‘’স্বর্গের মত ভালবাসা’’
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২২ নভেম্বর, ২০১৩, ০৭:০০:৪৫ সন্ধ্যা
পৃথিবীটা তো স্বর্গ নয়
এথায় যা আছে স্বর্গের নমুনা শুধু।
যতই তাহা চাউক লোকে
মিলবেনা তা কভু।
স্বামি স্ত্রীর ভালবাসা
স্বর্গ সুখের রুপক।
এই দুজনের সহমর্মিতা
সকল থেকে ব্যপক।
ভালবাসা ভালবাসা
এর মাঝেই দুঃখ সু্খ।
তাকে পেলে আনন্দ চিত্য
না পেলে হয় সবে বিমুখ।
বর্তমানে ভালবাসা
খড়কুটারই মত।
সম্মান তো পায়ইনা কেউ
করে শুধু রক্তাক্ত।
মনেতে থাকে যদি
সত্য ও সুন্দর প্রত্যাশা।
তবে পৃথিবীতে মিলবে
স্বর্গের মত ভালবাসা।
২২ শে নভেম্বর ২০১৩
বিষয়: বিবিধ
১৪৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন