাকে মোবারকবাদ
মন্তব্য করতে লগইন করুন