বিদায় পুরোনো বর্ষ স্বাগতম নববর্ষ
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৪ এপ্রিল, ২০১৪, ০১:৫৭:৪০ দুপুর
বারমাসের পূর্ণ একটি বছর
নিয়ে গেলো বিদায়!
পুলকিত মানব মন
নববর্ষের আগমন বার্তায়!
বাঁচতে কভু চাইনা আমি
একলা সুখি হয়ে!
বাঁচতে চাই আমরা সকল মানুষের ব্যথায়
সমব্যথী হয়ে!
হাসতে কভু চাইনা আমি
অপরজনকে কাঁদিয়ে!
হাসতে চাই আমি
সকল মানুষকে হাসিয়ে!
গড়তে কভু চাইনা আমি
একলা সুখের নীড়!
সুখের রঙে রাঙিয়ে সবাইকে
গড়বো সুখের কুটির!
বার মাসের পূর্ণ বছরে
নিরাপদ আর খুশিতে থাকতে চাই
নববর্ষের ফজর পড়ে প্রার্থনা মোর স্রষ্টার তরে
অচিরেই যেন এদেশের পূর্ণ শান্তি ফিরে পাই
১৪ই এপ্রিল ২০১৪
বিষয়: সাহিত্য
১৩২৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অপরজনকে কাঁদিয়ে
ভালো লাগলো
নিরাপদে থাকতে চাই
ষড়যন্ত্র মুক্ত বাংলা চাই
অচিরেই জুলুম থেকে মুক্তি চাই
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন