Rose Rose"আদি অনন্তের প্রার্থনা" Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৭ এপ্রিল, ২০১৪, ০৭:৩৫:৫৯ সন্ধ্যা

আমার অন্ধকার অন্তরকে আলোকিত করতে

আল কোরআনই মাধ্যম।

আমার কলূসিত আখলাককে সুন্দর্য পূর্ণ করতে

আল কোরআনই উত্তম।

আমার অধিক নেক হায়াতের

মাধ্যম হল আল কোরআন।

হে স্রষ্টা মালিক আমার নেক কাজকে তুমি

করে দাও আরো বেগবান।

আল কোরআনই মাধ্যম

আমার ঈমানের মৃত্যুর তরে।

পরিপূর্ণ ঈমানের সাথে আমায়

ডাক দিও অন্ধকার ঘরে।

আল কোরআনই মাধ্যম

জাহান্নাম থেকে মুক্তি দিতে

আল কোরআনের মাধ্যমে

ইনশা-আল্লাহ যেতে পারি জান্নাতে

আল কোরআনের মাধ্যমে

আমি হতে পারি মু’মিন।

একমাত্র আল কোরআনই ঠিক করতে পারে

সকল মানুষের ঈমান একিন।

এই কোরআনের ঊছিলাতে

চাই যে সবার হেদায়াত

এথায় ঈমান ও হেদায়াতের উপর অটল রেখে

আখেরাতে দিবেন উত্তম জান্নাত

প্রার্থনা..............

হে আমার স্রষ্টা মালিক আপনার মহী-মাণ্বিত বাণীকে আমাদের জীবনের বাঁকে বাঁকে বাস্তব করে দিন।

আর আমাদেরকে কবুল করে নিন।

এই কোরআনের মাধ্যমে আমাদেরকে অনন্তকালের জান্নাত দিন। আমরা শূন্য আপনি মহা-মহীন।

কবুল করুন এই আদি অনন্তের প্রার্থনা নিদহীন।

১৫ ই মার্চ ২০১৪

মদিনা মনোয়ারা

বিষয়: বিবিধ

১১১৯ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203982
০৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
ফেরারী মন লিখেছেন : আমার অন্ধকার অন্তরকে আলোকিত করতে
আল কোরআনই মাধ্যম।
আমার কলূসিত আখলাককে সুন্দর্য পূর্ণ করতে
আল কোরআনই উত্তম।

একদম সত্যি কথা।
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫১
153500
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : হে আল্লাহ আপনি সবার অন্তরকে আপনার কোরআনের দ্বারা আলোকিত করে দিন....। আমিন।
203984
০৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫১
153501
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আল-কোরআনের রঙে হৃদয় রাঙাই আমরা.........।
203987
০৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : দারুন লিখেছেন !!!
******************************
কবিতা আজ বিদ্রোহী-রক্তচক্ষ্যু দেখায়
নিরবতায় কেঁপে উঠে কবিতার হৃদয়
নিঃশব্দ চিৎকারে বলে হে ভীরু কবি
তুমি কবিত্বের সমাজে কলঙ্ক তিলক্,

মানবতার অবমাননার নিরব দর্শক
তোমায় ধ্বিক্কার হে পদলেহি কবি
কবিতায় তোমার চাটুকারিতার চাতুর্য্য
তুমি পদলেহন কর মানবতা বিরোধীর,

মানবতার গলাটিপে দাও শব্দের চাতুর্যে
তোমায় ধ্বিক্কার হে কবি শব্দচোরা
শব্দে শব্দে রচ মিথ্যার কথামালা
বিসর্যন দাও আত্মসম্মান হীন স্বার্থে,

কবি ধ্বিক্কার তোমায় ঘৃণার বর্ণমালায়
ধ্বিক্কার মজলুমের আর্তচিৎকারে-অভিসাপে
তুমি সময়ের নিরব খলনায়ক
বর্তমানের ভীরুতায় নিক্ষিপ্ত-
তুমি আস্তাকুড়েড় কিট্।
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৩
153502
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার লেখনী উৎসাহ যোগাতে সহায়তা কবরে ইনশা-আল্লাহ! এভাবে উৎসাহ দেয়ার জন্য মোবারকবাদ আপনাকে
204024
০৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মাশা আল্লাহ
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৫
153503
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আল-কোরআন আমাদেরকে হেদায়াতের পথে রাখবে ইনশা-আল্লাহ! মহান আল্লাহ আমাদেরকে এদলেই রাখুন.............. আমিন।
204170
০৮ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৯
লোকমান লিখেছেন : অনেক দিন পর আপনার একটি কবিতা পড়লাম। সত্য বলতে কি আপনার কবিতা হৃদয় ও মন দুটোরই খোরাক জোগায়।
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৬
153504
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার মন্তব্যে অনেক উৎসাহ পেলাম মনে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখুন আল-কোরআনের মাধ্যমে.....আমিন।
204211
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৩:৫৬
ভিশু লিখেছেন : Surprised আপনি কি এখন মদিনায়? মাশাআল্লাহ! সম্প্রতি গিয়েছেন? নাকি আগে থেকেই ছিলেন? আমাদের জন্য দোয়া করবেন কিন্তু... Happy Good Luck
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০১
153505
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : হাঁ ভিশু ভাই আমি এখন মদিনায়! আলহামদুলিল্লাহ! আপনাদের সবার দোয়ায় সালামতের সাথে এসেছি এবং আছি! আগে ছিলাম না তবে আমার স্বামি আগে থেকেই ছিলেন এখন আমিও তার সাথি হয়েছি দোয়া করবেন আল্লাহ যেন মদিনায় সবসময় থাকার ব্যবস্থা করে দেন এবং চিরস্থায়ী বাসিন্দা রুপে কবুল করেন। আমিন। আর সবার জন্য দোয়া .....সবাই যেন জীবনে একবার হলেও মক্কা-মদিনা জেওয়ারত করতে পারেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File