"শুধু তোমারই ক্ষমতা"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৫ এপ্রিল, ২০১৪, ০৮:২৫:৪৪ রাত
সুবিশাল আকাশের বড়ত্ব
আল্লাহ তোমারই মহত্ব!
সুগভীর সাগরের গভীরতা
এ যেন তোমারই উদারতা!
নীলাকাশে তারাগুলোর ঝুলে থাকা
শুধু তোমারই ক্ষমতা!
সু-শীতল বাতাস বয়ে যাওয়া
শুধুই তোমার দয়া!
চাঁদের আলো বিলানো
তোমার বিশেষ দান!
পাহাড়ে ঝর্না ঝরে যাওয়া
শুধুই তোমার অবদান!
পৃথিবীর দিকে দিকে
শুধুই তোমারই মমতা!
সবকিছুতে হে আল্লাহ তোমারই দয়া
একমাত্র তোমারই ক্ষমতা!
২৮শে মে ২০০৭
বিষয়: সাহিত্য
১২৮৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগ্লো।
এ কেমন শিল্পী তোমার নেই তুলি,
রংবিহীন ঐ আকাশ ছবির নেই জুড়ি।
কেমন করে মেঘে সাজাও নীল আকাশ
আলোর খেলায় নিত্য বসাও ছবির সাজ।
মেঘের কোলে জ্বালাও প্রদীপ থান্ডারে
কাঁদাও আকাশ ভাসাও নদী ভান্ডারে।
শুন্যে রেখে কেমনে ঘুরাও সৃষ্টি কুল
রাতদিনের এ আবর্তনে হয়না ভূল।
ভুবন সাজাও চোখ জুড়ানো সৃষ্টিতে
ফুল ফুটিয়ে ভরাও বাগান বৃষ্টিতে।
এ কেমন সৃষ্টি কোথাও পাইনা ভূল
তুমিই শুরু, তুমিই শেষ, তুমিই মুল।
মন্তব্য করতে লগইন করুন