''দোয়া চাই''
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৫ ডিসেম্বর, ২০১৩, ০৯:১০:১৯ রাত
‘’দোয়া চাই’’
ছোটবেলায় মদিনা নিয়ে অনেক না’ত শুনতাম, কখনো কখনো গাইতাম ও কত যে ভাল লাগতো তা ভাষায় বোঝানো যাবেনা। মনে মনে সোনার মদিনাকে কত রঙে যে আঁকতাম, চোখের পাতায় কত রুপে যে ভাসতো আমার নবী (সঃ) এর সোনার মদিনা বলে বুঝাতে পারবোনা। তাই মদিনার গান গেয়ে গেয়ে মনকে শান্তনা দিতাম। বুঝ হওয়ার পর থেকে মদিনাকে দেখতে চেয়ে প্রার্থনা করতাম আর প্রত্যাশা করতাম মনে মনে ইনশাল্লাহ কোন একদিন যেন সোনার মদিনাকে মন ভরে দেখতে পারি, সোনার মদিনার ধুলো বালি গায়ে মাখাতে পারি। কখনো এই প্রার্থনা করতে করতে দুচোখ বেয়ে কিছুটা অশ্রু ঝরে যেত, বলতে বলতে আল্লাহর রহমতে সেই সোনার মদিনা, আমার নবীর সোনার মদিনা, হৃদয়ের সোনার মদিনা দেখার সৌভাগ্য এবার হবে ইনশাল্লাহ! মহান আল্লাহ অনেক প্রত্যাশা আর অপেক্ষার পর এবার আল্লাহ সুযোগ দিয়েছে সোনার মদিনাতে যাওয়ার আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন আমাদের পরিবারকে মৃত্যু পর্যন্ত কবুল করেন আর দুনিয়াতে যতদিন বাঁচি ঈমানের সাথে থাকি এবং ঈমানের সাথে মৃত্য হয় আর জান্নাতুল বাকিতে যেন হয় শেষ আশ্রয়।
আমিন আমিন আমিন ছুম্মা আমিন।
বিষয়: বিবিধ
১২৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন