হতাশায় প্রার্থনা
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৯ এপ্রিল, ২০১৪, ০৪:৩০:১১ রাত
কচুপাতার জলের মত ঈমান নিয়ে
ছোট-খাট টুটা-ফাঁটা আমল দিয়ে
কিভাবে উঠবো কঠিন হাশরের ময়দানে?
কিভাবে দাড়াবো হে আল্লাহ তোমার সামনে?
সামান্য ঈমান বাতাসের দোলায়
পড়ে নিঃশ্বেস হয়ে যাবে!
বেঈমান হলে তখন আল্লাহর কাছে
হিসাব দেবো কিভাবে?
ছোট ছোট আমল আর অল্প ঈমান দিয়ে
কি করে করবো মিজানের পাল্লা ভারি?
হতাশায় মন আমার হয় বেকারার
কি ভাবে বেশী বেশী নেক আমল করি?
হে আল্লাহ তুমি আমায় মু'মিন করে দাও
তোমার হুকুম মতে শুধু এই পৃথিবীতে চালাও
খেল-তামাশা সব থেকে বাঁচিয়ে
এই মনে এই মুখে শুধু তোমার কথা বলাও
যেভাবে চললে রাজি খুশি হও
সেভাবেই চালাও মোরে!
ভুল পথে যাই যদি ভুল করে
নিয়ে এসো কান ধরে!
বিতাড়িত শয়তান থেকে
বাঁচাও আমার ঈমান!
এজীবনে হেদায়াতের সাথে রাখো
জবানে জারি রাখো শুধু তোমার নাম!
২৮ শে আগষ্ট ২০০৭
বিষয়: সাহিত্য
১১৩৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন