মদিনার চত্বরে (২)
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১১ এপ্রিল, ২০১৪, ০৩:২১:১৪ রাত
প্রেমময় স্বপ্নময় মদিনা!
মসজিদে নব্বীর চত্বরে সবচেয়ে অবাক লাগে যে বিষয়টি তা আপনাদের সাথে শেয়ার না করে পারছিনা! এখানে কেউ কারো পরিচিত নয় কেউ কারো ভাষাও বুঝে না কয়েকজনে বাদে বাকি সবাই ইশারাতে কথা বলে! অবাক লাগে হল এখানে সবাই সবাইকে হাদিয়া (গিফট) দেয় কেউ কারো পরিচিত হোক বা না হোক, হোক না সামান্য চকলেট, রুটি, খেজুর, চিপস, কারো কাছে কিছু না থাকলে এক গ্লাস জমজমের পানি দিয়ে হলেও হাদিয়ার লেনদেন করবে! বেশীর ভাগ শিশুদেরকে এসব হাদিয়া দেয়া হয়! শিশুদেরকে এত আদর মমতা করে, এত কোমল ব্যবহার করে যে স্বচোখে না দেখলে বিশ্বাস হবেনা!
আরেকটি বিষয়ও আমাকে পুলকিত করে আমাদের যে যেখানে এসে বসেছে কেউ সেখানে এসে গেলে তাকে জায়গা করে দেয়! এত এত মানুষ এই চত্বরে বসে থাকে কেউ কারো সাথে অপরিচিতের মত ব্যবহার করেনা! এমন কি নিজের জায়নামাজ বিছিয়ে দেয় নামাজ পড়ার সময়! এতে করে এক অন্যের প্রতি খুব কোমলপ্রান হয়! ভালবাসা বাড়ে একে অপরের মাঝে! শিশুদেরকে এত প্রাধ্যান্য দিতে বা এত আদর ও মমতাময়ী ব্যবহার করতে আমি কখনো দেখিনি! এসব দেখে আমার বারবার মনে হয়েছে নবী (সঃ) এর সময়ের কথা এখনের মদিনার যদি এই রুপ হয় তবে তখন.. যখন নবী (সঃ) এর যুগ ছিল তখন কতইনা মাধূর্যতা পূর্ণ ব্যবহার ছিল অনুভব করতে চেষ্টা করি সাহাবাদের ব্যবহারই বা কত মধুর ছিল! যে ব্যবহারে কাফিরেরা পর্যন্ত ইসলামের চিরশান্তির আশ্রয়স্থলে স্থান নিয়েছিল!
আর মুসলমানেরা তো দ্বীনের জন্য নিজের জীবন পর্যন্ত কোরবানি করতে প্রস্তুত হয়েছিল! আমি উপলদ্ধি করি আমাদের অতীত কতইনা গর্বের ছিল! ভাবতে শুধু ভালই লাগে প্রায়দেড় হাজার বছরের আগের ভাবনা গুলো! আর এই অতীত ভাবনাগুলো মনকে শুধু পুলকিতই করে! আর মনের মাঝে সঞ্চার করে যেন আমি হতে পারি সাহাবিয়াদের পদাংকে অনুসারী! আমি এই চত্বরে বসে প্রার্থনা করি হে আল্লাহ! তুমি পৃথিবীর সকল মুসলমানকে জীবনে একবার হলেও তোমার মক্কা-মদিনা দেখার সৌভাগ্য করো! আর রিয়াদ্বুল জান্নাতে দুই রাকাত নামাজ পড়ার সৌভাগ্য করো! তুমিই তো জানো প্রিয়াসী মনে কাংখিত বাসনা! আর আর সকল মানুষকে আ'ম ভাবে হেদায়াত নসীব করো! আর এই অধম বান্দিকে তোমার পথে রেখ সদাই! আমরা সকলেই যে তোমার অনুগ্রহের কাঙাল!
হে আমাদের স্রষ্টা মালিক..........................মদিনাতে রাখো, মদিনাতে স্থায়ী করো আমি এমদিনাতেই থাকতে চাই আর রোজ হাশরেও আমি এ মদিনার জমিন থেকে উঠতে চাই তোমার সামনে! তুমিই মনের প্রকৃত অবস্থা জানো সেভাবেই কবুল করো!
চলছে.........চলবে!
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1729/mslaila/42412#.U1eHAVcTD_w মদিনার চত্বরে (১)
বিষয়: বিবিধ
১৩১৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর শিশুদের প্রতি নবির মসজিদের আচরন যেনে কষ্ট টা বেড়ে গেল । কিছুক্ষন আগেই জুমার নামাজে শিশুদের সঙ্গে যে আচরন করতে দেখেছি তাতেই মনে হয় বুঝা যায় প্রকৃত ইসলাম থেকে আমরা কত দুরে সরে গিয়েছি।
‘সে আমার দলভুক্ত নয় যে আমাদের ছোটকে স্নেহ করে না এবং আমাদের বড়দের সম্মান করে না’। [মুসনাদ আহমদ : ৬৯৩৭]
দুয়া করবেন...
মন্তব্য করতে লগইন করুন