ভয় করো শুধু আল্লাহকে''

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৬ মে, ২০১৩, ১২:৪৯:২৪ রাত



মহান আল্লাহই দেখছেন কে করছেন এই কাজ? কে ঘুরাচ্ছেন এই কাঠি?

হেফাজতে ইসলামের ঢাকা অবরোধে মুখরিত ঢাকা। পুলিশ ও বিজিবি ও হেফাজতের কর্মীরা যেন সৌহার্দপূর্ণ ব্যবহার করলো একে অন্যের সাথে। লাখো মানুষের ঢল নেমে আজকের ঢাকা পরিণত হয়েছে মানুষের সমুদ্রে। একটু পর যেন তা আবার রুপ নিল রণ ময়দানে। কিন্তু কিছু সময় পর থেকে কি যে শুরু হলো এই মিছিলে? কোন মিডিয়া তা প্রকাশ করছে না। এতে কি ঈঙ্গিত তা একমাত্র আমাদের সবার প্রতিপালকই ভাল জানেন। মহান আল্লাহই এব্যপারে ফায়সালা কারি। তার হাতেই সব শক্তি

‘’বাংলার মুসলিম সব এক হও, হও আগুয়ান।

লুন্ঠিত করো না'কো তোমরা মহান আল্লাহর শান।

আজকে তোমাদের এই কোরবান, এই যে জীবন দান।

মহান আল্লাহ হেফাজতকে কবুল ফরমান‘’।

কি যে শুরু হল বাংলাদেশে? মহান আল্লাহ এর দায়িত্ব নিন।

১) পাঁচটা বি আর টি সি বাস একত্রে কেন এখানে এলো কখনো তো এমনটি দেখিনি?

২) সবাই পল্টনে যেতে ব্যস্ত এ গাড়িগুলোতে কারা আগুন দিল?

৩) যেখানে সপ্তাহের প্রায় প্রতিদিন কয়েকশ পুলিশত পাহারায় থাকে সেখানে ঐ সময় কোন পুলিশ ছিলোনা কেন?

৪) গাড়ীতে আগুন দেয়ার প্রায় আধঘন্টা পর কেন ফায়ার সার্ভিস এলো?

৫) যখন গাড়ীগুলোতে আগুন দেয়া হয় এবং ভাংচুর চালানো হয় তখন গাড়ীতে কোন লোক ছিলনা কেন?(গাড়ীতে কোন লোক থাকুক বা আগুন দেয়া হোক কোন সুস্থ্য মাথার মানুষ কামনা করেনা।

৬) প্রত্যক্ষদর্শী অনেকে বলেছেন যারা আগুন দিয়েছে তারা কয়েকজন ছিল এবং সবাই বিশ বছর বয়সের নিচে এবং তাদেরকে লোকজন মিছিল থেকে আসতে দেখেনি,কেন?

এই গুলোর জবাব আপনার আমার আমাদের কারোরই জানা নেই। দোষারোপ সবাইকেই করা যায় প্রকৃত দোষী কে? তা মহান আল্লাহই ভাল জানেন। এবং পরের দুনিয়ার বিচার কার্য তো তিনিই সমাধা করবেন। আজকের এই তান্ডব লড়াই যারাই সৃষ্টি করুক না কেন কেউ না দেখলেও একজন তো দেখেছেন। তার কাছেই উত্তম ফায়সালা চাই, মুসলমান সবারই সেই সত্তাকে ভয় করা উচিৎ, কেউ দেখছে না, একজন তো দেখছে। যার কাছ থেকে চুলচেড়া কিছুই গোপন থাকেনা।

ওহে বাংলার মুসলমান! মনের মাঝে আল্লাহর ভয় করো বিদ্যমান।

মিথ্যার করো অবসান! নয়তো আখেরে হতে হবে লাঞ্চিত আর অপমান।

সবারই মহান আল্লাহকে ভয় করা উচিৎ, সব কাজে, সব কথায়, সব সময়। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমিন।

বিষয়: বিবিধ

১৪২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File