''নববর্ষের প্রথম দিনে''
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০১ জানুয়ারি, ২০১৪, ০৮:৪৩:০৭ রাত
‘’নববর্ষের প্রথম দিনে’’
আজ ইংরেজী নববর্ষের প্রথম দিনে এই প্রার্থনা করি গত কয়েক বছর থেকে যেন এই বছরটা ভাল কাটে সবার সবদিক দিয়ে। আরো প্রার্থনা করি মহান আল্লাহ যেন বাতিলকে পরাজিত করে আর হক্বকে প্রতিষ্ঠিত করে। আজকের এই দিনে তোমার কাছে শুধুই প্রার্থনা তুমি আমার ভাইকে আমার দেশকে সকল অকল্যান থেকে হেফাজতে রাখো। তুমিই তো আমাদের কল্যানকারি স্রষ্টা মালিক তাই তোমার কাছেই আমাদের সকল আরজু আবেদন। আমিন.......................আমিন...........................আমিন........................।
বিষয়: বিবিধ
১৪১০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশের জন্যও দোয়া করবেন।
দোয়া করবেন আমাদের জন্য
মন্তব্য করতে লগইন করুন